কলকাতা, 17 মার্চ : একসময় যা ছিল অনুদান, তাই এখন জোরজুলুমে পরিণত হয়েছে । বিভিন্ন ট্যাক্স তো আছেই, পাশাপাশি বেসরকারি বাস চালকদের থেকে citation ট্যাক্সের নামে অনৈতিকভাবে টাকা নেওয়া হচ্ছে বলে দাবি করেন বাস মালিকরা ।
জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সহসচিব টিটু সাহা বলেন, "বাস চালকদের কাছে citation case দিয়ে গাড়ি আটকে টাকা চাওয়া হয় । অথচ মোটর ভেহিকেলস অ্যাক্ট (MVI)-এর আওতায় এহেন কোনও কেসই হয় না ।"
সুখের খবর, 1956 সালে কলকাতা পৌরসভায় সিদ্ধান্ত নেওয়া হয়, পুলিশের উন্নতিকল্পে 100 টাকা করে অনুদান নেওয়া হবে । এই অনুদান বাধ্যতামূলক ছিল না । তবে তা পরবর্তী সময় কার্যকর হয়নি ।
সংগঠনের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, "একদিকে রোড ট্যাক্স, CF ও আরও অন্যান্য ট্যাক্স, তার সঙ্গে আবার দোসর হয়েছে এই অনৈতিক citation ট্যাক্স ও জ্বালানির মূল্যবৃদ্ধি । আমাদের পক্ষে বাস চালানো ক্রমশ অসম্ভব হয়ে পড়ছে । আমরা এই বিষয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হব । এই বিষয়গুলি নিয়ে আমরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি । বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দেব ।"
রুট নম্বর 223-এর সভাপতি চন্দন পাল বলেন, "প্রথম ট্রিপ শুরু করার আগে পুলিশ বাস থামিয়ে টাকা চাইছে । দিনের ব্যবসা শুরু না হলে আমরা কোথা থেকে টাকা দেব । আর টাকা দিতে না পারলে দীর্ঘক্ষণ বাস থামিয়ে দাঁড় করিয়ে রাখছে । এই লাগামছাড়া অত্যাচার ও হয়রানির প্রতিবাদে বারবার পরিবহন দপ্তরকে জানানো সত্ত্বেও কোন সুরাহা মেলেনি । যাত্রীদেরও অসুবিধায় পড়তে হচ্ছে ।"