কলকাতা, 28 অগাস্ট : আপনার ওয়ার্ডের রাস্তার বেহাল দশা ? ফোন করুন 22861212 নম্বরে ৷ 48 ঘণ্টার মধ্যে রাস্তা সারাই হয়ে যাবে ৷ গতকাল জানান কলকাতা পৌরনিগমের মেয়র পারিষদ রতন দে ৷
কোথাও খানাখন্দ তো কোথাও পিচের প্রলেপ উঠে গেছে ৷ তার উপর টানা বৃষ্টির জেরে জায়গায় জায়গায় জল জমে রয়েছে ৷ শহরের অনেক রাস্তারই বেহাল দশা ৷ আর ক'দিন পরেই পুজো ৷ তাই পুজোর আগেই রাস্তা সারাইয়ের কাজ শেষ করতে তৎপর কলকাতা পৌরনিগম ৷ ইতিমধ্যেই অনেক এলাকায় শুরু হয়ে গেছে সারাইয়ের কাজ ৷ রতনবাবু জানান, পৌরনিগমের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে ৷ কন্ট্রোল রুমের নির্দিষ্ট নম্বরে ফোন করে রাস্তা সংক্রান্ত অভিযোগ জানালেই 48 ঘণ্টার মধ্যে সারাইয়ের কাজ করা হবে ৷ ইতিমধ্যেই শহরের বেহাল রাস্তাগুলির একটি তালিকা কলকাতা পুলিশের তরফে পৌরনিগমে জমা করা হয়েছে ৷ রতনবাবুর দাবি, তালিকায় উল্লেখ রয়েছে এমন 70 শতাংশ রাস্তার মেরামতির কাজ হয়ে গেছে ৷ লক্ষ্য মহালয়ার আগেই সব রাস্তা মেরামতির কাজ শেষ করা ৷
প্রতি বছরই তো পুজোর আগে আগে রাস্তা মেরামতির কাজ করা হয় ৷ কিন্তু তাও দীর্ঘমেয়াদি হচ্ছে না কেন রাস্তাগুলি ? উত্তরে রতনবাবু জানান, বর্ষার সময় জল জমে রাস্তার ক্ষতি হয় ৷