ETV Bharat / city

মুকুল রায়ের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করল স্বরাষ্ট্রমন্ত্রক

মুকুল তৃণমূলে যাওয়ার পর জানাই ছিল যে তাঁর কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়া হবে ৷ সূত্রের খবর, আজ স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সকে নির্দেশ দেওয়া হয়, মুকুল রায়ের নিরাপত্তা তুলে নেওয়ার জন্য ৷ মুকুলের ছেলে শুভ্রাংশু রায় কেন্দ্রীয় নিরাপত্তা পেতেন ৷ সেই নিরাপত্তাও তুলে নেওয়া হয়েছে ৷

central-home-ministry-withdrawn-central-security-of-mukul-roy-and-his-son-subhranshu-roy
মুকুল রায়ের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করল স্বরাষ্ট্রমন্ত্রক
author img

By

Published : Jun 17, 2021, 1:14 PM IST

নয়াদিল্লি, 17 জুন : তুলে নেওয়া হল মুকুল রায়ের কেন্দ্রীয় নিরাপত্তা ৷ আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে মুকুল রায়কে দেওয়া ‘জেড’ ক্যাটাগরির কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে ৷ সম্প্রতি মুকুল রায় বিজেপি ছেড়ে তাঁর পুরনো রাজনৈতিক দল তৃণমূলে ফিরে গিয়েছেন ৷ 2017 সালের নভেম্বর মাসে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি ৷

প্রসঙ্গত, 2021 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির হয়ে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে ভোটে লড়েছিলেন মুকুল ৷ যে নির্বাচনে তৃণমূলের তারকা প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়কে হারিয়ে প্রথমবার বিধায়ক হন তিনি ৷ বিজেপি রাজ্যে প্রধান বিরোধী দল হিসেবে এলেও, দলের মধ্যে কার্যত গুরুত্ব হারাচ্ছিলেন মুকুল রায় ৷ তার জায়গায় শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার পদ পান ৷ এমনকি গেরুয়া শিবিরে তাঁর গুরুত্ব বাড়তে শুরু করে ৷ এই পরিস্থিতিতে মুকুল রায় তাঁর নিজের পুরনো দলে ফিরে আসার সিদ্ধান্ত নেন ৷

মুকুলের তৃণমূলে যাওয়ার পর এটা স্পষ্ট ছিল যে, মুকুল রায়ের কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়া হবে ৷ তবে, সেটা কবে করা হবে, সেই নিয়েই জল্পনা ছিল ৷ সূত্রের খবর, আজ স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সকে নির্দেশ দেওয়া হয়, মুকুল রায়ের নিরাপত্তা তুলে নেওয়ার জন্য ৷ বিজেপি যোগ দেওয়ার পর মুকুল রায়কে ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছিল ৷ প্রায় আড়াই বছর সেই নিরাপত্তা বহাল ছিল ৷ এর পর বিধানসভা নির্বাচন আসার আগে সেই নিরাপত্তা স্তর বাড়ানো হয় ৷ তখন থেকেই ‘জেড’ ক্যাটগরির নিরাপত্তা পেতেন মুকুল রায় ৷ যেখানে আধাসেনার 22-24 জন কমান্ডো তাঁর নিরাপত্তা দায়িত্বে ছিলেন ৷

আরও পড়ুন : Kunal Ghosh : প্রথমে নিজের বাবাকে শেখান, দলত্যাগ বিরোধী আইন প্রসঙ্গে শুভেন্দুকে আক্রমণ কুণালের

তবে, শুধু মুকুল রায় নন ৷ তাঁর ছেলে শুভ্রাংশু রায় কেন্দ্রীয় নিরাপত্তা পেতেন ৷ সেই নিরাপত্তাও তুলে নেওয়া হয়েছে ৷ শুভ্রাংশুর নিরাপত্তার দায়িত্বে ছিল সিআইএসএফ ৷ মুকুল রায়ের সঙ্গে শুভ্রাংশু রায়ও একই দিনে বিজেপি থেকে তৃণমূলে ফিরে যান ৷ তবে, শুধু কেন্দ্রীয় নিরাপত্তা নয় ৷ মুকুল রায়কে বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে বলা হয়েছে বিজেপির তরফে ৷ এ নিয়ে শুভেন্দু অধিকারী মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন লাগু করার হুঁশিয়ারি দিয়েছিলেন ৷ যা নিয়ে শুভেন্দু জানিয়েছিলেন, রাজ্যে তিনি দলত্যাগ বিরোধী আইন কার্যকর করিয়ে ছাড়বেন ৷

নয়াদিল্লি, 17 জুন : তুলে নেওয়া হল মুকুল রায়ের কেন্দ্রীয় নিরাপত্তা ৷ আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে মুকুল রায়কে দেওয়া ‘জেড’ ক্যাটাগরির কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে ৷ সম্প্রতি মুকুল রায় বিজেপি ছেড়ে তাঁর পুরনো রাজনৈতিক দল তৃণমূলে ফিরে গিয়েছেন ৷ 2017 সালের নভেম্বর মাসে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি ৷

প্রসঙ্গত, 2021 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির হয়ে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে ভোটে লড়েছিলেন মুকুল ৷ যে নির্বাচনে তৃণমূলের তারকা প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়কে হারিয়ে প্রথমবার বিধায়ক হন তিনি ৷ বিজেপি রাজ্যে প্রধান বিরোধী দল হিসেবে এলেও, দলের মধ্যে কার্যত গুরুত্ব হারাচ্ছিলেন মুকুল রায় ৷ তার জায়গায় শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার পদ পান ৷ এমনকি গেরুয়া শিবিরে তাঁর গুরুত্ব বাড়তে শুরু করে ৷ এই পরিস্থিতিতে মুকুল রায় তাঁর নিজের পুরনো দলে ফিরে আসার সিদ্ধান্ত নেন ৷

মুকুলের তৃণমূলে যাওয়ার পর এটা স্পষ্ট ছিল যে, মুকুল রায়ের কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়া হবে ৷ তবে, সেটা কবে করা হবে, সেই নিয়েই জল্পনা ছিল ৷ সূত্রের খবর, আজ স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সকে নির্দেশ দেওয়া হয়, মুকুল রায়ের নিরাপত্তা তুলে নেওয়ার জন্য ৷ বিজেপি যোগ দেওয়ার পর মুকুল রায়কে ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছিল ৷ প্রায় আড়াই বছর সেই নিরাপত্তা বহাল ছিল ৷ এর পর বিধানসভা নির্বাচন আসার আগে সেই নিরাপত্তা স্তর বাড়ানো হয় ৷ তখন থেকেই ‘জেড’ ক্যাটগরির নিরাপত্তা পেতেন মুকুল রায় ৷ যেখানে আধাসেনার 22-24 জন কমান্ডো তাঁর নিরাপত্তা দায়িত্বে ছিলেন ৷

আরও পড়ুন : Kunal Ghosh : প্রথমে নিজের বাবাকে শেখান, দলত্যাগ বিরোধী আইন প্রসঙ্গে শুভেন্দুকে আক্রমণ কুণালের

তবে, শুধু মুকুল রায় নন ৷ তাঁর ছেলে শুভ্রাংশু রায় কেন্দ্রীয় নিরাপত্তা পেতেন ৷ সেই নিরাপত্তাও তুলে নেওয়া হয়েছে ৷ শুভ্রাংশুর নিরাপত্তার দায়িত্বে ছিল সিআইএসএফ ৷ মুকুল রায়ের সঙ্গে শুভ্রাংশু রায়ও একই দিনে বিজেপি থেকে তৃণমূলে ফিরে যান ৷ তবে, শুধু কেন্দ্রীয় নিরাপত্তা নয় ৷ মুকুল রায়কে বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে বলা হয়েছে বিজেপির তরফে ৷ এ নিয়ে শুভেন্দু অধিকারী মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন লাগু করার হুঁশিয়ারি দিয়েছিলেন ৷ যা নিয়ে শুভেন্দু জানিয়েছিলেন, রাজ্যে তিনি দলত্যাগ বিরোধী আইন কার্যকর করিয়ে ছাড়বেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.