ETV Bharat / city

রাস্তার বেহালা দশা? অভিযোগ জানালে 48 ঘণ্টার মধ্যেই সারাইয়ের আশ্বাস কলকাতা পৌরনিগমের - Call and within 48 hours repair work will start

পৌরনিগমের দেওয়া নির্দিষ্ট নম্বরে অভিযোগ জানালেই 48 ঘণ্টার মধ্যে মেরামতির কাজ করা হবে ৷ জানালেন কলকাতা পৌরনিগমের মেয়র পারিষদ রতন দে ৷

প্রতীকী ছবি
author img

By

Published : Aug 28, 2019, 10:02 AM IST

Updated : Aug 28, 2019, 12:43 PM IST

কলকাতা, 28 অগাস্ট : আপনার ওয়ার্ডের রাস্তার বেহাল দশা ? ফোন করুন 22861212 নম্বরে ৷ 48 ঘণ্টার মধ্যে রাস্তা সারাই হয়ে যাবে ৷ গতকাল জানান কলকাতা পৌরনিগমের মেয়র পারিষদ রতন দে ৷

কোথাও খানাখন্দ তো কোথাও পিচের প্রলেপ উঠে গেছে ৷ তার উপর টানা বৃষ্টির জেরে জায়গায় জায়গায় জল জমে রয়েছে ৷ শহরের অনেক রাস্তারই বেহাল দশা ৷ আর ক'দিন পরেই পুজো ৷ তাই পুজোর আগেই রাস্তা সারাইয়ের কাজ শেষ করতে তৎপর কলকাতা পৌরনিগম ৷ ইতিমধ্যেই অনেক এলাকায় শুরু হয়ে গেছে সারাইয়ের কাজ ৷ রতনবাবু জানান, পৌরনিগমের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে ৷ কন্ট্রোল রুমের নির্দিষ্ট নম্বরে ফোন করে রাস্তা সংক্রান্ত অভিযোগ জানালেই 48 ঘণ্টার মধ্যে সারাইয়ের কাজ করা হবে ৷ ইতিমধ্যেই শহরের বেহাল রাস্তাগুলির একটি তালিকা কলকাতা পুলিশের তরফে পৌরনিগমে জমা করা হয়েছে ৷ রতনবাবুর দাবি, তালিকায় উল্লেখ রয়েছে এমন 70 শতাংশ রাস্তার মেরামতির কাজ হয়ে গেছে ৷ লক্ষ্য মহালয়ার আগেই সব রাস্তা মেরামতির কাজ শেষ করা ৷

প্রতি বছরই তো পুজোর আগে আগে রাস্তা মেরামতির কাজ করা হয় ৷ কিন্তু তাও দীর্ঘমেয়াদি হচ্ছে না কেন রাস্তাগুলি ? উত্তরে রতনবাবু জানান, বর্ষার সময় জল জমে রাস্তার ক্ষতি হয় ৷

কলকাতা, 28 অগাস্ট : আপনার ওয়ার্ডের রাস্তার বেহাল দশা ? ফোন করুন 22861212 নম্বরে ৷ 48 ঘণ্টার মধ্যে রাস্তা সারাই হয়ে যাবে ৷ গতকাল জানান কলকাতা পৌরনিগমের মেয়র পারিষদ রতন দে ৷

কোথাও খানাখন্দ তো কোথাও পিচের প্রলেপ উঠে গেছে ৷ তার উপর টানা বৃষ্টির জেরে জায়গায় জায়গায় জল জমে রয়েছে ৷ শহরের অনেক রাস্তারই বেহাল দশা ৷ আর ক'দিন পরেই পুজো ৷ তাই পুজোর আগেই রাস্তা সারাইয়ের কাজ শেষ করতে তৎপর কলকাতা পৌরনিগম ৷ ইতিমধ্যেই অনেক এলাকায় শুরু হয়ে গেছে সারাইয়ের কাজ ৷ রতনবাবু জানান, পৌরনিগমের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে ৷ কন্ট্রোল রুমের নির্দিষ্ট নম্বরে ফোন করে রাস্তা সংক্রান্ত অভিযোগ জানালেই 48 ঘণ্টার মধ্যে সারাইয়ের কাজ করা হবে ৷ ইতিমধ্যেই শহরের বেহাল রাস্তাগুলির একটি তালিকা কলকাতা পুলিশের তরফে পৌরনিগমে জমা করা হয়েছে ৷ রতনবাবুর দাবি, তালিকায় উল্লেখ রয়েছে এমন 70 শতাংশ রাস্তার মেরামতির কাজ হয়ে গেছে ৷ লক্ষ্য মহালয়ার আগেই সব রাস্তা মেরামতির কাজ শেষ করা ৷

প্রতি বছরই তো পুজোর আগে আগে রাস্তা মেরামতির কাজ করা হয় ৷ কিন্তু তাও দীর্ঘমেয়াদি হচ্ছে না কেন রাস্তাগুলি ? উত্তরে রতনবাবু জানান, বর্ষার সময় জল জমে রাস্তার ক্ষতি হয় ৷

Intro:টানা বৃষ্টিতে শহর কলকাতার বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন রাস্তায় কোথাও পিচের প্রলেপ উঠে গেছে। বিপদজনক হয়ে উঠেছে কলকাতা বহু রাস্তা। কলকাতা পৌর নিগন ইতিমধ্যে রাস্তায় কাজ শুরু করে দিয়েছে। সমানেই দুর্গাপুজো তাই যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা সারাইয়ের কাজ চলছে বলে জানিয়েছেন মেয়র পরিষদ রতন দে। রতন দে জানিয়েছে খানাখন্দ দেখলে ফোন করে অভিযোগ জানান কলকাতা পৌরনিগমে। 48 ঘণ্টার মধ্যেই সেই রাস্তা কলকাতা পৌর নিগম। পুরো নিগমের কন্ট্রোলরুমে ফোন করলে 48 ঘণ্টার মধ্যে সেই রাস্তা সারানো হবে আজ একথা জানিয়েছেন কলকাতা পৌরনিগমের রাস্তা বিভাগের মেয়র পারিষদ রতন দে। কন্ট্রোল রুমের ফোন নাম্বার 22861 212


Body:ইতিমধ্যে বেহাল রাস্তার একটি তালিকা জমা দিয়েছে কলকাতা পুলিশ। সেই তালিকা অনুযায়ী 70% রাস্তায় মেরামতির কাজ হয়ে গেছে বলে জানিয়েছেন মেয়র পারিষদ রতন দে। কোথাও যদি রাস্তার খানাখন্দ থাকে তাহলে ফোন করে অভিযোগ করলে দুদিনের মধ্যেই সেই রাস্তা মেরামত করে দেবে পুর নিগম। তিনি আরো জানিয়েছেন মহালয়ার আগেই সমস্ত রাস্তা সারাই করা হবে। প্রতিবছরই দুর্গা পুজোর আগে কলকাতার সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তা গুলো মেরামতি করা হয়।


Conclusion:প্রতি বছর রাস্তা মেরামতি করা হলে কেন দীর্ঘমেয়াদি হচ্ছেনা এই প্রশ্নের উত্তরে মে রর পারিষদ রতন দে জানিয়েছেন বর্ষার জমা জলে রাস্তার ক্ষতি হচ্ছে। বর্ষার জমা জলে বিটুমিন উঠে গিয়ে রাস্তার কঙ্কাল বেরিয়ে যাচ্ছে। এবং এই বৃষ্টির জলের মধ্যেই রাস্তা সারাই এর ফলে সেই রাস্তা দীর্ঘমেয়াদি হচ্ছে না। ভেজা রাস্তায় মেরামতি করার ফলে তা ঠিক হচ্ছে না বলেও দাবি করেছেন তিনি। কোর্টের নির্দেশে ম্যাক্সটিক পদ্ধতিতে রাস্তা মেরামতের কাজ বন্ধ হয়েছে। একমাত্র বিটুমিন রাস্তা মেরামতি করতে হবে। ভেজা রাস্তায় কাজ করার ফলে সেই রাস্তায় গর্ত তৈরি হচ্ছে। কিন্তু পৌরনিগম তাও রাস্তা মেরামতের কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।
Last Updated : Aug 28, 2019, 12:43 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.