কলকাতা, 17 জুন: অগ্নিপথ প্রকল্পের বিরোধিতা করে জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যসভার সাংসদ শান্তনু সেন (Compromise With National Security Shantanu Sen Criticises Center) ৷ তাঁর অভিযোগ, দেশের সবকিছু বিক্রি করতে করতে এ বার প্রতিরক্ষা ক্ষেত্রকেও বেসরকারিকরণের উদ্যোগ নিচ্ছে বিজেপি সরকার ৷ অগ্নিপথ ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে এমনই অভিযোগ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন ৷ জানালেন, ‘অগ্নিপথ’ স্কিমে সেনায় 4 বছরের জন্য যে চুক্তিভিত্তিক নিয়োগের সিদ্ধান্ত কেন্দ্র নিয়েছে, তৃণমূল তার বিরোধিতা করছে ৷
চুক্তির ভিত্তিতে সেনায় নিয়োগ 132 কোটির দেশকে নিরাপত্তাহীনতায় ফেলে দেব বলে অভিযোগ করেছেন শান্তনু সেন ৷ তাঁর অভিযোগ, 4 বছরের চুক্তিতে যে নিয়োগ সেনাবাহিনীতে হচ্ছে, তাতে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে ৷ কারণ, অস্থায়ী এই নিয়োগে বাহিনীর সদস্যদের ঠিক মতো প্রশিক্ষণ দেওয়া হবে না ৷ এই পরিস্থিতিতে প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে দেশের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ে যাবে ৷
আরও পড়ুন : Bengal Agnipath Protest Live : অগ্নিপথবিরোধী আন্দোলনের আঁচে উত্তাল বাংলা ! অবরোধ, বিক্ষোভে নাকাল আমজনতা
শান্তনু সেনের মতে, একজন জওয়ান যদি জানেন 4 বছর পর তাঁর চাকরি নাও থাকতে পারে ৷ তাহলে তিনি কতটা সিরিয়াস নিজের দায়িত্ব পালন করবেন ? তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে ৷ এর পরেই তিনি অভিযোগ করেন, কেন্দ্রের বর্তমান সরকার সবদিক থেকে ব্যর্থ ৷ সরকার দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সচেতন নন ৷