ETV Bharat / city

Arpita Mukherjee: 20 কোটি টাকা, 1 কোটির সোনার বাট ! অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটেও 'কুবেরের ধন'

পার্থ 'ঘনিষ্ঠ' অভিনেত্রীর বেলঘরিয়ার ফ্ল্যাটে মিলল নগদ 20 কোটি টাকা । এখনও পর্যন্ত ফ্ল্যাটের ভিতর চলছে টাকা গোনার কাজ (Enforcement Directorate seize Crores of Money from Arpita Mukherjees flat) ।

author img

By

Published : Jul 27, 2022, 9:57 PM IST

Updated : Jul 27, 2022, 10:16 PM IST

Arpita Mukherjee News
Arpita Mukherjee News

বেলঘরিয়া, 27 জুলাই: ফের বিপুল টাকা উদ্ধার অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ৷ পার্থ 'ঘনিষ্ঠ' অভিনেত্রীর বেলঘরিয়ার ফ্ল্যাটে মিলল নগদ 15 কোটি টাকা । এখনও পর্যন্ত ফ্ল্যাটের ভিতর চলছে টাকা গোনার কাজ । ইডি সূত্রের খবর, উদ্ধার হওয়া টাকার পরিমাণ আরও বাড়বে । পাশাপাশি প্রায় 1 কোটি টাকার সোনাও উদ্ধার হয়েছে ৷

বুধবার ওই ফ্ল্যাটের লকার ভেঙে বের করে আনা হয় এই টাকা । পাশাপাশি খবর দেওয়া হয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া'কে । সেখান থেকেই খবর যায় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া'তে । এরপরেই বেলঘরিয়ার ফ্ল্যাটে আনা হয় টাকা গোনার অত্যাধুনিক মেশিন । সেকেন্ডে একশোটি নোট গোনার ক্ষমতাসম্পন্ন চারটি মেশিন দিয়ে শুরু হয় টাকা গোনার কাজ ।

ঘটনাস্থলে আসেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর উচ্চপদস্থ আধিকারিকরা । নগদ টাকার ছবি এবং টাকা গোনার গোটা প্রক্রিয়া ভিডিয়োগ্রাফি করা হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে । ইডি সূত্রের খবর, উদ্ধার হয়েছে একাধিক সোনার বার, সোনার গয়না, রুপোর গয়না-সহ একাধিক নথিপত্র ।

আরও পড়ুন : ব্রুনেইয়ের সুলতানের চেয়েও পার্থর বান্ধবীর সংখ্যা বেশি, কটাক্ষ শুভেন্দুর

তারপরেই এদিন ওই ফ্ল্যাটটি সিল করে দেন ইডির গোয়েন্দারা । পরে তাঁরা বেলঘরিয়ার পাঁচ নম্বর ফ্ল্যাটে চলে যান । সেখানেই চলছে টাকা গোনার কাজ ।

বেলঘরিয়া, 27 জুলাই: ফের বিপুল টাকা উদ্ধার অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ৷ পার্থ 'ঘনিষ্ঠ' অভিনেত্রীর বেলঘরিয়ার ফ্ল্যাটে মিলল নগদ 15 কোটি টাকা । এখনও পর্যন্ত ফ্ল্যাটের ভিতর চলছে টাকা গোনার কাজ । ইডি সূত্রের খবর, উদ্ধার হওয়া টাকার পরিমাণ আরও বাড়বে । পাশাপাশি প্রায় 1 কোটি টাকার সোনাও উদ্ধার হয়েছে ৷

বুধবার ওই ফ্ল্যাটের লকার ভেঙে বের করে আনা হয় এই টাকা । পাশাপাশি খবর দেওয়া হয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া'কে । সেখান থেকেই খবর যায় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া'তে । এরপরেই বেলঘরিয়ার ফ্ল্যাটে আনা হয় টাকা গোনার অত্যাধুনিক মেশিন । সেকেন্ডে একশোটি নোট গোনার ক্ষমতাসম্পন্ন চারটি মেশিন দিয়ে শুরু হয় টাকা গোনার কাজ ।

ঘটনাস্থলে আসেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর উচ্চপদস্থ আধিকারিকরা । নগদ টাকার ছবি এবং টাকা গোনার গোটা প্রক্রিয়া ভিডিয়োগ্রাফি করা হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে । ইডি সূত্রের খবর, উদ্ধার হয়েছে একাধিক সোনার বার, সোনার গয়না, রুপোর গয়না-সহ একাধিক নথিপত্র ।

আরও পড়ুন : ব্রুনেইয়ের সুলতানের চেয়েও পার্থর বান্ধবীর সংখ্যা বেশি, কটাক্ষ শুভেন্দুর

তারপরেই এদিন ওই ফ্ল্যাটটি সিল করে দেন ইডির গোয়েন্দারা । পরে তাঁরা বেলঘরিয়ার পাঁচ নম্বর ফ্ল্যাটে চলে যান । সেখানেই চলছে টাকা গোনার কাজ ।

Last Updated : Jul 27, 2022, 10:16 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.