কলকাতা, 11 ডিসেম্বর : কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্রর ভাই বিকাশ মিশ্রকে কেন বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে আটকে রাখা হয়েছে, তা জানার মরিয়া চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই (cbi will inqure about health condition of vikas misra) । সিবিআইয়ের অনুমান, তাদের হাত থেকে রেহাই পাওয়ার জন্যই হাসপাতালে লুকিয়ে রয়েছেন বিকাশ ।
সূত্রের খবর, খুব শিগগিরই বাইপাস লাগোয়া ওই বেসরকারি হাসপাতালে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা । বিকাশ মিশ্রের শারীরিক কী কী সমস্যা রয়েছে এবং তাঁর চিকিৎসার কী কী অগ্রগতি হয়েছে, তা বিশদে জানতে চাওয়া হবে বাইপাস লাগোয়া বেসরকারি হাসপাতালের কাছ থেকে ।
সিবিআই সূত্রে খবর, আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে গত বুধবারই বিকাশ মিশ্রর তরফ থেকে আগাম জামিনের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করে । তবে সেই আবেদনও নাকচ করে দেওয়া হয় আদালতের তরফে । এরপর বিশেষ আদালত নির্দেশ দেয় বিকাশ মিশ্র হাসপাতাল থেকে ছাড়া পেলে শারীরিক পরিস্থিতির রিপোর্ট সিবিআইয়ের হাতে তুলে দেবেন এবং প্রয়োজনে সিবিআই তাঁকে গ্রেফতার করতে পারবে ৷
আরও পড়ুন : Coal Scam Investigation: হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে না বিকাশ মিশ্রকে, ফের আদালতে সিবিআই
সেই কারণেই কি বিকাশ হাসপাতালে ভর্তি থেকে গ্রেফতারি এড়াতে চাইছেন ? আপাতত এই প্রশ্নের উত্তর খুঁজছে সিবিআই ৷