কলকাতা, 15 সেপ্টেম্বর: গত লোকসভা নির্বাচনের সময় শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচলনার ঘটনায় সিআইএসএফের বিরুদ্ধে এবার হাইকোর্টে সরাসরি অসহযোগের অভিযোগ জানালেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (Sitalkuchi Investigation Case)। সিআইএসএফের জওয়ানরা সিআইডি-র তদন্তে সাহায্য করছে না। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে অভিযোগ রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের।
তিনি আরও বলেন, ‘‘সিআইডি গ্রেফতার করবে না। শুধু ঘটনার দিনের বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করবে । এটা সত্ত্বেও তারা সাহায্য করছে না।’’ অন্যদিকে কেন্দ্রের আইনজীবী জানান, সিবিআইয়ের দাবি ছিল শিতালকুচির ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে দেওয়া হোক। কিন্তু সিআইডি সেটা দেয়নি।
প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দিলেন:
1) সিআইএসএফের জওয়ানদের সিআইডি তদন্তে সহযোগিতা করতে হবে।
2) রাজ্যের এডভোকেট জেনারেলের আশ্বাস মত তাদের গ্রেফতার করা যাবে না।
3) তদন্তভার সিবিআইয়ের হাতে হস্তান্তর হবে কি না, সেই বিষয়টি চিন্তাভাবনা করবে রাজ্য।
আরও পড়ুুন : শীতলকুচি ব্যবসায়ী খুনের ঘটনায় আগ্নেয়াস্ত্র-সহ ধৃত যুবক
ঠিক কী ঘটনা ঘটেছিল কোচবিহারের শীতলকুচিতে ?
গত লোকসভা নির্বাচনে চতুর্থ দফার ভোটে শীতলকুচির বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 জন তৃণমূল কর্মীর মৃত্যু হয়। ভোটের দিন আনন্দ বর্মণ নামে একজন ভোটের লাইনে গুলিবিদ্ধ হয়ে মারা যান। সেই ঘটনায় হাইকোর্টে জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে সিআইডি তদন্ত করে রিপোর্ট জমা দিয়েছে হাইকোর্টে।
রিপোর্টে সিআইএসএফ জওয়ানদের সামনাসামনি জেরা করার আবেদন করেছিল সিআইডি। কিন্তু কেন্দ্রীয় বাহিনীর তরফে বলা হয়, অনলাইনে ভিডিয়ো কলের মাধ্যমে জিজ্ঞাসাবাদ চলতে পারে। সিআইএসএফের সেই আবেদন খারিজ করেছিল সিআইডি।