ETV Bharat / city

Drainage Problem : বেহাল নিকাশি, বর্ষার কথা ভেবেই আতঙ্কে প্রেমচাঁদ বড়াল স্ট্রিটের বাসিন্দারা

বর্ষা আসতে এখনও দেরি আছে ৷ কিন্তু এখন থেকেই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন প্রেমচাঁদ বড়াল স্ট্রিটের বাসিন্দারা ৷ কারণ এখানে একবার বৃষ্টির জল জমলে দিনসাতেকের আগে নামতে চায় না (Prem Chand Boral Street Drainage Problem) ৷

Kolkata Drainage Problem News
বর্ষার কথা ভেবেই আতঙ্কে প্রেমচাঁদ বড়াল স্ট্রিটের বাসিন্দারা
author img

By

Published : Apr 4, 2022, 10:25 PM IST

কলকাতা, 4 এপ্রিল : কলকাতার এক যৌনপল্লি এলাকা প্রেমচাঁদ বড়াল স্ট্রিট । গরমের শেষ থেকেই গোটা এলাকার মানুষজন সিঁদুরে মেঘ দেখেন । কারণ বর্ষা আসছে ৷ বর্ষায় এখানে জল জমার সমস্যা প্রবল ৷ একবার বৃষ্টি হলেই এক হাঁটু জল জমে যাওয়া খুব স্বাভাবিক ব্যাপার এখানে ৷ আশপাশের এলাকা থেকে জল নেমে গেলেও এখানে তার উপায়টি নেই ৷ তাই এখন থেকেই প্রেমচাঁদ বড়াল স্ট্রিটের বাসিন্দাদের মনে সিঁদুরে মেঘ (Prem Chand Boral Street Drainage Problem) ৷

স্থানীয়রা জানান, ঘর হোক বা দোকানপাট অথবা ডাক্তারখানা, বৃষ্টির জল জমে থাকে কম করে দিন সাতেক । চরম ভোগান্তির মধ্যে পড়তে হয় এলাকার মানুষজনকে । এই যৌনপল্লির বেশিরভাগ মানুষের আয়ের পথ দেহ ব্যবসা । কিন্তু এমন জলজমা পরিস্থিতিতে কেউ ধারেকাছে আসতে চায় না ৷ তাই যে ক'টা দিন কলোনি জলমগ্ন থাকে সে ক'টা দিন টানা ব্যবসা বন্ধই থাকে ৷ ফলে পড়তে হয় আর্থিক সঙ্কটের মুখে ৷ তাই বর্ষাকাল মানেই এই এলাকার বাসিন্দাদের কাছে অভিশাপ ৷ তবে শুধু যে তা ব্যবসার কারণে তা নয় । ঘরে জল ঢুকে থাকলে সংসারের কাজও জটিল হয়ে ওঠে ।

প্রেমচাঁদ বড়াল স্ট্রিটের বর্ষা দুর্গতি বহুদিনের, অভিযোগ স্থানীয়দের

গোটা বিষয়টি মানছেন 48 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দে । তাঁর কথায়, "এই ব্যাপারটা সম্পর্কে সকলেই ওয়াকিবহাল । প্রেমচাঁদ বড়াল স্ট্রিটের যে অংশের কথা সেটা স্থানীয় ভাষায় 'মাঠ গলি' বলা হয় । ওই এলাকায় হাজার খানেকের বেশি মানুষ বসবাস করেন । সেখানে বৃষ্টির জল বেশ কয়েকদিন জমে থাকে ৷ আমি খবর নিয়ে জেনেছি এটা অনেক পুরানো সমস্যা । যখন আমহার্স্ট স্ট্রিটে ট্রাম লাইন হয় তখন ওই এলাকার নিকাশি পাইপের মুখ আটকে দেওয়া হয় । তাই জমা জল খুব অল্প অল্প করে নামে ৷ অনেক সময় লাগে । আমি আধিকারিকদের সঙ্গে কথা বলেছি । ওই আটকানো অংশ খুলে ঠিক করা যায় কি না বা ওই লাইন অন্য কোনও লাইনের সঙ্গে যুক্ত করা যায় কিনা তা ভেবে দেখা হচ্ছে । খরচের ব্যাপারও আছে । তবে এই সমস্যার সমাধান করতে হবে ।"

আরও পড়ুন : কামারহাটির নিকাশি ব্যবস্থা ঢেলে সাজাতে উদ্যোগী পৌরসভা, কেএমডিএ

কলকাতা, 4 এপ্রিল : কলকাতার এক যৌনপল্লি এলাকা প্রেমচাঁদ বড়াল স্ট্রিট । গরমের শেষ থেকেই গোটা এলাকার মানুষজন সিঁদুরে মেঘ দেখেন । কারণ বর্ষা আসছে ৷ বর্ষায় এখানে জল জমার সমস্যা প্রবল ৷ একবার বৃষ্টি হলেই এক হাঁটু জল জমে যাওয়া খুব স্বাভাবিক ব্যাপার এখানে ৷ আশপাশের এলাকা থেকে জল নেমে গেলেও এখানে তার উপায়টি নেই ৷ তাই এখন থেকেই প্রেমচাঁদ বড়াল স্ট্রিটের বাসিন্দাদের মনে সিঁদুরে মেঘ (Prem Chand Boral Street Drainage Problem) ৷

স্থানীয়রা জানান, ঘর হোক বা দোকানপাট অথবা ডাক্তারখানা, বৃষ্টির জল জমে থাকে কম করে দিন সাতেক । চরম ভোগান্তির মধ্যে পড়তে হয় এলাকার মানুষজনকে । এই যৌনপল্লির বেশিরভাগ মানুষের আয়ের পথ দেহ ব্যবসা । কিন্তু এমন জলজমা পরিস্থিতিতে কেউ ধারেকাছে আসতে চায় না ৷ তাই যে ক'টা দিন কলোনি জলমগ্ন থাকে সে ক'টা দিন টানা ব্যবসা বন্ধই থাকে ৷ ফলে পড়তে হয় আর্থিক সঙ্কটের মুখে ৷ তাই বর্ষাকাল মানেই এই এলাকার বাসিন্দাদের কাছে অভিশাপ ৷ তবে শুধু যে তা ব্যবসার কারণে তা নয় । ঘরে জল ঢুকে থাকলে সংসারের কাজও জটিল হয়ে ওঠে ।

প্রেমচাঁদ বড়াল স্ট্রিটের বর্ষা দুর্গতি বহুদিনের, অভিযোগ স্থানীয়দের

গোটা বিষয়টি মানছেন 48 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দে । তাঁর কথায়, "এই ব্যাপারটা সম্পর্কে সকলেই ওয়াকিবহাল । প্রেমচাঁদ বড়াল স্ট্রিটের যে অংশের কথা সেটা স্থানীয় ভাষায় 'মাঠ গলি' বলা হয় । ওই এলাকায় হাজার খানেকের বেশি মানুষ বসবাস করেন । সেখানে বৃষ্টির জল বেশ কয়েকদিন জমে থাকে ৷ আমি খবর নিয়ে জেনেছি এটা অনেক পুরানো সমস্যা । যখন আমহার্স্ট স্ট্রিটে ট্রাম লাইন হয় তখন ওই এলাকার নিকাশি পাইপের মুখ আটকে দেওয়া হয় । তাই জমা জল খুব অল্প অল্প করে নামে ৷ অনেক সময় লাগে । আমি আধিকারিকদের সঙ্গে কথা বলেছি । ওই আটকানো অংশ খুলে ঠিক করা যায় কি না বা ওই লাইন অন্য কোনও লাইনের সঙ্গে যুক্ত করা যায় কিনা তা ভেবে দেখা হচ্ছে । খরচের ব্যাপারও আছে । তবে এই সমস্যার সমাধান করতে হবে ।"

আরও পড়ুন : কামারহাটির নিকাশি ব্যবস্থা ঢেলে সাজাতে উদ্যোগী পৌরসভা, কেএমডিএ

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.