কলকাতা, 17 সেপ্টেম্বর: নিজে হাসপাতাল থেকে ছাড়া পেতেই আহত সহকর্মীকে দেখতে হাসপাতালে পৌঁছে গেলেন কলকাতার নগরপাল বিনীত গোয়েল (Vineet Kumar Goyal) ৷ শনিবার এসএসকেএম সুপার স্পেশালিটি হাসপাতালে (SSKM Super Speciality Hospital) পৌঁছে যান তিনি ৷ সেখানেই চিকিৎসা চলছে তাঁর সহকর্মী এসিপি দেবজিৎ চট্টোপাধ্য়ায়ের (ACP Debjit Chatterjee) ৷ তাঁর স্বাস্থ্যের খোঁজ নিতেই এদিন হাসপাতালে পৌঁছে যান পুলিশ কমিশনার ৷
উল্লেখ্য, গত 13 সেপ্টেম্বর নবান্ন অভিযান করে বিজেপি (BJP Nabanna Abhijan) ৷ কর্মসূচি ঘিরে রাজপথের নানা অংশ রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় ৷ এমনই এক জায়গায় পরিস্থিতি সামলানোর দায়িত্বে ছিলেন দেবজিৎ ৷ হঠাৎই তিনি একা পড়ে যান ৷ সেই সময় রীতিমতো বাঁশ দিয়ে পেটানো হয় তাঁকে ৷ তাতে গুরুতর জখম হন ওই পুলিশ আধিকারিক ৷ তাঁর হাত ভেঙে যায় ৷ ঘটনায় বিজেপি কর্মীদের কাঠগড়ায় তোলা হয়েছে ৷ এরপর থেকেই এসএসকেএম-এ চিকিৎসা চলছে দেবজিতের ৷ আপাতত তিনি ভালোই আছেন ৷ তবে, বেশ কিছু দিনের বিশ্রাম প্রয়োজন ৷ তাছাড়া, তাঁর অস্ত্রোপচারও করতে হবে ৷ কিন্তু, কবে তা করা হবে, সেই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেননি চিকিৎসকরা ৷
আরও পড়ুন: পুলিশের গাড়িতে আগুন, কাউন্সিলরের ছেলের খোঁজে বাড়িতে পৌঁছল পুলিশ
আগেই দেবজিৎকে দেখতে হাসপাতালে এসেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ শনিবার তাঁকে দেখতে আসেন পুলিশ কমিশনারও ৷ বেশ কিছুক্ষণ দেবজিতের কেবিনে ছিলেন তিনি ৷ প্রসঙ্গত, সম্প্রতি নগরপাল নিজেই ডেঙ্গিতে আক্রান্ত হন ৷ তবে, এখন তিনি সুস্থ আছেন ৷ হাসপাতাল থেকে তাঁকে ছেড়েও দেওয়া হয়েছে ৷
এদিকে, নবান্ন অভিযানের দিন পুলিশের একটি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয় ৷ সেই ঘটনায় নাম জড়িয়েছে মুর্শিদাবাদের বেলডাঙা পৌরসভা এলাকার এক বিজেপি নেত্রী তথা কাউন্সিলরের ছেলের ৷ অভিযুক্তের নাম শুভজিৎ ঘোষ ওরফে রনি ৷ শনিবার তাঁর খোঁজে বেলডাঙায় পৌঁছে যায় পুলিশ ৷ অভিযুক্তের বাড়িতেও যান পুলিশের প্রতিনিধিরা ৷ কিন্তু, শুভজিৎকে সেখানে পাওয়া যায়নি ৷ সূত্রের দাবি, তিনি পলাতক ৷ তবে, সরকারিভাবে এমন কোনও তথ্য মেলেনি ৷ স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, গত 13 সেপ্টেম্বরের নবান্ন অভিযানে শুভজিৎ যাননি ৷ কিন্তু, পুলিশের কাছে জমা পড়া ভিডিয়ো ফুটেজে তাঁর ছবি রয়েছে বলে দাবি করা হচ্ছে ৷ যদিও বিজেপির বক্তব্য, শুভজিৎকে ফাঁসানো হচ্ছে ৷