ETV Bharat / city

CBI at Anubrata's House : হাজিরা না দেওয়ায় অনুব্রতর বাড়িতে সিবিআই

শনিবার তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে গরুপাচার কাণ্ডে জেরা করার জন্য তলব করেছিল সিবিআই (CBI Summons Anubrata) ৷ তিনি হাজির হননি ৷ সেই কারণে সন্ধ্যায় তাঁর বাড়ির উদ্দেশ্যে রওনা দেন সিবিআই আধিকারিকরা ৷ অন্যদিকে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে চার সপ্তাহ সময় চেয়েছেন অনুব্রত ৷

cbi-team-visits-anubrata-mondal-house
CBI at Anubrata's House : হাজিরা না দেওয়ায় অনুব্রতর বাড়িতে সিবিআই
author img

By

Published : Apr 23, 2022, 7:36 PM IST

Updated : Apr 23, 2022, 8:17 PM IST

কলকাতা, 23 এপ্রিল : শনিবার বিকেল সাড়ে 5টা ৷ নিজাম প্যালেসে হাজিরা দিতে অনুব্রত মণ্ডলের জন্য এই সময়ই নির্ধারণ করেছিল সিবিআই ৷ কিন্তু যথারীতি তিনি এবারও অনুপস্থিত থাকলেন ৷ তাই অপেক্ষা না করে নিজাম প্যালেস থেকে সিবিআইয়ের আধিকারিকরাই রওনা দিলেন অনুব্রত মণ্ডলের বাড়ির উদ্দেশ্যে (CBI Team visits Anubrata Mondal House) ৷ সিবিআই সূত্রে অন্তত এমনটাই জানা গিয়েছে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, আদালতের রক্ষাকবচ উঠে যাওয়ার পর সিবিআইয়ের কাছে হাজিরার দিনই কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ৷ বেশ কিছুদিন পর তাঁকে গতকাল রাতে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ৷

তার পর শনিবার দুপুরে আচমকা তাঁকে সিবিআই হাজিরার নোটিশ পাঠায় ৷ এদিনই বিকেল সাড়ে পাঁচটার মধ্যে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল ৷ কিন্তু হাজিরা দেননি ৷ সিবিআই সূত্রে খবর, তিনি আরও চার সপ্তাহ সময় চান ৷ মেল করে নিজের শারীরিক অবস্থার কথা জানান ৷ পরে অনুব্রত মণ্ডলের আইনজীবীও হাজির হন নিজাম প্যালেসে ৷ কিন্তু তিনি আসার আগেই সিবিআই আধিকারিকরা রওনা হয়ে যান চিনার পার্কে অনুব্রত মণ্ডলের বাড়ির উদ্দেশ্যে ৷

আরও পড়ুন : CBI Summons Anubrata on Post Poll Violence Case : অনুব্রতকে সিবিআইয়ের জোড়া চাপ, ভোট পরবর্তী হিংসা মামলাতেও তলব

এদিকে সিবিআই সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে দিল্লির দফতরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে জরুরি ভিত্তিতে যোগাযোগ করা হয় ৷ পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়েও আলোচনা হয় ৷ তাঁকে আরও চার সপ্তাহ সময় দেওয়া হবে কি না, তা এখনও পর্যন্ত জানা যায়নি ৷

প্রসঙ্গত, গোটা বিষয়টি চলছে গরুপাচার কাণ্ড নিয়ে ৷ তাঁকে ভোট পরবর্তী হিংসার মামলাতেও জেরা করতে চায় সিবিআই ৷ সেই কারণে এদিন বিকেলেই তাঁর বাড়িতে নোটিশ দেওয়া হয়েছে সিবিআইয়ের তরফে ৷ আগামিকালই তাঁকে হাজির হতে বলা হয়েছে ৷

আরও পড়ুন : CBI Summons Anubrata : হাসপাতাল থেকে ছাড়া পেতেই অনুব্রতকে ফের তলব সিবিআইয়ের

কলকাতা, 23 এপ্রিল : শনিবার বিকেল সাড়ে 5টা ৷ নিজাম প্যালেসে হাজিরা দিতে অনুব্রত মণ্ডলের জন্য এই সময়ই নির্ধারণ করেছিল সিবিআই ৷ কিন্তু যথারীতি তিনি এবারও অনুপস্থিত থাকলেন ৷ তাই অপেক্ষা না করে নিজাম প্যালেস থেকে সিবিআইয়ের আধিকারিকরাই রওনা দিলেন অনুব্রত মণ্ডলের বাড়ির উদ্দেশ্যে (CBI Team visits Anubrata Mondal House) ৷ সিবিআই সূত্রে অন্তত এমনটাই জানা গিয়েছে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, আদালতের রক্ষাকবচ উঠে যাওয়ার পর সিবিআইয়ের কাছে হাজিরার দিনই কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ৷ বেশ কিছুদিন পর তাঁকে গতকাল রাতে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ৷

তার পর শনিবার দুপুরে আচমকা তাঁকে সিবিআই হাজিরার নোটিশ পাঠায় ৷ এদিনই বিকেল সাড়ে পাঁচটার মধ্যে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল ৷ কিন্তু হাজিরা দেননি ৷ সিবিআই সূত্রে খবর, তিনি আরও চার সপ্তাহ সময় চান ৷ মেল করে নিজের শারীরিক অবস্থার কথা জানান ৷ পরে অনুব্রত মণ্ডলের আইনজীবীও হাজির হন নিজাম প্যালেসে ৷ কিন্তু তিনি আসার আগেই সিবিআই আধিকারিকরা রওনা হয়ে যান চিনার পার্কে অনুব্রত মণ্ডলের বাড়ির উদ্দেশ্যে ৷

আরও পড়ুন : CBI Summons Anubrata on Post Poll Violence Case : অনুব্রতকে সিবিআইয়ের জোড়া চাপ, ভোট পরবর্তী হিংসা মামলাতেও তলব

এদিকে সিবিআই সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে দিল্লির দফতরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে জরুরি ভিত্তিতে যোগাযোগ করা হয় ৷ পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়েও আলোচনা হয় ৷ তাঁকে আরও চার সপ্তাহ সময় দেওয়া হবে কি না, তা এখনও পর্যন্ত জানা যায়নি ৷

প্রসঙ্গত, গোটা বিষয়টি চলছে গরুপাচার কাণ্ড নিয়ে ৷ তাঁকে ভোট পরবর্তী হিংসার মামলাতেও জেরা করতে চায় সিবিআই ৷ সেই কারণে এদিন বিকেলেই তাঁর বাড়িতে নোটিশ দেওয়া হয়েছে সিবিআইয়ের তরফে ৷ আগামিকালই তাঁকে হাজির হতে বলা হয়েছে ৷

আরও পড়ুন : CBI Summons Anubrata : হাসপাতাল থেকে ছাড়া পেতেই অনুব্রতকে ফের তলব সিবিআইয়ের

Last Updated : Apr 23, 2022, 8:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.