ETV Bharat / city

টেস্ট কিট ত্রুটিপূর্ণ হলে দোষ কার ? কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রীর - বাদুড়িয়া

আজ মুখ্যমন্ত্রী বলেন, কম পরীক্ষার কথা বলে রাজ্যের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে । কিটগুলি ত্রুটিপূর্ণ হলে দোষ কার ?

CM Mamata Banerjee
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Apr 22, 2020, 6:59 PM IST

Updated : Apr 22, 2020, 7:28 PM IST

কলকাতা, 22 এপ্রিল: রাজ্যে টেস্ট কম করা হচ্ছে বলে বারবার অভিযোগ উঠছে । আজ এই অভিযোগের জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মুখ্যসচিব রাজীব সিনহা ৷ ত্রুটিপূর্ণ কিটের প্রসঙ্গ টেনে বলেন, রাজ্যের নামে মিথ্যাচার করা হচ্ছে ৷

আজ নবান্নে সাংবাদিক বৈঠকের শুরুতেই রাজ্যে আক্রান্তের পরিসংখ্যান দেন মুখ্যসচিব রাজীব সিনহা ৷ জানান, গতকাল পর্যন্ত 278 জন আক্রান্ত ছিল ৷ আরও 26 জন আক্রান্ত হওয়ায় সেই সংখ্যা 300-তে পৌঁছেছে । তবে মৃতের সংখ্যা বাড়েনি বলে জানিয়েছেন তিনি ৷

তিনি বলেন, "গতকাল থেকে আজ পর্যন্ত 855টি টেস্ট করা হয়েছে অথচ রাজ্যে অ্যাকটিভ কেস 26 ৷ এমন নয় যে আমরা কম পরীক্ষা করছি বা পরীক্ষার পদ্ধতি ধীরগতিতে হচ্ছে ৷ দ্বিতীয়ত, বিভিন্ন মহলে কথা হচ্ছে যে মালদা মেডিকেল কলেজে কোনও পরীক্ষা করা হচ্ছে না ৷ সেখানে 85টি পরীক্ষা করা হয়েছে । প্রতিটি রিপোর্টই নেগেটিভ এসেছে ৷" কেন্দ্রের তরফে পাঠানো কিট নিয়ে তিনি বলেন , "আমাদের সমস্যা হল ব়্যাপিড টেস্ট করার জন্য কেন্দ্রের তরফে পাঠানো 10 হাজার কিটের সবই খারাপ ৷ আমরা তাও 220টি কিট দিয়ে পরীক্ষা করেছি ৷ রিপোর্ট সঠিক আসেনি ৷ ICMR-এর উচিত ছিল আমাদের কাছে কিটগুলি পাঠানোর আগে একবার পরীক্ষা করে নেওয়া ৷ কোরোনা ভাইরাস সংক্রমণ নিশ্চিত করতে প্রয়োজন PCR টেস্ট ৷ বলা হচ্ছে যে আমাদের কাছে 10 হাজার কিট আছে ৷ আমরা ইতিমধ্যেই 7 হাজার 37টি পরীক্ষা করেছি ৷ RNA এক্সট্র্যাক্টরের অভাব রয়েছে ৷ যেখানে রাজ্যে 7 হাজার 37টি পরীক্ষা হয়েছে সেখানে ICMR ও NICED-র তরফে 3 হাজার 456টি RNA এক্সট্র্যাক্টর পাঠানো হয়েছে ৷ আমরা 14 হাজার কিট ও RNA এক্সট্র্যাক্টরের অর্ডার দিয়েছি ৷ কেন্দ্রের উপর নির্ভর করে থাকলে এই সাত হাজার পরীক্ষা করাও সম্ভব হত না ৷ সোয়াব পরীক্ষার জন্য VTM-এর প্রয়োজন ৷ প্রতি সোয়াব পরীক্ষার জন্য দু'টি VTM লাগে ৷ আমরা 45 হাজার VTM অর্ডার দিয়েছি ৷" বেশি পরীক্ষা করলেই যে বেশি সংখ্যক রোগীর খোঁজ মিলবে তা নয় বলে জানিয়েছেন তিনি ৷ বলেন, টেস্ট আগেও করা হয়েছে, এখনও করা হবে ৷ সব কিট না পেলে এভাবে পরীক্ষা করা সম্ভব নয় ৷

এরপর তাঁকে থামিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমরা সবাই সাধ্যমতো কাজ করছি ৷ এরা মনে হয় বাইরে থেকে কোরোনা এনে ছেড়ে দিতে পারলে খুশি হত ৷ ব়্যাপিড টেস্ট কিটের সবকটি তুলে নেওয়া হয়েছে কারণ সবকটিই ত্রুটিপূর্ণ ৷ তাহলে দোষ কার ?’’ এরপর তিনি কোরোনা পরীক্ষার কিটের কথা উল্লেখ করে বলেন, ‘‘তিন ধরনের কিট হয় পরীক্ষার জন্য ৷ ব়্যাপিড কিট, BGI RTPCR কিট ও অ্যান্টিজেন কিট ৷ প্রথম দুটি কিট তুলে নেওয়া হয়েছে আর অ্যান্টিজেন কিট বাংলার হাসপাতালগুলিতে পাওয়া যায় না ৷ আমাদের স্বাস্থ্য দপ্তরের তরফে কিটের অর্ডার দেওয়া হয়েছে । কবে পাব জানি না ৷ পদ্ধতিগত বিচ্যুতি হয়েছে তবে সেটা আমরা তৈরি করিনি ৷ VTM পেয়েছি 2 হাজার 500টি । সেখানে পরীক্ষা করা হয়েছে 7 হাজার 37 টি ৷ দুটো করে VTM-এর প্রয়োজন, দেওয়া হয়েছে একটা করে ৷ বুঝতে পারছেন কোথায় দাঁড়িয়ে আছি? আমি তো এক্সপার্ট নই ৷ ICMR-এর বিধিবদ্ধ নিয়ম এটাই ৷ এবার আপনারাই হিসাব করুন ৷’’

কেন্দ্রকে কটাক্ষ করে তিনি বলেন, ‘‘ঠাকুরঘরে কে? আমি তো কলা খায়নি ৷ আমাদের সরকারের তরফে কিটের অর্ডার দেওয়া হয়েছে ৷ সাহায্যের জন্য ধন্যবাদ আমাদের স্বাস্থ্য দপ্তরকে ৷ কেন্দ্রের তরফে PPE কিট দিয়েছে সাত হাজার ৷ আমরা 4 লাখ 19 হাজার কিট দিয়েছি ৷ আরও অর্ডার দেওয়া হয়েছে ৷ বড় বড় বৈঠক করা হচ্ছে, লোক পাঠানো হচ্ছে বাংলায় লকডাউন হচ্ছে কি না, বাংলার মানুষ খেতে পারছে কি না, তা দেখতে ৷ বড় বড় চিঠি পাঠানো হচ্ছে ৷ আমরাও চিঠি পাঠাতে পারি ৷ কিন্তু সেটা মুখ্য় বিষয় নয় ৷’’

বেরোনোর আগের মুহূর্তে তিনি বলেন, ‘‘আজকে বাদুড়িয়ায় য়ে ত্রাণ বিলি নিয়ে ঝামেলা হয়েছে, তা সরকারি ত্রাণ নয় ৷ অনেক স্বেচ্ছাসেবী সংস্থা নিজেদের টাকায় ত্রাণ বিলি করে ৷’’ রাজ্য সরকারের তরফে ত্রাণের প্যাকেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তার জবাবে তিনি বলেন, "আমরা আর প্যাকেট করছি না ৷ করলে আবার 100-200 গ্রাম কম দেওয়ার অভিযোগ উঠবে ৷ তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বাড়ি থেকে যে ব্যাগ আনবে, তাতেই খাদ্যসামগ্রী দেওয়া হবে ৷’’

কলকাতা, 22 এপ্রিল: রাজ্যে টেস্ট কম করা হচ্ছে বলে বারবার অভিযোগ উঠছে । আজ এই অভিযোগের জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মুখ্যসচিব রাজীব সিনহা ৷ ত্রুটিপূর্ণ কিটের প্রসঙ্গ টেনে বলেন, রাজ্যের নামে মিথ্যাচার করা হচ্ছে ৷

আজ নবান্নে সাংবাদিক বৈঠকের শুরুতেই রাজ্যে আক্রান্তের পরিসংখ্যান দেন মুখ্যসচিব রাজীব সিনহা ৷ জানান, গতকাল পর্যন্ত 278 জন আক্রান্ত ছিল ৷ আরও 26 জন আক্রান্ত হওয়ায় সেই সংখ্যা 300-তে পৌঁছেছে । তবে মৃতের সংখ্যা বাড়েনি বলে জানিয়েছেন তিনি ৷

তিনি বলেন, "গতকাল থেকে আজ পর্যন্ত 855টি টেস্ট করা হয়েছে অথচ রাজ্যে অ্যাকটিভ কেস 26 ৷ এমন নয় যে আমরা কম পরীক্ষা করছি বা পরীক্ষার পদ্ধতি ধীরগতিতে হচ্ছে ৷ দ্বিতীয়ত, বিভিন্ন মহলে কথা হচ্ছে যে মালদা মেডিকেল কলেজে কোনও পরীক্ষা করা হচ্ছে না ৷ সেখানে 85টি পরীক্ষা করা হয়েছে । প্রতিটি রিপোর্টই নেগেটিভ এসেছে ৷" কেন্দ্রের তরফে পাঠানো কিট নিয়ে তিনি বলেন , "আমাদের সমস্যা হল ব়্যাপিড টেস্ট করার জন্য কেন্দ্রের তরফে পাঠানো 10 হাজার কিটের সবই খারাপ ৷ আমরা তাও 220টি কিট দিয়ে পরীক্ষা করেছি ৷ রিপোর্ট সঠিক আসেনি ৷ ICMR-এর উচিত ছিল আমাদের কাছে কিটগুলি পাঠানোর আগে একবার পরীক্ষা করে নেওয়া ৷ কোরোনা ভাইরাস সংক্রমণ নিশ্চিত করতে প্রয়োজন PCR টেস্ট ৷ বলা হচ্ছে যে আমাদের কাছে 10 হাজার কিট আছে ৷ আমরা ইতিমধ্যেই 7 হাজার 37টি পরীক্ষা করেছি ৷ RNA এক্সট্র্যাক্টরের অভাব রয়েছে ৷ যেখানে রাজ্যে 7 হাজার 37টি পরীক্ষা হয়েছে সেখানে ICMR ও NICED-র তরফে 3 হাজার 456টি RNA এক্সট্র্যাক্টর পাঠানো হয়েছে ৷ আমরা 14 হাজার কিট ও RNA এক্সট্র্যাক্টরের অর্ডার দিয়েছি ৷ কেন্দ্রের উপর নির্ভর করে থাকলে এই সাত হাজার পরীক্ষা করাও সম্ভব হত না ৷ সোয়াব পরীক্ষার জন্য VTM-এর প্রয়োজন ৷ প্রতি সোয়াব পরীক্ষার জন্য দু'টি VTM লাগে ৷ আমরা 45 হাজার VTM অর্ডার দিয়েছি ৷" বেশি পরীক্ষা করলেই যে বেশি সংখ্যক রোগীর খোঁজ মিলবে তা নয় বলে জানিয়েছেন তিনি ৷ বলেন, টেস্ট আগেও করা হয়েছে, এখনও করা হবে ৷ সব কিট না পেলে এভাবে পরীক্ষা করা সম্ভব নয় ৷

এরপর তাঁকে থামিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমরা সবাই সাধ্যমতো কাজ করছি ৷ এরা মনে হয় বাইরে থেকে কোরোনা এনে ছেড়ে দিতে পারলে খুশি হত ৷ ব়্যাপিড টেস্ট কিটের সবকটি তুলে নেওয়া হয়েছে কারণ সবকটিই ত্রুটিপূর্ণ ৷ তাহলে দোষ কার ?’’ এরপর তিনি কোরোনা পরীক্ষার কিটের কথা উল্লেখ করে বলেন, ‘‘তিন ধরনের কিট হয় পরীক্ষার জন্য ৷ ব়্যাপিড কিট, BGI RTPCR কিট ও অ্যান্টিজেন কিট ৷ প্রথম দুটি কিট তুলে নেওয়া হয়েছে আর অ্যান্টিজেন কিট বাংলার হাসপাতালগুলিতে পাওয়া যায় না ৷ আমাদের স্বাস্থ্য দপ্তরের তরফে কিটের অর্ডার দেওয়া হয়েছে । কবে পাব জানি না ৷ পদ্ধতিগত বিচ্যুতি হয়েছে তবে সেটা আমরা তৈরি করিনি ৷ VTM পেয়েছি 2 হাজার 500টি । সেখানে পরীক্ষা করা হয়েছে 7 হাজার 37 টি ৷ দুটো করে VTM-এর প্রয়োজন, দেওয়া হয়েছে একটা করে ৷ বুঝতে পারছেন কোথায় দাঁড়িয়ে আছি? আমি তো এক্সপার্ট নই ৷ ICMR-এর বিধিবদ্ধ নিয়ম এটাই ৷ এবার আপনারাই হিসাব করুন ৷’’

কেন্দ্রকে কটাক্ষ করে তিনি বলেন, ‘‘ঠাকুরঘরে কে? আমি তো কলা খায়নি ৷ আমাদের সরকারের তরফে কিটের অর্ডার দেওয়া হয়েছে ৷ সাহায্যের জন্য ধন্যবাদ আমাদের স্বাস্থ্য দপ্তরকে ৷ কেন্দ্রের তরফে PPE কিট দিয়েছে সাত হাজার ৷ আমরা 4 লাখ 19 হাজার কিট দিয়েছি ৷ আরও অর্ডার দেওয়া হয়েছে ৷ বড় বড় বৈঠক করা হচ্ছে, লোক পাঠানো হচ্ছে বাংলায় লকডাউন হচ্ছে কি না, বাংলার মানুষ খেতে পারছে কি না, তা দেখতে ৷ বড় বড় চিঠি পাঠানো হচ্ছে ৷ আমরাও চিঠি পাঠাতে পারি ৷ কিন্তু সেটা মুখ্য় বিষয় নয় ৷’’

বেরোনোর আগের মুহূর্তে তিনি বলেন, ‘‘আজকে বাদুড়িয়ায় য়ে ত্রাণ বিলি নিয়ে ঝামেলা হয়েছে, তা সরকারি ত্রাণ নয় ৷ অনেক স্বেচ্ছাসেবী সংস্থা নিজেদের টাকায় ত্রাণ বিলি করে ৷’’ রাজ্য সরকারের তরফে ত্রাণের প্যাকেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তার জবাবে তিনি বলেন, "আমরা আর প্যাকেট করছি না ৷ করলে আবার 100-200 গ্রাম কম দেওয়ার অভিযোগ উঠবে ৷ তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বাড়ি থেকে যে ব্যাগ আনবে, তাতেই খাদ্যসামগ্রী দেওয়া হবে ৷’’

Last Updated : Apr 22, 2020, 7:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.