ETV Bharat / city

কোরোনা আতঙ্কে পিছিয়ে যাচ্ছে সামাজিক অনুষ্ঠান, মাথায় হাত শহরের কার্ড ব‍্যবাসায়ীদের - কোরোনা আতঙ্কে পিছিয়ে যাচ্ছে সামাজিক অনুষ্ঠান, মাথায় হাত শহরের কার্ড ব‍্যবাসায়ীদের

কোরোনার আতঙ্কের জেরে পিছিয়ে যাচ্ছে বিবাহ, অন্নপ্রাশন থেকে শুরু করে বহু সামাজিক অনুষ্ঠান ৷ মাথায় হাত কার্ড ব্যবসায়ীদের ৷

image
কার্ড
author img

By

Published : Mar 18, 2020, 8:37 PM IST

Updated : Mar 18, 2020, 10:54 PM IST

কলকাতা, 18 মার্চ : কোরোনা আতঙ্কের জেরে পিছিয়ে যাচ্ছে বাঙালির বিয়ে, অন্নপ্রাশন সহ বহু সামাজিক অনুষ্ঠান । এর কারণে একপ্রকার হাহাকার অবস্থা তৈরি হয়েছে শিয়ালদা, বউবাজার ও কলেজ স্ট্রিটের কার্ডের দোকান গুলোতে । সকাল থেকে দিনভর ক্রেতাহীন, একদম শুনশান পরিবেশ ।

বিয়ের দিনক্ষণ ঠিক করেও কোরোনার থাবাতে তা পিছিয়ে দিতে বাধ্য হচ্ছেন বহু বাঙালি। একই রকম ভাবে উপনয়ণ থেকে অন্নপ্রাশন সহ সমস্ত সামাজিক অনুষ্ঠান বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন তাঁরা। অনুষ্ঠানের থেকেও সকলের কাছে বর্তমানে বড় বিষয় হিসেবে দেখা দিচ্ছে কোরোনা মোকাবিলা করে জীবনে বেঁচে থাকার লড়াই। এমতাবস্থায় অনুষ্ঠানের কার্ড আগে ভাগে অর্ডার দিয়ে থাকা সত্ত্বেও আপাতত তা নিতে আগ্রহ দেখাচ্ছেন না ক্রেতারা। কার্যত দোকানে দোকানে জমে পাহাড় হচ্ছে অনুষ্ঠানের অর্ডারি কার্ডগুলো। শিয়ালদা, বউবাজার, কলেজ স্ট্রিটের কার্ড ব্যবসায়ীরা জানান," নতুন কার্ড একদমই বিক্রি নেই। মানুষ পথে কম বের হচ্ছেন। ব্যবসার অবস্থা খুবই খারাপ। সামনে নতুন বছর। এই সময় অনুষ্ঠানের কার্ডগুলোর পাশাপাশি বিক্রি হয়ে থাকে হালখাতার কার্ডগুলোও। এবারে বিক্রি হচ্ছে না তাও।"

সবকিছু মিলিয়ে কোরোনা আতঙ্কের রেশ শহরের কার্ড ব্যবসায় । মাথায় হাত দোকানদারদের । রোগের প্রকোপ রুখে কবে ফের ছন্দ ফিরবে কার্ডের ব্যবসা সেই আশায় দিন গুনছেন দোকানদারেরা ।

কলকাতা, 18 মার্চ : কোরোনা আতঙ্কের জেরে পিছিয়ে যাচ্ছে বাঙালির বিয়ে, অন্নপ্রাশন সহ বহু সামাজিক অনুষ্ঠান । এর কারণে একপ্রকার হাহাকার অবস্থা তৈরি হয়েছে শিয়ালদা, বউবাজার ও কলেজ স্ট্রিটের কার্ডের দোকান গুলোতে । সকাল থেকে দিনভর ক্রেতাহীন, একদম শুনশান পরিবেশ ।

বিয়ের দিনক্ষণ ঠিক করেও কোরোনার থাবাতে তা পিছিয়ে দিতে বাধ্য হচ্ছেন বহু বাঙালি। একই রকম ভাবে উপনয়ণ থেকে অন্নপ্রাশন সহ সমস্ত সামাজিক অনুষ্ঠান বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন তাঁরা। অনুষ্ঠানের থেকেও সকলের কাছে বর্তমানে বড় বিষয় হিসেবে দেখা দিচ্ছে কোরোনা মোকাবিলা করে জীবনে বেঁচে থাকার লড়াই। এমতাবস্থায় অনুষ্ঠানের কার্ড আগে ভাগে অর্ডার দিয়ে থাকা সত্ত্বেও আপাতত তা নিতে আগ্রহ দেখাচ্ছেন না ক্রেতারা। কার্যত দোকানে দোকানে জমে পাহাড় হচ্ছে অনুষ্ঠানের অর্ডারি কার্ডগুলো। শিয়ালদা, বউবাজার, কলেজ স্ট্রিটের কার্ড ব্যবসায়ীরা জানান," নতুন কার্ড একদমই বিক্রি নেই। মানুষ পথে কম বের হচ্ছেন। ব্যবসার অবস্থা খুবই খারাপ। সামনে নতুন বছর। এই সময় অনুষ্ঠানের কার্ডগুলোর পাশাপাশি বিক্রি হয়ে থাকে হালখাতার কার্ডগুলোও। এবারে বিক্রি হচ্ছে না তাও।"

সবকিছু মিলিয়ে কোরোনা আতঙ্কের রেশ শহরের কার্ড ব্যবসায় । মাথায় হাত দোকানদারদের । রোগের প্রকোপ রুখে কবে ফের ছন্দ ফিরবে কার্ডের ব্যবসা সেই আশায় দিন গুনছেন দোকানদারেরা ।

Last Updated : Mar 18, 2020, 10:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.