ETV Bharat / city

6 সপ্তাহ মাঠের বাইরে এডমুনো - Fran Gonzales

চোট পেয়ে মাঠের বাইরে থাকবেন নবাগত এডমুনো লালরিনডিকার । সোমবার চোটের জায়গায় MRI করা হয় । চিকিৎসক MRI রিপোর্ট দেখে এমনই নির্দেশ দিলেন । ফ্রান গঞ্জালেস দুঃখপ্রকাশ করেছেন ।

Edmuno lalrindica Six weeks out of the field
ছ'সপ্তাহ মাঠের বাইরে এডমুনো
author img

By

Published : Jan 20, 2020, 11:39 PM IST

কলকাতা, 20 জানুয়ারি: সময়টা ভালো যাচ্ছে না ইস্টবেঙ্গলের । সমস্যার জালে ক্রমেই জড়িয়ে পড়ছেন আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া । ডার্বি হারের ধাক্কায় সমালোচনার ঝড় অব্যাহত । এর উপর বাড়তি চিন্তা, নবাগত এডমুনো লালরিনডিকার চোট । বেঙ্গলুরু এফসি থেকে লিয়েনে আসা স্ট্রাইকারের পরিবর্তে মাঠে নেমে খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিলেন তিনি । তারপর থেকেই ব্যবধান কমিয়ে ছিলেন মার্কোস । কিন্তু এডমুনো বেশিক্ষন মাঠে থাকতে পারেননি । মোহনবাগানের স্প্যানিশ মিডিও ফ্রান গঞ্জালেসের কড়া ট্যাকেলে চোট পেয়েছিলেন ।

সোমবার সকালে এডমুনোর চোটের জায়গায় MRI করা হয় । রিপোর্ট দেখে চিকিৎসক ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকার নির্দেশ দিয়েছেন । জানিয়ে দিয়েছেন, দেড়মাস তরুণ স্ট্রাইকারকে না পাওয়ায় তিনি কার্যত এই আই লিগে খেলতে পারবেন না । যদিও তার চোটের জায়গায় মঙ্গলবার আরও একবার পরীক্ষা করা হবে । যাতে চোটের গভীরতা আরও বিশদে বোঝা যায় । এদিকে মোহনবাগানের ফ্রান গঞ্জালেস এই ট্যাকেলের পরে দুঃখ প্রকাশ করেছেন । শুধু তাই নয়, বারবার তিনি চোটের অবস্থা ও তাঁকে কতদিন মাঠের বাইরে থাকতে হবে তা নিয়ে খোঁজ খবর নিচ্ছেন । নিয়মিত চোট, আঘাত যেন চলতি মরসুমে আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার পরিকল্পনা রূপায়নে বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়াচ্ছে । ডার্বি পরবর্তী সাংবাদিক সম্মেলনে পরের ম্যাচ থেকে দল ঘুরে দাঁড়ানোর কথা বলেছেন ।

এছাড়া ডার্বির দ্বিতীয়ার্ধের পারফরম্যান্স পরবর্তী ম্যাচগুলোতে দেখা যাবে বলে দাবি করেছেন তিনি । চেন্নাই FC-র বিরুদ্ধে খেলতে যাবে ইস্টবেঙ্গল । সোমবার রিকভারি সেশনে ফুটবলারদের ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশ্বস্ত করেছেন । লড়াই না ছেড়ে অবস্থা বদলে জোটবদ্ধ লড়াইয়ের কথা বলেছেন । এখন ইস্টবেঙ্গল পয়েন্ট টেবিলে সাত নম্বরে রয়েছে । আলেয়ান্দ্রো বলছেন জিতলেই সে ছবি বদলে যাবে । ম্যাচ ধরে এগোতে হবে । তবে সেই কাজে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে কার্ড সমস্যা । কার্ড সমস্যায় চেন্নাই ম্যাচে নেই মার্তি ক্রেসপি । ফলে আসির আখতার ও মেহতাব সিং জুটিকে আগামী কয়েক দিনে গড়ে তুলতে হবে । এদিকে মার্কোসকে বিদায় দিয়ে নতুন স্ট্রাইকার আনার দাবি জোরালো হচ্ছে । মঙ্গলবার কোয়েস কর্তাদের সঙ্গে দলের ফুটবলার বদল নিয়ে আলোচনায় বসতে চলেছেন ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা ।

কলকাতা, 20 জানুয়ারি: সময়টা ভালো যাচ্ছে না ইস্টবেঙ্গলের । সমস্যার জালে ক্রমেই জড়িয়ে পড়ছেন আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া । ডার্বি হারের ধাক্কায় সমালোচনার ঝড় অব্যাহত । এর উপর বাড়তি চিন্তা, নবাগত এডমুনো লালরিনডিকার চোট । বেঙ্গলুরু এফসি থেকে লিয়েনে আসা স্ট্রাইকারের পরিবর্তে মাঠে নেমে খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিলেন তিনি । তারপর থেকেই ব্যবধান কমিয়ে ছিলেন মার্কোস । কিন্তু এডমুনো বেশিক্ষন মাঠে থাকতে পারেননি । মোহনবাগানের স্প্যানিশ মিডিও ফ্রান গঞ্জালেসের কড়া ট্যাকেলে চোট পেয়েছিলেন ।

সোমবার সকালে এডমুনোর চোটের জায়গায় MRI করা হয় । রিপোর্ট দেখে চিকিৎসক ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকার নির্দেশ দিয়েছেন । জানিয়ে দিয়েছেন, দেড়মাস তরুণ স্ট্রাইকারকে না পাওয়ায় তিনি কার্যত এই আই লিগে খেলতে পারবেন না । যদিও তার চোটের জায়গায় মঙ্গলবার আরও একবার পরীক্ষা করা হবে । যাতে চোটের গভীরতা আরও বিশদে বোঝা যায় । এদিকে মোহনবাগানের ফ্রান গঞ্জালেস এই ট্যাকেলের পরে দুঃখ প্রকাশ করেছেন । শুধু তাই নয়, বারবার তিনি চোটের অবস্থা ও তাঁকে কতদিন মাঠের বাইরে থাকতে হবে তা নিয়ে খোঁজ খবর নিচ্ছেন । নিয়মিত চোট, আঘাত যেন চলতি মরসুমে আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার পরিকল্পনা রূপায়নে বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়াচ্ছে । ডার্বি পরবর্তী সাংবাদিক সম্মেলনে পরের ম্যাচ থেকে দল ঘুরে দাঁড়ানোর কথা বলেছেন ।

এছাড়া ডার্বির দ্বিতীয়ার্ধের পারফরম্যান্স পরবর্তী ম্যাচগুলোতে দেখা যাবে বলে দাবি করেছেন তিনি । চেন্নাই FC-র বিরুদ্ধে খেলতে যাবে ইস্টবেঙ্গল । সোমবার রিকভারি সেশনে ফুটবলারদের ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশ্বস্ত করেছেন । লড়াই না ছেড়ে অবস্থা বদলে জোটবদ্ধ লড়াইয়ের কথা বলেছেন । এখন ইস্টবেঙ্গল পয়েন্ট টেবিলে সাত নম্বরে রয়েছে । আলেয়ান্দ্রো বলছেন জিতলেই সে ছবি বদলে যাবে । ম্যাচ ধরে এগোতে হবে । তবে সেই কাজে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে কার্ড সমস্যা । কার্ড সমস্যায় চেন্নাই ম্যাচে নেই মার্তি ক্রেসপি । ফলে আসির আখতার ও মেহতাব সিং জুটিকে আগামী কয়েক দিনে গড়ে তুলতে হবে । এদিকে মার্কোসকে বিদায় দিয়ে নতুন স্ট্রাইকার আনার দাবি জোরালো হচ্ছে । মঙ্গলবার কোয়েস কর্তাদের সঙ্গে দলের ফুটবলার বদল নিয়ে আলোচনায় বসতে চলেছেন ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা ।

Intro:সময়টা ভালো যাচ্ছে না ইস্টবেঙ্গলের।সমস্যার জালে ক্রমেই জড়িয়ে পড়ছেন আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া। ডার্বি হারের ধাক্কায় সমালোচনার ঝড় অব্যাহত।এরওপর বাড়তি চিন্তা নবাগত এডমুনো লালরিনডিকার চোট।বেঙ্গলেরু এফসি থেকে লিয়েনে আসা স্ট্রাইকার পরিবর্ত হিসেবে মাঠে নেমে খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিলেন।তার পাস থেকেই ব্যবধান কমিয়ে ছিলেন মার্কোস।কিন্তু এডমুনো বেশিক্ষন মাঠে থাকতে পারেননি। মোহনবাগানের স্প্যানিশ মিডিও ফ্রান গঞ্জালেসের কড়া ট্যাকেলে চোট পেয়েছিলেন।সোমবার সকালে এডমুনোর চোটের জায়গার এমআরআই করা হর।রিপোর্ট দেখে চিকিৎসক ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকার কথা বলেছেন।দেড়মাস তরুণ স্ট্রাইকার কে না পাওয়ার অর্থ তিনি কার্যত এই আই লিগে খেলতে পারবেন না।যদিও তার চোটের জায়গা মঙ্গলবার আরও একবার পরীক্ষা করা হবে।যাতে চোটের গভীরতা আরও বিশদে বোঝা যায়।এদিকে মোহনবাগানের ফ্রান গঞ্জালেস এই ট্যাকেলের পরে দুঃখ প্রকাশ করেছেন।বারবার তিনি চোটের ধরন ও কতদিন মাঠের বাইরে থাকতে হবে তা নিয়ে খোঁজ খবর নেন।
নিয়মিত চোট আঘাত চলতি মরসুমে আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার পরিকল্পনা রূপায়নে বড় প্রতিবন্ধক হয়ে দাড়াচ্ছে।ডার্বি পরবর্তী সাংবাদিক সম্মেলনে পরের ম্যাচ থেকে দল ঘুরে দাড়ানোর কথা বলেছেন।ডার্বির দ্বিতীয়ার্ধের পারফরম্যান্স পরবর্তী ম্যাচ গুলোতে দেখা যাবে বলে দাবি করেছেন।চেন্নাই এফসির বিরুদ্ধে খেলতে যাবে ইস্টবেঙ্গল।সোমবার রিকভারি সেশনে ফুটবলারদের ঘুরে দাড়ানোর ব্যাপারে আশ্বস্ত করেছেন।লড়াই না ছেড়ে অবস্থা বদলে জোটবদ্ধ লড়াইয়ের কথা বলেছেন।এখন ইস্টবেঙ্গল পয়েন্ট টেবিলে সাত নম্বরে।আলেয়ান্দ্রো বলছেন জিতলেই ছবি বদলে যাবে।ম্যাচ ধরে এগোনোর কথা বলেছেন।তবে সেই কাজে তার অন্তরায় হয়ে দাড়াচ্ছে কার্ড সমস্যা।কার্ড সমস্যায় চেন্নাই ম্যাচে নেই মার্তি ক্রেসপি।ফলে আসির আখতার ও মেহতাব সিং জুটি কে আগামী কয়েক দিনে গড়ে তুলতে হবে।
এদিকে মার্কোস কে বিদায় দিয়ে নতুন স্ট্রাইকার আনার দাবি জোরালো হচ্ছে।মঙ্গলবার কোয়েস কর্তাদের সঙ্গে দলের ফুটবলার বদল নিয়ে আলোচনায় বসতে চলেছেন ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা।


Body:ইস্টবেঙ্গলের


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.