কলকাতা, 19 সেপ্টেম্বর: সাবেকিয়ানার খোলস ছেড়ে থিমের লড়াই। কোন ক্লাবের কী থিম, তা দেখতেই মুখিয়ে থাকে কলকাতা ও শহরতলীর মানুষজন ৷ আর পুজো উদ্যোক্তাদের একে অপরের মধ্যে থিম নিয়ে চলে জোরদার টক্কর ৷ এমনকি দুর্গাপুজোকে (Durga Puja 2022) ঘিরে প্রতিযোগিতায় নামে রাজ্যের মন্ত্রীরাও ৷ এবারেও তার অন্যথা হচ্ছে না ৷ তবে, সেই লড়াইয়ের ময়দানের বাইরে রাজ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ 22 জুলাই শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি তাঁকে গ্রেফতার করে ৷ তার পর দীর্ঘদিনের জেল হেফাজতের পর, নতুন করে সিবিআইয়ের ফাঁদে তিনি ৷ অন্যদিকে, তাঁর পুজো বলে পরিচিত নাকতলা উদয়ন সংঘ (Naktala Udayan Sangha) এবং বেহারা দেবদারু ফটকের (Behala Debdaru Fatak) পুজোকে ঘিরে মানুষের আগ্রহ তুঙ্গে ৷
কলকাতার বড় পুজোর কথা বললেই, রাজ্যের মন্ত্রীদের পুজোগুলিই মানুষের মনে আসে ৷ সেই তালিকায় রয়েছে সুরুচি সংঘ, চেতলা অগ্রণী, ত্রিধারা অকাল বোধন, নাকতলা উদয়ন সংঘের মতো পুজোগুলি ৷ তবে, বাকি সব পুজোয় তাদের প্রধান উদ্যোক্তরা থাকলেও, নাকতলা উদয়ন সংঘ এবং বেহালা দেবদারু ফটকের পুজোয় নেই সেখানকার প্রধান উদ্যোক্তা পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ৷ তিনি বর্তমানে শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি (Recruitment Corruption in Education Sector) কাণ্ডে সিবিআই হেফাজতে রয়েছে ৷ ফলে তাঁর পুজোর থিম নিয়ে আম জনতার মধ্যে উৎসাহ একটু বেশিই ৷ নেতিবাচক হলেও, নাকতলা ও দেবদারু ফটকের পুজো উদ্যোক্তাদের কাছে তা শাপে বর ৷
আরও পড়ুন: বঙ্গভঙ্গের যন্ত্রণার স্মৃতি নিয়ে পালিত হয় উদগ্রাম দুর্গা মন্দিরের পুজো
নাকতলা উদয়ন সংঘের এ বারের ভাবনা ‘মোটা কাপড়’ ৷ সহকারী শিল্পী অশনীশ মুখোপাধ্যায় জানিয়েছেন, গতবারের থিমের দ্বিতীয় গল্প তুলে ধরছে নাকতলা উদয়ন সংঘ ৷ অর্থাৎ, গতবারের ‘পরিযায়ী’ থিম থেকে এ বারের ভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ৷ অর্থাৎ, দেশভাগের সময় ওপার বাংলা থেকে আসা লোকজন, ভারতে জীবিকা নির্ধারণের জন্য মোটা কাপড় সেলাই শুরু করেছিলেন ৷ সেই বিষয়টিকেই ‘মোটা কাপড়’ থিমে তুলে ধরছে নাকতলা পুজো কমিটি ৷
তবে, এই পুজোর মুখ বলে পরিচিত পার্থ চট্টোপাধ্যায় এ বছর সেখানে থাকছেন না ৷ তবে, পুজোর উদ্যোক্তা সন্দীপ দাশগুপ্ত জানাচ্ছেন, তাঁদের পুজোর কোনও মুখ আগেরবারেও ছিল না, এ বারেও নেই ৷ তিনি জানাচ্ছেন, তাঁরা দলগতভাবে এই পুজো করেন ৷ আর তাঁদের পুজোর ভাবনা বাংলার নারী শক্তি ৷ তবে, নাকতলা উদয় সংঘের পুজোয় গতবছর থেকে কোনও চেয়ারম্যান নেই ৷ এ বারেও সেই পদে কোনও বদল করা হয়নি ৷
আরও পড়ুন: দেবীর আগমনেও দুশ্চিন্তা ! প্রতিমায় ব্যবহৃত রঙের শারীরিক ক্ষতি শিল্পীদের
তবে, বদল এসেছে বেহালা পশ্চিম বিধানসভার বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়ের দেবদারু ফটকের পুজোয় ৷ সুবর্ণ জয়ন্তী বর্ষে পুজোর চেয়ারম্যান বদল করা হয়েছে এই পুজোয় ৷ গত বছরও বেহালা দেবদারু ফটকের পুজোয় চেয়ারম্যান পদে ছিলে পার্থ চট্টোপাধ্যায় ৷ এ বার সেখানে তাঁর নাম সরিয়ে দেওয়া হয়েছে ৷ তবে, নাকতলার পুজোর মতোই স্বাভাবিক ছন্দে চলছে পুজোর আয়োজন ৷
আরও পড়ুন: অবিভক্ত দিনাজপুরের বাহিন জমিদার বাড়ির দুর্গাপুজো আজ সর্বজনীন
এ বছর দেবদারু ফটকের পুজোর থিম ‘আগ্রাসন’ ৷ দিনের পর দিন জঙ্গল কেটে হচ্ছে নগরোন্নয়ন ৷ আর তার জেরে, প্রকৃতির বিরুদ্ধে এই আগ্রাসনের জেরে, তার ভারসাম্য নষ্ট হয়েছে ৷ বেহালা দেবদারু ফটকের সেই থিম ‘আগ্রাসনকেই তুলে ধরছেন শিল্পী পূর্ণেন্দু দে ৷ থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে পুজোর আবহ সঙ্গীতও তৈরি করেছেন উদ্যোক্তারা ৷