ETV Bharat / city

Covid Vaccination for children begins: স্কুলে ফেরার আশায় টিকাকেন্দ্রে 15-18, বাংলা-সহ সারা দেশে শুরু অভিযান - Covid Vaccination begins for children aged 15 18 years

বাংলা-সহ সারা দেশে 15-18 বছর বয়সিদের টিকাকরণ (Covid Vaccination for children begins) অভিযান শুরু হয়ে গেল ৷ উৎসাহের সঙ্গে টিকা গ্রহণ করছে পড়ুয়ারা ৷

covid-vaccination-begins-for-children-aged-15-18-years-in-bengal-and-other-states
স্কুলে ফেরার আশায় টিকাকেন্দ্রে 15-18, বাংলা-সহ গোটা দেশে শুরু অভিযান
author img

By

Published : Jan 3, 2022, 12:15 PM IST

কলকাতা, 3 জানুয়ারি: কোভিডকে যুঝতে শুরু হয়ে গেল শিশুদের টিকাকরণ (Covid Vaccination for children begins)৷ নির্ধারিত ঘোষণা অনুযায়ী আজ সকাল থেকে বাংলা-সহ দেশের অন্যান্য রাজ্যে 15 থেকে 18 বছর বয়সিদের টিকাকরণ শুরু হয়েছে ৷ কলকাতা পৌরসভার 16টি বরোর 16টি স্কুল সংক্রমণমুক্ত করে টিকাকরণ অভিযানের আলাদা আলাদা শিবির তৈরি করা হয়েছে ৷ দেশজুড়ে 8 লাখেরও বেশি কিশোর-কিশোরী সরকারি কো-উইন পোর্টালে কোভ্যাক্সিন টিকার জন্য নাম নথিভুক্ত করেছে ৷

আজ সকালে বাগবাজার মাল্টিপারপাস গার্লস স্কুল, টাউন স্কুল, বেথুন কলেজিয়েট স্কুল, শাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল, চেতলা গার্লস হাইস্কুল, সন্তোষপুর ঋষি অরবিন্দ বালিকা বিদ্যালয়-সহ বিভিন্ন স্কুলে পড়ুয়াদের টিকাকরণ (Covid Vaccination begins for children aged 15-18 years) শুরু হয়েছে ৷ তার আগেই স্কুলগুলিকে সংক্রমণমুক্ত করা হয়েছে ৷ মেনে চলা হচ্ছে কোভিড বিধি ৷

  • West Bengal | Vaccination begins for children aged 15-18 years at Chetla Girls High School, Kolkata

    "We keep sensitizing the students. So,children are confident about taking the vaccine so that they can start school soon. Vaccination target for today is 107," says school teacher pic.twitter.com/Nk8ADoUTL4

    — ANI (@ANI) January 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: COVID 19 Vaccination: 15 বছরের ঊর্ধ্বে আজ থেকেই শুরু ভ্যাকসিনেশন

চেতলা গার্লস স্কুলের (Vaccination begins for children aged 15-18 years at Chetla Girls High School) শিক্ষিকা জানিয়েছেন, "আমরা ছাত্রছাত্রীদের সচেতন করার চেষ্টা করছি ৷ বাচ্চারাও টিকা নেওয়ার জন্য বেশ আত্মবিশ্বাসী ৷ যাতে শিগগিরই তারা স্কুলে ফিরতে পারে ৷" কোউইন অ্যাপে নাম নথিভুক্ত করে আধার কার্ড বা স্কুল সার্টিফিকেট দেখিয়ে টিকা নিতে পারবে পড়ুয়ারা ৷

  • Chandigarh | Vaccination begins for children in the age group of 15 to 18 years at Govt Model Senior Secondary School, Manimajra

    "All arrangements are in place and dose supplies are adequate," says Sonia, a vaccinator pic.twitter.com/Fv8B7Jy62P

    — ANI (@ANI) January 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বাংলা ছাড়াও দিল্লি, অসম, কেরালা, মহারাষ্ট্র-সহ বিভিন্ন রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শুরু হয়েছে শিশুদের টিকাকরণ ৷ 1 জানুয়ারি 2022 থেকে কো-উইন অ্যাপে অথবা টিকাকরণ কেন্দ্রে গিয়ে রেজিস্ট্রেশন শুরু হয়েছে ৷ 2007 সাল বা তার আগে যাদের জন্ম তারা টিকা নিতে পারবে বলে জানানো হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের তরফে ৷ টিকাকরণ কেন্দ্রগুলিতে মেনে চলতে হবে কোভিডবিধি ৷ টিকা দেওয়ার পর আধঘণ্টা পর্যবেক্ষণ করা হবে ৷ প্রথম টিকা নেওয়ার 28 দিন পর দ্বিতীয় ডোজ নেওয়া যাবে ৷

আরও পড়ুন: Covid Vaccination for 15 to 18 Age Group : কোউইনে নাম লেখাল 3.5 লক্ষেরও বেশি কিশোর-কিশোরী, কাল থেকে টিকাকরণ

কলকাতা, 3 জানুয়ারি: কোভিডকে যুঝতে শুরু হয়ে গেল শিশুদের টিকাকরণ (Covid Vaccination for children begins)৷ নির্ধারিত ঘোষণা অনুযায়ী আজ সকাল থেকে বাংলা-সহ দেশের অন্যান্য রাজ্যে 15 থেকে 18 বছর বয়সিদের টিকাকরণ শুরু হয়েছে ৷ কলকাতা পৌরসভার 16টি বরোর 16টি স্কুল সংক্রমণমুক্ত করে টিকাকরণ অভিযানের আলাদা আলাদা শিবির তৈরি করা হয়েছে ৷ দেশজুড়ে 8 লাখেরও বেশি কিশোর-কিশোরী সরকারি কো-উইন পোর্টালে কোভ্যাক্সিন টিকার জন্য নাম নথিভুক্ত করেছে ৷

আজ সকালে বাগবাজার মাল্টিপারপাস গার্লস স্কুল, টাউন স্কুল, বেথুন কলেজিয়েট স্কুল, শাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল, চেতলা গার্লস হাইস্কুল, সন্তোষপুর ঋষি অরবিন্দ বালিকা বিদ্যালয়-সহ বিভিন্ন স্কুলে পড়ুয়াদের টিকাকরণ (Covid Vaccination begins for children aged 15-18 years) শুরু হয়েছে ৷ তার আগেই স্কুলগুলিকে সংক্রমণমুক্ত করা হয়েছে ৷ মেনে চলা হচ্ছে কোভিড বিধি ৷

  • West Bengal | Vaccination begins for children aged 15-18 years at Chetla Girls High School, Kolkata

    "We keep sensitizing the students. So,children are confident about taking the vaccine so that they can start school soon. Vaccination target for today is 107," says school teacher pic.twitter.com/Nk8ADoUTL4

    — ANI (@ANI) January 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: COVID 19 Vaccination: 15 বছরের ঊর্ধ্বে আজ থেকেই শুরু ভ্যাকসিনেশন

চেতলা গার্লস স্কুলের (Vaccination begins for children aged 15-18 years at Chetla Girls High School) শিক্ষিকা জানিয়েছেন, "আমরা ছাত্রছাত্রীদের সচেতন করার চেষ্টা করছি ৷ বাচ্চারাও টিকা নেওয়ার জন্য বেশ আত্মবিশ্বাসী ৷ যাতে শিগগিরই তারা স্কুলে ফিরতে পারে ৷" কোউইন অ্যাপে নাম নথিভুক্ত করে আধার কার্ড বা স্কুল সার্টিফিকেট দেখিয়ে টিকা নিতে পারবে পড়ুয়ারা ৷

  • Chandigarh | Vaccination begins for children in the age group of 15 to 18 years at Govt Model Senior Secondary School, Manimajra

    "All arrangements are in place and dose supplies are adequate," says Sonia, a vaccinator pic.twitter.com/Fv8B7Jy62P

    — ANI (@ANI) January 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বাংলা ছাড়াও দিল্লি, অসম, কেরালা, মহারাষ্ট্র-সহ বিভিন্ন রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শুরু হয়েছে শিশুদের টিকাকরণ ৷ 1 জানুয়ারি 2022 থেকে কো-উইন অ্যাপে অথবা টিকাকরণ কেন্দ্রে গিয়ে রেজিস্ট্রেশন শুরু হয়েছে ৷ 2007 সাল বা তার আগে যাদের জন্ম তারা টিকা নিতে পারবে বলে জানানো হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের তরফে ৷ টিকাকরণ কেন্দ্রগুলিতে মেনে চলতে হবে কোভিডবিধি ৷ টিকা দেওয়ার পর আধঘণ্টা পর্যবেক্ষণ করা হবে ৷ প্রথম টিকা নেওয়ার 28 দিন পর দ্বিতীয় ডোজ নেওয়া যাবে ৷

আরও পড়ুন: Covid Vaccination for 15 to 18 Age Group : কোউইনে নাম লেখাল 3.5 লক্ষেরও বেশি কিশোর-কিশোরী, কাল থেকে টিকাকরণ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.