ETV Bharat / city

Dilip on Arjun Singh : ‘পুরনোদের পিছু হঠাতে বাধ্য করা হয়েছে...’, অর্জুন প্রসঙ্গে শীর্ষ নেতৃত্বকে বিঁধলেন দিলীপ ? - পুরনোদের পিছুহটতে বাধ্য করা হয়েছে

অর্জুন সিংয়ের বিজেপি ছাড়া এবং তৃণমূলে ফেরা ৷ যার ধাক্কায় রবিবার বিকেলের পর রাজ্য বিজেপিতে রীতিমত হইচই পড়ে গিয়েছে ৷ তৃণমূল থেকে আসা নেতাদের একের পর এক বিজেপি ছেড়ে দেওয়া নিয়ে এ বার বেজায় ক্ষুব্ধ দিলীপ ঘোষের মত পুরনো নেতারা (Dilip Ghosh Criticises BJP Central Leaders on Arjun Singhs Left) ৷ যে ক্ষোভের বহিঃপ্রকাশ সাংবাদিকদের সামনেই করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি ৷

Dilip Ghosh Criticises BJP Central Leaders on Arjun Singhs Left
Dilip Ghosh Criticises BJP Central Leaders on Arjun Singhs Left
author img

By

Published : May 23, 2022, 11:08 AM IST

Updated : May 23, 2022, 11:32 AM IST

নিউটাউন, 23 মে : তৃণমূলে প্রত্যাবর্তন করেছেন অর্জুন সিং (Arjun Singh) ৷ আর তার পরেই ঘটল দিলীপ ঘোষের ক্ষোভের বহিঃপ্রকাশ ৷ আর সেটা কার্যত শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধেই (Dilip Ghosh Criticises BJP Central Leaders on Arjun Singhs Left) ৷ ক্ষুব্ধ দিলীপ ঘোষ এ দিন অভিযোগ করেন, 2019 সাল থেকে যে সব কর্মীরা লড়াই করে দলকে তুলে নিয়ে এসেছেন ৷ আজ তাঁদের পিছনে করে দেওয়া হয়েছে ৷ আর যাঁদের সামনে আনা হয়েছিল, তাঁরাই চলে যাচ্ছেন ৷ স্বাভাবিকভাবেই বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির অভিযোগের তির দীনদয়াল মার্গের নেতাদের বিরুদ্ধেই ৷

অর্জুন সিং যে কেবল বিজেপির সাংসদ বা নেতা ছিলেন, তা নয় ৷ অর্জুন সিং বিজেপিতে থাকার অর্থ ছিল, উত্তর 24 পরগনার প্রায় 90 শতাংশ বিজেপির দখলে ৷ এই পরিস্থিতিতে অর্জুনের তৃণমূলে ফিরে যাওয়ার অর্থ, উত্তর 24 পরগনায় বিজেপির সাংগঠনিক শক্তি ভেঙে পড়া ৷ এই পরিস্থিতিতে আজ থেকে তিনদিনের সাংগঠনিক বৈঠক রয়েছে রাজ্য বিজেপির ৷ যেখানে দিল্লি থেকে জেপি নাড্ডা-সহ বিজেপির শীর্ষ নেতারা অংশ নেবেন বলে জানা যাচ্ছে ৷ দিলীপ ঘোষও আজ দিল্লি যাচ্ছেন ৷ সেখান থেকেই ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দেবেন ৷ অর্জুনের মত একজন নেতার দলত্যাগ নিয়ে স্বাভাবিকভাবেই সরগরম হতে চলেছে বিজেপির এই বৈঠক ৷

যাঁদের সামনে আনা হয়েছিল, তাঁরাই চলে যাচ্ছেন; অর্জুনের দলত্যাগে ক্ষুব্ধ দিলীপ

আরও পড়ুন : Arjun Singh : আসা-যাওয়ার মাঝেও জয়ের অনবদ্য ট্র্যাক রেকর্ড অর্জুনের

রাজনৈতিক হুজ-হুদের মতে, এই বৈঠকে ফের একবার বিজেপির পুরনো ও নব্যের দ্বন্দ্ব প্রকট হওয়ার সম্ভাবনা প্রবল ৷ আর এমন পরিস্থিতি তৈরি হলে, সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীদের ভূমিকা কী হবে ? সেদিকেই নজর রাজনৈতিকমহলের ৷ অন্যদিকে, অর্জুন সম্পর্কে ব্যক্তিগতভাবে দিলীপ ঘোষ বলেন, নিশ্চয়ই কোনও উদ্দেশ্য নিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন অর্জুন সিং ৷ কিন্তু, সেই উদ্দেশ্যে সফল না হওয়াতেই ফিরে গিয়েছেন ব্যারাকপুরের সাংসদ ৷

আর একের পর এক নেতার ঘনঘন দলবদল প্রশ্নে দিলীপের জবাব, এতে ব্যক্তি বা কোনও দলের ক্ষতি হচ্ছে না ৷ ঘনঘন দলবদলে রাজনীতির ক্ষতি হচ্ছে ৷ দিলীপের মতে, রাজনীতিতে নীতি বলে আর কিছু থাকছে না ৷ এটা রাজনীতির নৈতিকতার অবক্ষয় ৷

নিউটাউন, 23 মে : তৃণমূলে প্রত্যাবর্তন করেছেন অর্জুন সিং (Arjun Singh) ৷ আর তার পরেই ঘটল দিলীপ ঘোষের ক্ষোভের বহিঃপ্রকাশ ৷ আর সেটা কার্যত শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধেই (Dilip Ghosh Criticises BJP Central Leaders on Arjun Singhs Left) ৷ ক্ষুব্ধ দিলীপ ঘোষ এ দিন অভিযোগ করেন, 2019 সাল থেকে যে সব কর্মীরা লড়াই করে দলকে তুলে নিয়ে এসেছেন ৷ আজ তাঁদের পিছনে করে দেওয়া হয়েছে ৷ আর যাঁদের সামনে আনা হয়েছিল, তাঁরাই চলে যাচ্ছেন ৷ স্বাভাবিকভাবেই বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির অভিযোগের তির দীনদয়াল মার্গের নেতাদের বিরুদ্ধেই ৷

অর্জুন সিং যে কেবল বিজেপির সাংসদ বা নেতা ছিলেন, তা নয় ৷ অর্জুন সিং বিজেপিতে থাকার অর্থ ছিল, উত্তর 24 পরগনার প্রায় 90 শতাংশ বিজেপির দখলে ৷ এই পরিস্থিতিতে অর্জুনের তৃণমূলে ফিরে যাওয়ার অর্থ, উত্তর 24 পরগনায় বিজেপির সাংগঠনিক শক্তি ভেঙে পড়া ৷ এই পরিস্থিতিতে আজ থেকে তিনদিনের সাংগঠনিক বৈঠক রয়েছে রাজ্য বিজেপির ৷ যেখানে দিল্লি থেকে জেপি নাড্ডা-সহ বিজেপির শীর্ষ নেতারা অংশ নেবেন বলে জানা যাচ্ছে ৷ দিলীপ ঘোষও আজ দিল্লি যাচ্ছেন ৷ সেখান থেকেই ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দেবেন ৷ অর্জুনের মত একজন নেতার দলত্যাগ নিয়ে স্বাভাবিকভাবেই সরগরম হতে চলেছে বিজেপির এই বৈঠক ৷

যাঁদের সামনে আনা হয়েছিল, তাঁরাই চলে যাচ্ছেন; অর্জুনের দলত্যাগে ক্ষুব্ধ দিলীপ

আরও পড়ুন : Arjun Singh : আসা-যাওয়ার মাঝেও জয়ের অনবদ্য ট্র্যাক রেকর্ড অর্জুনের

রাজনৈতিক হুজ-হুদের মতে, এই বৈঠকে ফের একবার বিজেপির পুরনো ও নব্যের দ্বন্দ্ব প্রকট হওয়ার সম্ভাবনা প্রবল ৷ আর এমন পরিস্থিতি তৈরি হলে, সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীদের ভূমিকা কী হবে ? সেদিকেই নজর রাজনৈতিকমহলের ৷ অন্যদিকে, অর্জুন সম্পর্কে ব্যক্তিগতভাবে দিলীপ ঘোষ বলেন, নিশ্চয়ই কোনও উদ্দেশ্য নিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন অর্জুন সিং ৷ কিন্তু, সেই উদ্দেশ্যে সফল না হওয়াতেই ফিরে গিয়েছেন ব্যারাকপুরের সাংসদ ৷

আর একের পর এক নেতার ঘনঘন দলবদল প্রশ্নে দিলীপের জবাব, এতে ব্যক্তি বা কোনও দলের ক্ষতি হচ্ছে না ৷ ঘনঘন দলবদলে রাজনীতির ক্ষতি হচ্ছে ৷ দিলীপের মতে, রাজনীতিতে নীতি বলে আর কিছু থাকছে না ৷ এটা রাজনীতির নৈতিকতার অবক্ষয় ৷

Last Updated : May 23, 2022, 11:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.