ETV Bharat / city

Netaji Subhas Chandra Bose : নেতাজির মৃত্যুবার্ষিকী ! কংগ্রেস-বিজেপির টুইটের বিরুদ্ধে সরব কুণাল - Trinamool Congress

নেতাজির মৃত্যুবার্ষিকী নিয়ে বিতর্ক তৈরি করল কংগ্রেস ও বিজেপি ৷ তাদের টুইটের প্রতিবাদে সরব হয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷

congress and bjp creates controversy after tweets about netaji death anniversary
Netaji : নেতাজির মৃত্যুবার্ষিকী! কংগ্রেস-বিজেপির ট্যুইটের বিরুদ্ধে সরব কুণাল
author img

By

Published : Aug 18, 2021, 1:12 PM IST

কলকাতা, 18 অগস্ট : 1945 সালের 18 অগস্ট কি সত্যিই বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল নেতাজির (Netaji) ? 76 বছর পরও অধরা এই প্রশ্নের উত্তর ৷ অথচ নেতাজির ‘প্রয়াণবার্ষিকী’তে শ্রদ্ধা জানাতে টুইট করে ফেলল কংগ্রেস (Congress) ও বিজেপি (BJP) ৷ যা নিয়ে স্বাভাবিক ভাবেই বিতর্ক তৈরি হয়েছে ৷ এই নিয়ে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷

তিনি টুইটারে লিখেছেন, ‘‘কংগ্রেস ও বিজেপি যেভাবে আজ নেতাজির মৃত্যুদিবসের টুইট করল, তার প্রতিবাদ জানাচ্ছি । মৃত্যু কোথায় ও কবে, প্রমাণিত নয় । কেন্দ্র ক্লাসিফায়েড ফাইল প্রকাশ করে না । সত্য উদঘাটন ছাড়া মৃত্যুদিবস চাপিয়ে দিলে মানব না ।’’

congress and bjp creates controversy after tweets about netaji death anniversary
কুণাল ঘোষের টুইট

আরও পড়ুন : Shashi Tharoor : সুনন্দা পুষ্কর মৃত্যু মামলায় স্বস্তি শশীর

কুণাল ঘোষ একসময় রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সাংসদ ছিলেন ৷ তখন এই ইস্যুতে তিনি ঠিক কী বলেছিলেন, তার একটি ভিডিয়ো ওই টুইটের সঙ্গে জুড়ে দিয়েছেন ৷ একই সঙ্গে আলাদা দু’টি টুইট করে জবাব দিয়েছেন বিজেপি ও কংগ্রেসকে ৷

congress and bjp creates controversy after tweets about netaji death anniversary
কংগ্রেসকে কুণাল ঘোষের জবাব

বুধবার সকালে কংগ্রেসের টুইটটি তাদের অফিশিয়াল ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে করা হয়েছে ৷ সেখানে স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বোসের (Subhas Chandra Bose) অবদানের কথা উল্লেখ করে তাঁদের তরফে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়েছে ৷ আজকের দিনকে নেতাজির প্রয়াণ দিবস বলে উল্লেখ করা হয়েছে ৷

congress and bjp creates controversy after tweets about netaji death anniversary
কংগ্রেসের টুইট

আরও পড়ুন : US Air Force : বিমানের চাকায় লেগে মানুষের দেহাংশ ! জানাল মার্কিন বায়ু সেনা

তবে নেতাজির প্রয়াণবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন সংক্রান্ত কোনও টুইট বিজেপির অফিশিয়াল ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে করা হয়নি ৷ ওই টুইটটি করেছেন কেন্দ্রের প্রাক্তন শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক ৷ তিনিও আজকের দিনটিকে নেতাজির প্রয়াণ দিবস বলে উল্লেখ করেছেন ৷ যদিও এই নিয়ে এখনও পর্যন্ত বিজেপি বা কংগ্রেসের তরফে এই নিয়ে কোনও বক্তব্য জানানো হয়নি ৷

congress and bjp creates controversy after tweets about netaji death anniversary
বিজেপি সাংসদের টুইট

আরও পড়ুন : Zabihullah Mujahid : নারীরা কাজ করতে পারবে, তবে ইসলামিক আইন মেনে; জানালেন তালিবান মুখপাত্র জাবিহউল্লাহ

প্রসঙ্গত, এর আগে নেতাজির জন্মজয়ন্তী নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল ৷ চলতি বছরের 23 জানুয়ারি কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজির জন্মজয়ন্তী পালন করা হয় ৷ সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উপস্থিত ছিলেন ৷ সেখানে মমতা ভাষণ দিতে উঠতেই দর্শকাসন থেকে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয় ৷ তাতে ক্ষুব্ধ হয়ে মুখ্যমন্ত্রী ভাষণ দেননি ৷ সেই সময় নেতাজিকে অপমান করার অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে ৷

congress and bjp creates controversy after tweets about netaji death anniversary
বিজেপি সাংসদকে কুণাল ঘোষের জবাব

আরও পড়ুন : Student Credit Card : বিতরণের প্রথম দিনে স্টুডেন্টস ক্রেডিট কার্ড পেল 173 পড়ুয়া

কলকাতা, 18 অগস্ট : 1945 সালের 18 অগস্ট কি সত্যিই বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল নেতাজির (Netaji) ? 76 বছর পরও অধরা এই প্রশ্নের উত্তর ৷ অথচ নেতাজির ‘প্রয়াণবার্ষিকী’তে শ্রদ্ধা জানাতে টুইট করে ফেলল কংগ্রেস (Congress) ও বিজেপি (BJP) ৷ যা নিয়ে স্বাভাবিক ভাবেই বিতর্ক তৈরি হয়েছে ৷ এই নিয়ে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷

তিনি টুইটারে লিখেছেন, ‘‘কংগ্রেস ও বিজেপি যেভাবে আজ নেতাজির মৃত্যুদিবসের টুইট করল, তার প্রতিবাদ জানাচ্ছি । মৃত্যু কোথায় ও কবে, প্রমাণিত নয় । কেন্দ্র ক্লাসিফায়েড ফাইল প্রকাশ করে না । সত্য উদঘাটন ছাড়া মৃত্যুদিবস চাপিয়ে দিলে মানব না ।’’

congress and bjp creates controversy after tweets about netaji death anniversary
কুণাল ঘোষের টুইট

আরও পড়ুন : Shashi Tharoor : সুনন্দা পুষ্কর মৃত্যু মামলায় স্বস্তি শশীর

কুণাল ঘোষ একসময় রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সাংসদ ছিলেন ৷ তখন এই ইস্যুতে তিনি ঠিক কী বলেছিলেন, তার একটি ভিডিয়ো ওই টুইটের সঙ্গে জুড়ে দিয়েছেন ৷ একই সঙ্গে আলাদা দু’টি টুইট করে জবাব দিয়েছেন বিজেপি ও কংগ্রেসকে ৷

congress and bjp creates controversy after tweets about netaji death anniversary
কংগ্রেসকে কুণাল ঘোষের জবাব

বুধবার সকালে কংগ্রেসের টুইটটি তাদের অফিশিয়াল ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে করা হয়েছে ৷ সেখানে স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বোসের (Subhas Chandra Bose) অবদানের কথা উল্লেখ করে তাঁদের তরফে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়েছে ৷ আজকের দিনকে নেতাজির প্রয়াণ দিবস বলে উল্লেখ করা হয়েছে ৷

congress and bjp creates controversy after tweets about netaji death anniversary
কংগ্রেসের টুইট

আরও পড়ুন : US Air Force : বিমানের চাকায় লেগে মানুষের দেহাংশ ! জানাল মার্কিন বায়ু সেনা

তবে নেতাজির প্রয়াণবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন সংক্রান্ত কোনও টুইট বিজেপির অফিশিয়াল ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে করা হয়নি ৷ ওই টুইটটি করেছেন কেন্দ্রের প্রাক্তন শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক ৷ তিনিও আজকের দিনটিকে নেতাজির প্রয়াণ দিবস বলে উল্লেখ করেছেন ৷ যদিও এই নিয়ে এখনও পর্যন্ত বিজেপি বা কংগ্রেসের তরফে এই নিয়ে কোনও বক্তব্য জানানো হয়নি ৷

congress and bjp creates controversy after tweets about netaji death anniversary
বিজেপি সাংসদের টুইট

আরও পড়ুন : Zabihullah Mujahid : নারীরা কাজ করতে পারবে, তবে ইসলামিক আইন মেনে; জানালেন তালিবান মুখপাত্র জাবিহউল্লাহ

প্রসঙ্গত, এর আগে নেতাজির জন্মজয়ন্তী নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল ৷ চলতি বছরের 23 জানুয়ারি কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজির জন্মজয়ন্তী পালন করা হয় ৷ সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উপস্থিত ছিলেন ৷ সেখানে মমতা ভাষণ দিতে উঠতেই দর্শকাসন থেকে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয় ৷ তাতে ক্ষুব্ধ হয়ে মুখ্যমন্ত্রী ভাষণ দেননি ৷ সেই সময় নেতাজিকে অপমান করার অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে ৷

congress and bjp creates controversy after tweets about netaji death anniversary
বিজেপি সাংসদকে কুণাল ঘোষের জবাব

আরও পড়ুন : Student Credit Card : বিতরণের প্রথম দিনে স্টুডেন্টস ক্রেডিট কার্ড পেল 173 পড়ুয়া

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.