ETV Bharat / city

বাড়িতে চিকিৎসা চলছে কোরোনায় আক্রান্ত NICED-এর শীর্ষ আধিকারিকের - lockdown

কোরোনায় আক্রান্ত হয়েছেন NICED-র শীর্ষ আধিকারিক । চিকিৎসকদের পরামর্শ মতো তিনি হোম ট্রিটমেন্টে রয়েছেন । তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে ।

corona infected niced officer treats at home in kolkata
কোরোনায় আক্রান্ত NICED-এর শীর্ষ আধিকারিক
author img

By

Published : Jul 1, 2020, 10:44 AM IST

কলকাতা, 1 জুলাই : ন্যাশনাল ইনস্টিটিউট অব কলেরা অ্যান্ড এনটেরিক ডিজ়িজেস (NICED)-র শীর্ষ স্তরের এক আধিকারিকের সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে । তিনি হাসপাতালে ভরতি হলেন না । চিকিৎসকদের পরামর্শ মতো তিনি বাড়িতে থেকে চিকিৎসা করাচ্ছেন ।

গতকাল জানা যায়, কলকাতায় অবস্থিত NICED-এর শীর্ষস্তরের এক আধিকারিক কোরোনায় আক্রান্ত হয়েছেন । বেলেঘাটায় একই চত্বরের মধ্যে রয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (ICMR)-এর অধীনস্থ NICED । রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধীনস্থ ইনফেকশাস ডিজ়িজেস অ্যান্ড বেলেঘাটা হাসপাতালে যান । মঙ্গলবার সেখানকার চিকিৎসকদের একটি দল তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন ।

সূত্রের খবর, ওই আধিকারিক চিকিৎসকদের কাছে জানতে চেয়েছিলেন যে তাঁকে হাসপাতালে ভরতি হতে হবে কি না । তার পরিপ্রেক্ষিতে চিকিৎসকরা তাঁকে বাড়িতে থেকে চিকিৎসা করাতে পারবেন বলে জানিয়েছিলেন । তাই তিনি হাসপাতালে ভরতি না হয়ে বাড়িতে কোরোনার চিকিৎসা করাচ্ছেন ।

বেলেঘাটা হাসপাতালের এক আধিকারিক বলেন, তিনি আমাদের হাসপাতালে এসেছিলেন । তাঁকে ভরতি হতে হয়নি । আমাদের চিকিৎসকদের পরামর্শ মতোই তিনি হোম ট্রিটমেন্টে রয়েছেন । হাসপাতাল সূত্রে আরও জানা যায়, কয়েকদিন আগে শারীরিক অসুস্থতা বোধ করছিলেন NICED-র শীর্ষ আধিকারিক । যার জেরে তাঁকে কর্মস্থান থেকে বাড়ি ফিরে যেতে হয় । তাঁর সোয়াবের নমুনা পাঠানো হয় । গত সোমবার সোয়াবের নমুনার রিপোর্ট পজ়িটিভ আসে ।

আরও জানা যায়, ওই আধিকারিকের উপসর্গ রয়েছে । তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে ।

কলকাতা, 1 জুলাই : ন্যাশনাল ইনস্টিটিউট অব কলেরা অ্যান্ড এনটেরিক ডিজ়িজেস (NICED)-র শীর্ষ স্তরের এক আধিকারিকের সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে । তিনি হাসপাতালে ভরতি হলেন না । চিকিৎসকদের পরামর্শ মতো তিনি বাড়িতে থেকে চিকিৎসা করাচ্ছেন ।

গতকাল জানা যায়, কলকাতায় অবস্থিত NICED-এর শীর্ষস্তরের এক আধিকারিক কোরোনায় আক্রান্ত হয়েছেন । বেলেঘাটায় একই চত্বরের মধ্যে রয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (ICMR)-এর অধীনস্থ NICED । রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধীনস্থ ইনফেকশাস ডিজ়িজেস অ্যান্ড বেলেঘাটা হাসপাতালে যান । মঙ্গলবার সেখানকার চিকিৎসকদের একটি দল তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন ।

সূত্রের খবর, ওই আধিকারিক চিকিৎসকদের কাছে জানতে চেয়েছিলেন যে তাঁকে হাসপাতালে ভরতি হতে হবে কি না । তার পরিপ্রেক্ষিতে চিকিৎসকরা তাঁকে বাড়িতে থেকে চিকিৎসা করাতে পারবেন বলে জানিয়েছিলেন । তাই তিনি হাসপাতালে ভরতি না হয়ে বাড়িতে কোরোনার চিকিৎসা করাচ্ছেন ।

বেলেঘাটা হাসপাতালের এক আধিকারিক বলেন, তিনি আমাদের হাসপাতালে এসেছিলেন । তাঁকে ভরতি হতে হয়নি । আমাদের চিকিৎসকদের পরামর্শ মতোই তিনি হোম ট্রিটমেন্টে রয়েছেন । হাসপাতাল সূত্রে আরও জানা যায়, কয়েকদিন আগে শারীরিক অসুস্থতা বোধ করছিলেন NICED-র শীর্ষ আধিকারিক । যার জেরে তাঁকে কর্মস্থান থেকে বাড়ি ফিরে যেতে হয় । তাঁর সোয়াবের নমুনা পাঠানো হয় । গত সোমবার সোয়াবের নমুনার রিপোর্ট পজ়িটিভ আসে ।

আরও জানা যায়, ওই আধিকারিকের উপসর্গ রয়েছে । তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.