কলকাতা, 1 নভেম্বর : ‘‘সবাইকে বাদ দেব ৷’’
অন্য দল থেকে বিজেপিতে (BJP) আসা নেতাদের নিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই মন্তব্য করেছেন ৷
আরও পড়ুন : Sukanta Majumder : রাজীবের দলত্যাগ নিয়ে কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতির
কেন তিনি এই মন্তব্য করলেন, সেই ব্যাখ্যাও অবশ্য দিয়েছেন বঙ্গ-বিজেপির সদ্য প্রাক্তন সভাপতি ৷ তিনি লিখেছেন, ‘‘অনেক দালাল নির্বাচনের আগে আমাদের দলে ঢুকে গিয়েছিলেন ৷ কিছুজন গিয়েছেন, কিছু এখন রয়েছেন ৷ তাঁরা উৎপাত করছেন ৷’’
রবিবার তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) আবার যোগ দিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্য়ায় (Rajib Banerjee) ৷ তার পর নানা ইস্যুতে তোপ দেগেছেন বিজেপির বিরুদ্ধে ৷ তার পরই দিলীপ ঘোষের এই পোস্ট সেই দিকেই ইঙ্গিত করছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা ৷
আরও পড়ুন : Dilip Ghosh: বিজেপির ভিতরেই বিশ্বাসঘাতক, দলে ভাঙন নিয়ে বিস্ফোরক দিলীপ
যদিও সোমবার রাজীবকে নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে অস্বীকার করেছেন দিলীপ ৷ তিনি বলেন, ‘‘ছোড়ো কাল কী বাতে, কাল কী বাত পুরানি । কালকেই ভুলে যাবে মানুষ রাজীব বন্দ্যোপাধ্যায়কে ।’’
কিন্তু সোশ্যাল মিডিয়ায় যে পোস্টটি করেছেন মেদিনীপুরের সাংসদ, সেখানে তিনি উল্লেখ করেছেন, ‘‘এরা চায় না বিজেপি শক্তিশালী হোক ৷’’ সোমবার তিনি বলেন, ‘‘এদের উপর ভরসা করে পার্টি ডুবেছে ৷ ভরসা করে ভুল হয়েছিল ৷ কিছু লোক মনোবল ভাঙার চেষ্টা করছে ৷ তা নিয়ে সাবধান করছি ৷ আগেই বলেছিলাম, দিল্লি বলল যে যাওয়ার যাক ।’’
আরও পড়ুন : Mamata Banerjee: কংগ্রেস-বিজেপির মধ্যে আঁতাত, কালীপুজোর উদ্বোধনে গিয়ে তীব্র আক্রমণ মমতার
দিলীপের এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক ৷ কারণ, তৃণমূল কংগ্রেস থেকে অনেকেই এসেছেন বিজেপিতে ৷ তাঁদের কেউ নেতা-কর্মী ৷ কেউ আবার দলের পদে ৷ কেউ মোদি সরকারের মন্ত্রী ৷ ফলে দিলীপের এই মন্তব্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ তাহলে কি দিলীপ এই নেতাদের বিরুদ্ধে তোপ দাগলেন ?
কারণ, আরএসএস (RSS) থেকে বিজেপিতে আসা দিলীপ গেরুয়া শিবিরের ঘরের ছেলে ৷ তাঁর হাত ধরেই শক্তিশালী হয়েছে বঙ্গ-বিজেপি ৷ লোকসভায় আশাতীত সাফল্য এসেছে ৷ বিধানসভার ফল আশানুরূপ না হলেও পশ্চিমবঙ্গে প্রথমবার বিরোধী দলের মর্যাদা পেয়েছে বিজেপি ৷ তার পরও মোদি মন্ত্রিসভায় জায়গা হয়নি তাঁর ৷ তার উপর রাজ্য সভাপতির পদও গিয়েছে ৷ সেই রাগ থেকেই দিলীপ এই পোস্ট করেছেন কিনা, আপাতত সেই প্রশ্ন উঠছে ৷
আরও পড়ুন : Fuel Price Hike : একধাক্কায় 266 টাকা দাম বাড়ল বাণিজ্যিক এলপিজি-র, বাড়তে পারে হোটেল-রেস্তরাঁয় খাওয়ার খরচও
যদিও তৃণমূল কংগ্রেস গোটা বিষয়টির মধ্যে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও দিলীপ ঘোষের দ্বন্দ্ব দেখতে পাচ্ছে ৷ দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, ‘‘এটা শুভেন্দু অধিকারীকে লেখা দিলীপ ঘোষের চিঠি । জবাব কী হয়, তা জানার অপেক্ষায় থাকলাম ।’’
প্রসঙ্গত, শুভেন্দু অধিকারীর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের এখনও এক বছর হয়নি ৷ তবে তিনি বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ৷ তার পর তাঁকেই বিধানসভার বিরোধী দলনেতা করেছে বিজেপি ৷
আরও পড়ুন : Manas Bhunia : মমতার হাত ধরে গোয়ায় আমূল পরিবর্তন আসছে, মন্তব্য মানস ভুইঞাঁর
ফলে এই নিয়ে বিজেপির অন্দরে কোনও শোরগোল পড়ে কি না বা দিলীপ ঘোষ নিজেই এর কোনও ব্যাখ্যা দেন কি না, সেটাই দেখার ৷