ETV Bharat / city

মোদিকে ঠেকাতে দিদিকে ভোট বাংলার সংখ্যালঘুদের, মত অধীরের - নরেন্দ্র মোদি

শুক্রবার বিধান ভবনে সাংবাদিক বৈঠক করতে গিয়ে মোদি ও মমতার লড়াই নিয়ে এই মন্তব্য করেন অধীর চৌধুরী ৷

মোদিকে ঠেকাতে পারে মমতা, মন্তব্য অধীরের
মোদিকে ঠেকাতে পারে মমতা, মন্তব্য অধীরের
author img

By

Published : Jun 19, 2021, 7:52 PM IST

Updated : Jun 21, 2021, 1:02 PM IST

কলকাতা, 19 জুন : এ যেন ভূতের মুখে রাম ৷ অধীরের মুখে মমতার প্রশংসা ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) হারানোর ক্ষমতা রাখেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ এমনটাই মনে করেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) ৷ শনিবার কলকাতার বিধান ভবনে এক সাংবাদিক বৈঠকে তিনি এই মত প্রকাশ করেছেন ৷ একই সঙ্গে তিনি এটাও স্পষ্ট করেছেন যে, এই বিশ্বাস রয়েছে বাংলার মানুষের ৷ তাই এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) দারুণ ফল করেছে ৷

উল্লেখ্য, জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে কংগ্রেস (Congress) হল বিজেপির (BJP) প্রধান প্রতিদ্বন্দ্বী ৷ গত কয়েক বছরে রাহুল গান্ধিকেই (Rahul Gandhi) মোদি বিরোধী মুখ হিসেবে দেখা গিয়েছে ৷ তাতে কংগ্রেস তেমন একটা সুবিধা করতে পারেনি ৷ বরং গোটা দেশে ক্রমশ শক্তি কমেছে এই রাজনৈতিক দলের ৷

আরও পড়ুন : আইএসএফের সঙ্গে জোট করে কংগ্রেসের ভাবমূর্তি নষ্ট হয়েছে, দাবি অধীরের

তবে পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বিধানসভা নির্বাচন পুরো অঙ্কটাই বদলে দিয়েছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিশাল জয়, তাঁকে জাতীয় রাজনীতির চর্চায় এনে দিয়েছে ৷ অনেকেই মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই পারেন বিজেপিকে ঠেকাতে ৷ তাই 2024 সালে দিল্লির মসনদ থেকে নরেন্দ্র মোদিকে উৎখাত করতে এখন থেকেই মমতাকে কেন্দ্র করে বিরোধীরা দানা বাঁধতে শুরু করেছে ৷

এই পরিস্থিতিতে অধীর চৌধুরীর এই ধরনের মত প্রকাশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷ প্রশ্ন উঠছে, তাহলে কি 2024 সালের লোকসভা নির্বাচনে মমতাকে সামনে রেখে লড়তে আপত্তি নেই কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের !

আরও পড়ুন : Adhir Chowdhury : আলোচনায় বাধা, পিএসির চেয়ারম্যান পদ ছাড়তে চান অধীর

যদিও কংগ্রেসের অন্দরমহল বলছে যে এদিন অধীর চৌধুরীর কথার সঙ্গে জাতীয় রাজনীতির কোনও সম্পর্ক নেই ৷ বাংলার রাজনীতির প্রেক্ষাপটে তিনি কথা বলেছেন ৷ সাম্প্রতিক নির্বাচনে কংগ্রেস কেন এত খারাপ ফল করেছে, সেই ব্যাখ্যা দিতে গিয়েই এই কথা বলেছেন তিনি ৷ তাঁর পুরো বক্তব্যটিতেই তা স্পষ্ট ৷

ফলে প্রশ্ন উঠছে যে মমতা-মোদি প্রসঙ্গে ঠিক কী বলেছেন অধীর ? এদিন বিধানভবনে বসে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, ‘‘মোদিকে ঠেকাতে পারেন দিদি ৷ কংগ্রেস, সিপিএম নিশ্চয় ধর্মনিরেপেক্ষ ৷ কিন্তু এই মুহূর্তে রণকৌশলগত ভাবে ভোট দিয়ে মোদিকে হারাতে হবে ৷ মুসলিমরা ভোট দিয়েছে বিজেপি নামক সাম্প্রদায়িক দলকে ঠেকাতে ৷ সেদিন তারা মনে করেছিল বিজেপিকে ঠেকাতে দিদি সেরা বিকল্প ৷ তাই দিদিকে সমর্থন করেছে ৷’’

আরও পড়ুন : Adhir Chowdhury : দলবদল বাংলার রাজনীতির নতুন পরিচয়, মন্তব্য অধীরের

এখানে উল্লেখ করা প্রয়োজন যে 2019 সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে এক হয়ে লড়াইয়ের প্রস্তাব দিয়েছিলেন মমতা ৷ তিনি দাবি করেছিলেন যে লড়াই হোক একের বিরুদ্ধে একের ৷ যেখানে যার শক্তি বেশি, সেই দলই বিজেপির বিরুদ্ধে লড়াই করুক ৷ বাকি বিরোধীরা সমর্থন করুক ৷

কিন্তু তাঁর সেই প্রস্তাবে কংগ্রেস রাজি হয়নি ৷ ফলে গত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল ,কংগ্রেস, সিপিএম আলাদা ভাবেই বিজেপির বিরুদ্ধে লড়াই করে ৷

তাই প্রশ্ন উঠছে যে মমতার সেই প্রস্তাব কি এবার কংগ্রেস মেনে নেবে ? কারণ, অধীরের কথায় স্পষ্ট যে মোদিকে ঠেকাতে বাংলার মানুষ মমতার উপরই আস্থা রেখেছেন ৷

আরও পড়ুন : উত্তরপ্রদেশে বিজেপির সহ-সভাপতি মোদি ঘনিষ্ঠ প্রাক্তন আমলা

কলকাতা, 19 জুন : এ যেন ভূতের মুখে রাম ৷ অধীরের মুখে মমতার প্রশংসা ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) হারানোর ক্ষমতা রাখেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ এমনটাই মনে করেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) ৷ শনিবার কলকাতার বিধান ভবনে এক সাংবাদিক বৈঠকে তিনি এই মত প্রকাশ করেছেন ৷ একই সঙ্গে তিনি এটাও স্পষ্ট করেছেন যে, এই বিশ্বাস রয়েছে বাংলার মানুষের ৷ তাই এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) দারুণ ফল করেছে ৷

উল্লেখ্য, জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে কংগ্রেস (Congress) হল বিজেপির (BJP) প্রধান প্রতিদ্বন্দ্বী ৷ গত কয়েক বছরে রাহুল গান্ধিকেই (Rahul Gandhi) মোদি বিরোধী মুখ হিসেবে দেখা গিয়েছে ৷ তাতে কংগ্রেস তেমন একটা সুবিধা করতে পারেনি ৷ বরং গোটা দেশে ক্রমশ শক্তি কমেছে এই রাজনৈতিক দলের ৷

আরও পড়ুন : আইএসএফের সঙ্গে জোট করে কংগ্রেসের ভাবমূর্তি নষ্ট হয়েছে, দাবি অধীরের

তবে পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বিধানসভা নির্বাচন পুরো অঙ্কটাই বদলে দিয়েছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিশাল জয়, তাঁকে জাতীয় রাজনীতির চর্চায় এনে দিয়েছে ৷ অনেকেই মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই পারেন বিজেপিকে ঠেকাতে ৷ তাই 2024 সালে দিল্লির মসনদ থেকে নরেন্দ্র মোদিকে উৎখাত করতে এখন থেকেই মমতাকে কেন্দ্র করে বিরোধীরা দানা বাঁধতে শুরু করেছে ৷

এই পরিস্থিতিতে অধীর চৌধুরীর এই ধরনের মত প্রকাশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷ প্রশ্ন উঠছে, তাহলে কি 2024 সালের লোকসভা নির্বাচনে মমতাকে সামনে রেখে লড়তে আপত্তি নেই কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের !

আরও পড়ুন : Adhir Chowdhury : আলোচনায় বাধা, পিএসির চেয়ারম্যান পদ ছাড়তে চান অধীর

যদিও কংগ্রেসের অন্দরমহল বলছে যে এদিন অধীর চৌধুরীর কথার সঙ্গে জাতীয় রাজনীতির কোনও সম্পর্ক নেই ৷ বাংলার রাজনীতির প্রেক্ষাপটে তিনি কথা বলেছেন ৷ সাম্প্রতিক নির্বাচনে কংগ্রেস কেন এত খারাপ ফল করেছে, সেই ব্যাখ্যা দিতে গিয়েই এই কথা বলেছেন তিনি ৷ তাঁর পুরো বক্তব্যটিতেই তা স্পষ্ট ৷

ফলে প্রশ্ন উঠছে যে মমতা-মোদি প্রসঙ্গে ঠিক কী বলেছেন অধীর ? এদিন বিধানভবনে বসে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, ‘‘মোদিকে ঠেকাতে পারেন দিদি ৷ কংগ্রেস, সিপিএম নিশ্চয় ধর্মনিরেপেক্ষ ৷ কিন্তু এই মুহূর্তে রণকৌশলগত ভাবে ভোট দিয়ে মোদিকে হারাতে হবে ৷ মুসলিমরা ভোট দিয়েছে বিজেপি নামক সাম্প্রদায়িক দলকে ঠেকাতে ৷ সেদিন তারা মনে করেছিল বিজেপিকে ঠেকাতে দিদি সেরা বিকল্প ৷ তাই দিদিকে সমর্থন করেছে ৷’’

আরও পড়ুন : Adhir Chowdhury : দলবদল বাংলার রাজনীতির নতুন পরিচয়, মন্তব্য অধীরের

এখানে উল্লেখ করা প্রয়োজন যে 2019 সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে এক হয়ে লড়াইয়ের প্রস্তাব দিয়েছিলেন মমতা ৷ তিনি দাবি করেছিলেন যে লড়াই হোক একের বিরুদ্ধে একের ৷ যেখানে যার শক্তি বেশি, সেই দলই বিজেপির বিরুদ্ধে লড়াই করুক ৷ বাকি বিরোধীরা সমর্থন করুক ৷

কিন্তু তাঁর সেই প্রস্তাবে কংগ্রেস রাজি হয়নি ৷ ফলে গত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল ,কংগ্রেস, সিপিএম আলাদা ভাবেই বিজেপির বিরুদ্ধে লড়াই করে ৷

তাই প্রশ্ন উঠছে যে মমতার সেই প্রস্তাব কি এবার কংগ্রেস মেনে নেবে ? কারণ, অধীরের কথায় স্পষ্ট যে মোদিকে ঠেকাতে বাংলার মানুষ মমতার উপরই আস্থা রেখেছেন ৷

আরও পড়ুন : উত্তরপ্রদেশে বিজেপির সহ-সভাপতি মোদি ঘনিষ্ঠ প্রাক্তন আমলা

Last Updated : Jun 21, 2021, 1:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.