ETV Bharat / city

Primary Recruitment Case: প্রাথমিক শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জের আশঙ্কা, সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল মামলাকারীর

সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করলেন প্রাথমিকের মামলাকারী চাকরিপ্রার্থী (Caveat Filed in the Supreme Court) ৷ রাজ্য সরকার বা প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ (Primary Teacher Recruitment Case) নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে পারেন ৷ সেই আশঙ্কা থেকেই এই ক্যাভিয়েট দাখিল ৷

Caveat Filed in the Supreme Court in Primary Teacher Recruitment Case
Caveat Filed in the Supreme Court in Primary Teacher Recruitment Case
author img

By

Published : Sep 7, 2022, 5:51 PM IST

কলকাতা, 7 সেপ্টেম্বর: প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় (Primary Teacher Recruitment Case) ডিভিশন বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে রাজ্য সরকার বা অন্য কোনও পক্ষ ৷ সেই আশঙ্কায় এ বার সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল (Caveat Filed in the Supreme Court) করলেন মামলাকারী চাকরিপ্রার্থী সৌমেন নন্দী ৷ যাতে সুপ্রিম কোর্ট এক তরফা শুনে কোনও নির্দেশ না দেয়, সেই কারণেই এই মামলা দায়ের করা হয়েছে ৷

উল্লেখ্য, গত 2 সেপ্টেম্বর বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি লাপিতা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় সিঙ্গল বেঞ্চের রায়কেই বহাল রাখেন ৷ পাশাপাশি, আরও কিছু নির্দেশ জারি করে সিঙ্গল বেঞ্চের রায়কে কঠোরভাবে পালনের কথা বলে ৷ নির্দেশে জানান হয়, সিবিআই তদন্ত চলবে আদালতের তত্ত্বাবধানে ৷ সিবিআই এর থেকে সময় সময় রিপোর্টও চাইতে নির্দেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চ ৷ পাশাপাশি 269 জনের চাকরি বাতিলের নির্দেশের পাশাপাশি, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যের অপসারণ সংক্রান্ত নির্দেশও বহাল রেখেছে ডিভিশন বেঞ্চ ৷

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর পরিবারের অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধি ! জনস্বার্থ মামলায় হলফনামা পেশের নির্দেশ হাইকোর্টের

সেই নির্দেশের বিরুদ্ধেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আপিল করতে পারে ৷ সেই আশঙ্কা থেকেই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছেন চাকরিপ্রার্থী মামলাকারী সৌমেন নন্দী ৷ যাতে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট গেলেও, এক তরফাভাবে কোনও রায় বা নির্দেশ শীর্ষ আদালত না দেয় ৷ এ নিয়ে আইনজীবী ফিরদৌস শামিম জানিয়েছেন, রাজ্য সরকার বা প্রাথমিক শিক্ষা পর্ষদ যদি কোনও আপিল করতে পারে ৷ সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে যাতে আমাদেরও বক্তব্য শোনা হয় এবং এক তরফা নির্দেশ না দেওয়া হয়, সেই কারণেই ক্যাভিয়েট দাখিল করা হয়েছে ৷’’

কলকাতা, 7 সেপ্টেম্বর: প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় (Primary Teacher Recruitment Case) ডিভিশন বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে রাজ্য সরকার বা অন্য কোনও পক্ষ ৷ সেই আশঙ্কায় এ বার সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল (Caveat Filed in the Supreme Court) করলেন মামলাকারী চাকরিপ্রার্থী সৌমেন নন্দী ৷ যাতে সুপ্রিম কোর্ট এক তরফা শুনে কোনও নির্দেশ না দেয়, সেই কারণেই এই মামলা দায়ের করা হয়েছে ৷

উল্লেখ্য, গত 2 সেপ্টেম্বর বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি লাপিতা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় সিঙ্গল বেঞ্চের রায়কেই বহাল রাখেন ৷ পাশাপাশি, আরও কিছু নির্দেশ জারি করে সিঙ্গল বেঞ্চের রায়কে কঠোরভাবে পালনের কথা বলে ৷ নির্দেশে জানান হয়, সিবিআই তদন্ত চলবে আদালতের তত্ত্বাবধানে ৷ সিবিআই এর থেকে সময় সময় রিপোর্টও চাইতে নির্দেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চ ৷ পাশাপাশি 269 জনের চাকরি বাতিলের নির্দেশের পাশাপাশি, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যের অপসারণ সংক্রান্ত নির্দেশও বহাল রেখেছে ডিভিশন বেঞ্চ ৷

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর পরিবারের অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধি ! জনস্বার্থ মামলায় হলফনামা পেশের নির্দেশ হাইকোর্টের

সেই নির্দেশের বিরুদ্ধেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আপিল করতে পারে ৷ সেই আশঙ্কা থেকেই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছেন চাকরিপ্রার্থী মামলাকারী সৌমেন নন্দী ৷ যাতে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট গেলেও, এক তরফাভাবে কোনও রায় বা নির্দেশ শীর্ষ আদালত না দেয় ৷ এ নিয়ে আইনজীবী ফিরদৌস শামিম জানিয়েছেন, রাজ্য সরকার বা প্রাথমিক শিক্ষা পর্ষদ যদি কোনও আপিল করতে পারে ৷ সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে যাতে আমাদেরও বক্তব্য শোনা হয় এবং এক তরফা নির্দেশ না দেওয়া হয়, সেই কারণেই ক্যাভিয়েট দাখিল করা হয়েছে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.