কলকাতা, 1 জুলাই : ভাড়া বাড়ল অ্যাপ ক্যাবের । 1 জুলাই অর্থাৎ আজ থেকে অ্যাপ ক্যাবে উঠলেই দিতে হবে বর্ধিত ভাড়া । জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জেরেই দুই অ্যাপ ক্যাব সংস্থার ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত ।
15 শতাংশ ভাড়া বৃদ্ধি করল অ্যাপ ক্যাব । আগে কিলোমিটার প্রতি ভাড়া ছিল 10 টাকা ৷ এখন তা করা হল 14.70 টাকা । তবে সারচার্জ কমানো হয়েছে । আগে ছিল মিনিটে 1.50 টাকা ৷ এখন তা কমিয়ে 1 টাকা করা হয়েছে । অন্য দিকে প্রতি কিলোমিটারে ভাড়়া বেড়েছে প্রায় 5 টাকা করে । স্বভাবতই বর্ধিত ভাড়ায় সমস্যা পড়বে নিত্য যাত্রীরা । ইতিমধ্যে বিষয়টি নিয়ে কথা বলতে দুই অ্যাপ ক্যাব সংস্থাকে পরিবহন দফতরে ডেকে পাঠানো হয়েছে । তবে অ্যাপ ক্যাবের ভাড়া বাড়লেও এতে ক্যাব চালকদের কোনও সুরাহা হচ্ছে না । কারণ চালকরা যে কমিশন দিত সংস্থাকে তার পরিবর্তন হচ্ছে না ।
সিটু (CITU) অনুমোদিত কলকাতার ওলা-উবের ক্যাব অপারেটর এন্ড ড্রাইভারস ইউনিয়নের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ ঘোষ বলেন, "পেট্রোল ও ডিজ়েলের দামে নাভিশ্বাস অবস্থা মালিক ও চালকদের । অ্যাপ ক্যাবের এই ভাড়া বৃদ্ধিতে কোনও সুরাহা হবে না । সরকার পেট্রোল ও ডিজ়েলের উপর কর না কমালে সাধারণ মানুষের ওপরে অত্যাচার বাড়তেই থাকবে । কারণ ন্যূনতম আয় না থাকলে কোনও মালিক বা চালক গাড়ি চালাতে চাইবে না । তাই সরকারকে দায়িত্ব নিয়ে অ্যাপ ক্যাব সংস্থার কমিশন কমাতে হবে । প্রথমে কথা ছিল যে 20 শতাংশ কমিশন নেবে ক্যাব সংস্থা । জিএসটি মিলিয়ে সেই সংখ্যাটি 25 শতাংশে দাঁড়িয়েছে ।"
আরও পডুন: জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ অ্যাপ ক্যাব সংগঠনের
ওয়েস্ট বেঙ্গল অনলাইন ক্যাব অপারেটর ইউনিয়নের কার্যনির্বাহী সম্পাদক পার্থসারথি সেন বলেন, "আজকের এই ভাড়া বৃদ্ধি সিদ্ধান্ত শুধুমাত্র আইওয়াশ । কারণ এই সংস্থাগুলি বিনা কারণেই সারচার্জ দেখিয়ে অতিরিক্ত ভাড়া নিয়ে চলেছে যাত্রীদের থেকে । ভাড়া বৃদ্ধি হলে সুবিধা হবে সংস্থার । আমাদের কমিশন সেই একই থেকে যাবে । আমাদের কোনও লাভ হবে না । সংস্থাকে 25 শতাংশ কমিশন দিতে হচ্ছে, গাড়ির ইএমআই দিতে হচ্ছে, তেল কিনতে হচ্ছে, বিভিন্ন কর ও পুলিশের কেসে টাকা বেরিয়ে যাচ্ছে । আমাদের হাতে এর পর আর কটা টাকা বাঁচে ? আর কোনও টাকাই থাকছে না । আমরা না পারছি গিলতে না পারছি ফেলতে।"