কলকাতা, 7 জুলাই: রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের 8 সদস্যের এক প্রতিনিধি দল আজ বৃহস্পতিবার রাজভবনে যাচ্ছেন (TMC at Raj Bhavan)। বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ গতকাল সর্বভারতীয় টিভি চ্যানেলে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কুরুচিকর আক্রমণ করেছেন বলে তাদের অভিযোগ (Dilip Ghosh insults Mamata Banerjee)।
তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বর্তমানে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর উদ্দেশে এ ধরনের কুরুচিকর আক্রমণ অশোভনীয় । মূলত এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজ রাজভবনে যাবে তারা । একইসঙ্গে গতকাল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে রাজ্যপাল একাধিক বিষয় তুলে যেভাবে রাজ্য সরকারকে আক্রমণ করেছেন, তা নিয়েও তৃণমূলের প্রতিনিধি দল জগদীপ ধনকড়ের সঙ্গে কথা বলবেন বলে জানা গিয়েছে ।
আরও পড়ুন: আমি যে ভুল সেটা প্রমাণ করুন, কালী-মন্তব্য নিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ মহুয়ার
কদিন আগেই তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল রাজভবনে গিয়েছিলেন । সে সময় তাদের সঙ্গে রাজ্যপালের দীর্ঘক্ষণ কথা হয় । এমনকী এই অবসরে রাজ্যের বিরোধী দলনেতার ভূমিকা নিয়ে রাজ্যের সাংবিধানিক প্রধানকে নালিশ জানিয়ে আসেন তৃণমূল নেতারা । এ বার বিজেপির সর্বভারতীয় সহ সভাপতিকে নিয়ে তাঁরা রাজ্যপালের দ্বারস্থ হচ্ছেন । তিনি এই নিয়ে কী প্রতিক্রিয়া জানান, সেটাই দেখার ।