কলকাতা, 23 মে: "এগজ়িট পোলকে পাত্তাই দিই না । মানুষ ভোট দিয়েছে । গণনা শুরু হয়েছে । ফলেই বোঝা যাবে । "দমদমের গণনাকেন্দ্রে ঢোকার মুখে এই মন্তব্য করলেন দমদম লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় ।
এগজ়িট পোলের সমীক্ষা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতকে প্রাধান্য দিয়ে সৌগত রায় বলেন, এগজ়িট পোলের সমীক্ষা মিথ্যে, বানানো । বিরোধীদের মনোবলকে ভেঙে দেওয়ার জন্যই এই সমীক্ষা পেশ করা হয়েছে ।
তিনি আরও বলেন, "আমি এগজ়িট পোলকে বিশ্বাস-অবিশ্বাস কিছুই করি না । "