কলকাতা, 28 ডিসেম্বর : কলকাতায় সকাল থেকেই জাঁকিয়ে শীতের অনুভূতি আজও । আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 11.6 ডিগ্রি সেলসিয়াস । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামীকাল থেকে তাপমাত্রা বাড়তে পারে । তা-ও থাকবে স্বাভাবিকের থেকে কম । 24 ঘণ্টা পর তাপমাত্রার পারদ বেড়ে 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে জানা গিয়েছে । গোটা দক্ষিণবঙ্গের আরও কয়েকদিন এমন কনকনে শীতই চলবে । শৈত্যপ্রবাহের সম্ভাবনা না থাকলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জাঁকিয়ে শীতের পরিস্থিতি থাকবে আগামী 24 ঘণ্টায় । কলকাতাসহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 থেকে 4 ডিগ্রি কম থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস ।
আজ সকালেও কলকাতা শহর ও শহরতলীতে হালকা কুয়াশা ছিল । যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যায় । সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.6 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম । গত 24 ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.5 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম । আগামীকাল থেকে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়ে 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা । গত 24 ঘণ্টায় বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 99 শতাংশ ও সর্বনিম্ন 39 শতাংশ ছিল ।
আগামী 24 ঘণ্টায় উত্তর-পশ্চিমের রাজ্যগুলোতে পশ্চিমী ঝঞ্ঝার দাপটে তুষারপাতের সম্ভাবনা রয়েছে । মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরখণ্ডে তুষারপাতের সম্ভাবনা রয়েছে । এছাড়া শৈত্যপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড় ও দিল্লিতে । পাশাপাশি উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের কিছু অংশেও শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে । ঘন কুয়াশার সতর্কতা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে, ওড়িশা ও তেলাঙ্গানাতেও । বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু, পণ্ডিচেরি ও করাইকালে ।