কলকাতা, 21 মার্চ : নভেল কোরোনা ভাইরাস ডিজ়িজি় (COVID-19)-এর মোকাবিলায় এরাজ্যে বাড়ানো হল আইসোলেশন ওয়ার্ডের বেড । শুক্রবার রাজ্যের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, এরাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল, ডিস্ট্রিক্ট হসপিটাল, সাব ডিভিশন হসপিটাল এবং মাল্টিস্পেশালিটি হসপিটাল মিলিয়ে আইসোলেশন ওয়ার্ডের জন্য 394টি বেডের ব্যবস্থা করা হয়েছে । এদিকে, COVID-19-এর সংক্রমণ সন্দেহে এরাজ্যে হোম আইসোলেশনে পর্যবেক্ষণে থাকা চিহ্নিতদের সংখ্যা শুক্রবার বেড়ে 20,190-তে দাঁড়াল ।
COVID-19-এর মোকাবিলায় কলকাতা সহ এরাজ্যের বিভিন্ন প্রান্তের হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে গত বুধবার পর্যন্ত 181টি বেডের ব্যবস্থা রাখা হয়েছিল । গতকাল বেডের এই সংখ্যা বাড়িয়ে 394 করা হয়েছে । এদিকে, COVID-19-এর সংক্রমণ সন্দেহে এরাজ্যে হোম আইসোলেশনে পর্যবেক্ষণে থাকা ব্যক্তির সংখ্যা বুধবার যেখানে ছিল 17,849 জন, গতকাল রাজ্য স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী তা বেড়ে দাঁড়িয়েছে 20,190-তে । রাজ্যের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, 300 জনের ক্ষেত্রে হোম আইসোলেশনে থাকার সময় অর্থাৎ, 14দিনের সময় শেষ হয়েছে । যার জেরে, রাজ্য স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী 19,602 জন এখন হোম আইসোলেশনে পর্যবেক্ষণে রয়েছেন ।
রাজ্য স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, এরাজ্যে 105জনের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে । এরমধ্যে 85টি নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে ।