ETV Bharat / city

Suvendu Tushar Meet: বৈঠক হয়নি, দাবি শুভেন্দুর ; তুষার মেহতার অপসারণ চেয়ে মোদিকে চিঠি তৃণমূলের - নরেন্দ্র মোদি

সলিসিটর জেনারেল (Solicitor General) তুষার মেহতার (Tushar Mehta) সঙ্গে তাঁর বৈঠক হয়নি বলে দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ তুষার মেহতাও একই দাবি করেছেন ৷ তবে এতে শান্ত না-হয়ে সলিসিটর জেনারেলকে অপসারণের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছে তৃণমূল ৷

didnt-meet-solicitor-general-tushar-mehta-claimed-bjps-suvendu-adhikari-amid-cbi-probe-row-on-narada-case
বৈঠক হয়নি, দাবি শুভেন্দুর ; তুষার মেহতার অপসারণ চেয়ে মোদিকে চিঠি তৃণমূলের
author img

By

Published : Jul 2, 2021, 4:28 PM IST

কলকাতা, 2 জুলাই: সলিসিটর জেনারেল (Solicitor General) তুষার মেহতার (Tushar Mehta) সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সাক্ষাত্ প্রশ্নে চড়ল রাজনীতির পারদ ৷ তুষার মেহতা ও শুভেন্দু উভয়েই দাবি করেছেন যে, তাঁদের মধ্যে কোনও বৈঠক হয়নি ৷ তবে এই যুক্তি মানতে নারাজ তৃণমূল ৷ নারদ মামলায় (Narada Case) অভিযুক্ত শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করার অভিযোগ এনে নারদ মামলায় সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতাকে দেশের সলিসিটর জেনারেল পদ থেকে অপসারণ করার দাবিতে সরব হল তারা ৷ এ ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও দিয়েছে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দল ৷

প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে তৃণমূলের দাবি, বিভিন্ন মামলায় অভিযুক্ত শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করার জন্য অবিলম্বে সলিসিটর জেনারেলের পদ থেকে সরিয়ে দেওয়া হোক তুষার মেহতাকে ৷ যদিও কেন্দ্রের শীর্ষ আইনজীবীর দাবি, শুভেন্দু তাঁর বাড়িতে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ঠিকই, কিন্তু শুভেন্দুর সঙ্গে তিনি দেখা করেননি ৷ সলিসিটর জেনারেল বলেছেন, "শুভেন্দু অধিকারী আগে থেকে কিছু না-জানিয়ে গতকাল বিকেল তিনটে নাগাদ আমার বাড়ি তথা দফতরে এসেছিলেন ৷ যেহেতু আমি আমার চেম্বারে পূর্ব নির্ধারিত বৈঠকে ব্যস্ত ছিলাম, তাই আমার কর্মীরা তাঁকে আমার অফিসের ওয়েটিং রুমে বসতে বলেন এবং তাঁকে এক কাপ চা খেতে দেন ৷ যখন আমার বৈঠক শেষ হয়, তখন আমার ব্যক্তিগত সচিব শুভেন্দুর আগমনের কথা জানান ৷ আমি তাঁর সঙ্গে যে দেখা করতে পারব না, সেটা শুভেন্দু অধিকারীকে জানিয়ে দিতে বলি এবং তাঁকে অপেক্ষা করানোর জন্য ক্ষমাও চেয়ে নিই ৷ অধিকারী আমার ব্যক্তিগত সচিবকে ধন্যবাদ জানিয়ে চলে যান, আমার সঙ্গে দেখা করার জন্য আর তিনি জোরাজুরি করেননি ৷ ফলে শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার বৈঠকের প্রশ্নই ওঠে না ৷"

আরও পড়ুন: বিজেপির বাধায় প্রথম দিনই তপ্ত বিধানসভা, 'স্বৈরতান্ত্রিক' সরকারের বিরুদ্ধে সরব শুভেন্দু

তুষার মেহতার সঙ্গে তাঁর বৈঠক প্রসঙ্গে জলঘোলা হতেই এই একই কথা আজ শোনা গিয়েছে নন্দীগ্রামের বিধায়কের মুখে ৷ বিধানসভায় এই নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে শুভেন্দু বলেন, "আমি গতকাল সলিসিটর জেনারেলের সঙ্গে দেখা করিনি ৷ তিনি আমার সঙ্গে দেখা করতে চাননি ৷" শুভেন্দু এ কথা বললেও তা মানতে রাজি নয় তৃণমূল ৷ তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষের প্রশ্ন, "এসজি মেহতা বলেছেন, শুভেন্দু যান তাঁর বাড়ি । কিন্তু দেখা হয়নি । যদি আদৌ সত্যি হয়, তাহলেও বলি - নারদে তৃণমূল নেতাদের ক্ষেত্রে এসজি বলেছিলেন, প্রভাবশালীরা বাইরে থাকলে সমস্যা । তাহলে একই মামলায় এফআইআর-এ নাম থাকা প্রভাবশালী শুভেন্দু প্রভাব খাটাতে সিবিআই আইনজীবীর বাড়ি গেলে গ্রেফতার করা হবে না কেন ?"

  • SG মেহতা বলেছেন, শুভেন্দু যান তাঁর বাড়ি। কিন্তু দেখা হয়নি। যদি আদৌ সত্যি হয়, তাহলেও বলি- নারদে TMC নেতাদের ক্ষেত্রে SG বলেছিলেন, প্রভাবশালীরা বাইরে থাকলে সমস্যা। তাহলে একই মামলায় FIR named প্রভাবশালী শুভেন্দু প্রভাব খাটাতে CBI আইনজীবীর বাড়ি গেলে গ্রেপ্তার করা হবে না কেন?

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) July 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : বিধানসভায় অধিবেশনের শুরুতেই বিজেপির বিক্ষোভ, চার মিনিটেই শেষ রাজ্যপালের ভাষণ

কুণালের কটাক্ষের কথা শুভেন্দুকে জানাতেই তিনি বলেছিলেন, যিনি সারদায় 3 বছর জেল খেটেছেন, তাঁর প্রশ্নের উত্তর দেব না ৷ বিরোধী দলনেতার এই কথার জবাবে তাঁর বিরুদ্ধে পাল্টা তোপ দেগেছেন কুণাল ঘোষ ৷ তিনি টুইটে শুভেন্দুর উদ্দেশে লেখেন, "ভাই, আমি জেলে গিয়েছিলাম বলে তুমি নাকি উত্তর দাওনি । তা যে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি থেকে বেরোলে, তিনিও তো জেলেই ছিলেন । জবাব না-থাকলেই এ রকম ছেলেমানুষি করে ফেলো তুমি । যাক, দলবদলেও বাঁচবে কি ? কোন্ জেলে থাকবে, এখন থেকে ঠিক করে রাখো । দিন গোনা শুরু ।"

  • .@SuvenduWB ভাই, আমি জেলে গেছিলাম বলে তুমি নাকি উত্তর দাওনি। তা যে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি থেকে বেরোলে, তিনিও তো জেলেই ছিলেন। জবাব না থাকলেই এরকম ছেলেমানুষি করে ফেলো তুমি। যাক, দলবদলেও বাঁচবে কি? কোন্ জেলে থাকবে, এখন থেকে ঠিক করে রাখো। দিন গোণা শুরু।

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) July 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের অভিযোগে তৃণমূল সলিসিটর জেনারেল পদ থেকে তুষার মেহতার অপসারণ দাবি করায় তাদের পালটা আক্রমণ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ তাঁর প্রশ্ন, "শুভেন্দু অধিকারী যদি রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন, তাহলে কি তাঁদেরও অপসারণ দাবি করবে তৃণমূল ?"

কলকাতা, 2 জুলাই: সলিসিটর জেনারেল (Solicitor General) তুষার মেহতার (Tushar Mehta) সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সাক্ষাত্ প্রশ্নে চড়ল রাজনীতির পারদ ৷ তুষার মেহতা ও শুভেন্দু উভয়েই দাবি করেছেন যে, তাঁদের মধ্যে কোনও বৈঠক হয়নি ৷ তবে এই যুক্তি মানতে নারাজ তৃণমূল ৷ নারদ মামলায় (Narada Case) অভিযুক্ত শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করার অভিযোগ এনে নারদ মামলায় সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতাকে দেশের সলিসিটর জেনারেল পদ থেকে অপসারণ করার দাবিতে সরব হল তারা ৷ এ ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও দিয়েছে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দল ৷

প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে তৃণমূলের দাবি, বিভিন্ন মামলায় অভিযুক্ত শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করার জন্য অবিলম্বে সলিসিটর জেনারেলের পদ থেকে সরিয়ে দেওয়া হোক তুষার মেহতাকে ৷ যদিও কেন্দ্রের শীর্ষ আইনজীবীর দাবি, শুভেন্দু তাঁর বাড়িতে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ঠিকই, কিন্তু শুভেন্দুর সঙ্গে তিনি দেখা করেননি ৷ সলিসিটর জেনারেল বলেছেন, "শুভেন্দু অধিকারী আগে থেকে কিছু না-জানিয়ে গতকাল বিকেল তিনটে নাগাদ আমার বাড়ি তথা দফতরে এসেছিলেন ৷ যেহেতু আমি আমার চেম্বারে পূর্ব নির্ধারিত বৈঠকে ব্যস্ত ছিলাম, তাই আমার কর্মীরা তাঁকে আমার অফিসের ওয়েটিং রুমে বসতে বলেন এবং তাঁকে এক কাপ চা খেতে দেন ৷ যখন আমার বৈঠক শেষ হয়, তখন আমার ব্যক্তিগত সচিব শুভেন্দুর আগমনের কথা জানান ৷ আমি তাঁর সঙ্গে যে দেখা করতে পারব না, সেটা শুভেন্দু অধিকারীকে জানিয়ে দিতে বলি এবং তাঁকে অপেক্ষা করানোর জন্য ক্ষমাও চেয়ে নিই ৷ অধিকারী আমার ব্যক্তিগত সচিবকে ধন্যবাদ জানিয়ে চলে যান, আমার সঙ্গে দেখা করার জন্য আর তিনি জোরাজুরি করেননি ৷ ফলে শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার বৈঠকের প্রশ্নই ওঠে না ৷"

আরও পড়ুন: বিজেপির বাধায় প্রথম দিনই তপ্ত বিধানসভা, 'স্বৈরতান্ত্রিক' সরকারের বিরুদ্ধে সরব শুভেন্দু

তুষার মেহতার সঙ্গে তাঁর বৈঠক প্রসঙ্গে জলঘোলা হতেই এই একই কথা আজ শোনা গিয়েছে নন্দীগ্রামের বিধায়কের মুখে ৷ বিধানসভায় এই নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে শুভেন্দু বলেন, "আমি গতকাল সলিসিটর জেনারেলের সঙ্গে দেখা করিনি ৷ তিনি আমার সঙ্গে দেখা করতে চাননি ৷" শুভেন্দু এ কথা বললেও তা মানতে রাজি নয় তৃণমূল ৷ তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষের প্রশ্ন, "এসজি মেহতা বলেছেন, শুভেন্দু যান তাঁর বাড়ি । কিন্তু দেখা হয়নি । যদি আদৌ সত্যি হয়, তাহলেও বলি - নারদে তৃণমূল নেতাদের ক্ষেত্রে এসজি বলেছিলেন, প্রভাবশালীরা বাইরে থাকলে সমস্যা । তাহলে একই মামলায় এফআইআর-এ নাম থাকা প্রভাবশালী শুভেন্দু প্রভাব খাটাতে সিবিআই আইনজীবীর বাড়ি গেলে গ্রেফতার করা হবে না কেন ?"

  • SG মেহতা বলেছেন, শুভেন্দু যান তাঁর বাড়ি। কিন্তু দেখা হয়নি। যদি আদৌ সত্যি হয়, তাহলেও বলি- নারদে TMC নেতাদের ক্ষেত্রে SG বলেছিলেন, প্রভাবশালীরা বাইরে থাকলে সমস্যা। তাহলে একই মামলায় FIR named প্রভাবশালী শুভেন্দু প্রভাব খাটাতে CBI আইনজীবীর বাড়ি গেলে গ্রেপ্তার করা হবে না কেন?

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) July 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : বিধানসভায় অধিবেশনের শুরুতেই বিজেপির বিক্ষোভ, চার মিনিটেই শেষ রাজ্যপালের ভাষণ

কুণালের কটাক্ষের কথা শুভেন্দুকে জানাতেই তিনি বলেছিলেন, যিনি সারদায় 3 বছর জেল খেটেছেন, তাঁর প্রশ্নের উত্তর দেব না ৷ বিরোধী দলনেতার এই কথার জবাবে তাঁর বিরুদ্ধে পাল্টা তোপ দেগেছেন কুণাল ঘোষ ৷ তিনি টুইটে শুভেন্দুর উদ্দেশে লেখেন, "ভাই, আমি জেলে গিয়েছিলাম বলে তুমি নাকি উত্তর দাওনি । তা যে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি থেকে বেরোলে, তিনিও তো জেলেই ছিলেন । জবাব না-থাকলেই এ রকম ছেলেমানুষি করে ফেলো তুমি । যাক, দলবদলেও বাঁচবে কি ? কোন্ জেলে থাকবে, এখন থেকে ঠিক করে রাখো । দিন গোনা শুরু ।"

  • .@SuvenduWB ভাই, আমি জেলে গেছিলাম বলে তুমি নাকি উত্তর দাওনি। তা যে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি থেকে বেরোলে, তিনিও তো জেলেই ছিলেন। জবাব না থাকলেই এরকম ছেলেমানুষি করে ফেলো তুমি। যাক, দলবদলেও বাঁচবে কি? কোন্ জেলে থাকবে, এখন থেকে ঠিক করে রাখো। দিন গোণা শুরু।

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) July 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের অভিযোগে তৃণমূল সলিসিটর জেনারেল পদ থেকে তুষার মেহতার অপসারণ দাবি করায় তাদের পালটা আক্রমণ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ তাঁর প্রশ্ন, "শুভেন্দু অধিকারী যদি রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন, তাহলে কি তাঁদেরও অপসারণ দাবি করবে তৃণমূল ?"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.