ETV Bharat / city

Primary Teacher Recruitment: প্রাথমিকে আবেদন করতে পারবেন বিএড উত্তীর্ণরাও, জানাল হাইকোর্ট - নিয়োগ দুর্নীতি

প্রাথমিক শিক্ষক নিয়োগের (Primary Teacher Recruitment) পরীক্ষায় বসার জন্য বিএড (BEd) উত্তীর্ণরাও আবেদন করতে পারবেন ৷ সোমবার একথা স্পষ্ট করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ তবে, সেই আবেদন পরবর্তীতে গ্রাহ্য হবে কিনা তা নির্ভর করছে সংশ্লিষ্ট মামলায় সুপ্রিম কোর্টের রায়ের উপর ৷

Calcutta High Court says BEd passed candidates can apply for Primary Teacher Recruitment exam
Primary Teacher Recruitment: প্রাথমিকে আবেদন করতে পারবেন বিএড উত্তীর্ণরাও, জানাল হাইকোর্ট
author img

By

Published : Oct 17, 2022, 4:28 PM IST

কলকাতা, 17 অক্টোবর: প্রাথমিক শিক্ষক নিয়োগের (Primary Teacher Recruitment) পরীক্ষায় বিএড (BEd) উত্তীর্ণদের আবেদনের ক্ষেত্রে আপাতত কোনও বাধা নেই ৷ সোমবার একথা জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ আর তাতেই সিঁদুরে মেঘ দেখছেন ডিএলএড (DElEd) উত্তীর্ণরা ৷ তাঁদের বক্তব্য, বিএড উত্তীর্ণরা যদি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পাশাপাশি এবার প্রাথমিকেও চাকরির আবেদনের সুযোগ পান, তাহলে ডিএলএড উত্তীর্ণদের সুযোগ কমবে ৷ আদালত অবশ্য তাঁদের প্রতি সমবেদনা দেখিয়েছে বলেও জানিয়েছেন ডিএলএড উত্তীর্ণরা ৷

প্রসঙ্গত, প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে বিএড বনাম ডিএলএড-দের মূল মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে ৷ তারই ভিত্তিতে সোমবার কলকাতা হাইকোর্ট জানায়, বিএড উত্তীর্ণরা চাইলে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসার আবেদন করতে পারেন ৷ তাতে কোনও বাধা নেই ৷ কিন্তু, সেই পরীক্ষা তাঁরা আদৌ দিতে পারবেন কি না, কিংবা পরীক্ষায় উত্তীর্ণ হলেও শেষ পর্যন্ত তাঁদের নিয়োগ হবে কিনা, তা নির্ভর করবে সুপ্রিম কোর্টে চলা মূল মামলার রায়ের উপর ৷ সেক্ষেত্রে শীর্ষ আদালতের রায় বিএড উত্তীর্ণদের বিপক্ষে গেলে তাঁদের প্রাথমিকে চাকরির আবেদন বাতিল করা হতে পারে ৷

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা হাইকোর্টে

উল্লেখ্য, প্রাথমিক শিক্ষক হিসাবে চাকরি পেতে হলে প্রার্থীদের ডিএলএড-এ উত্তীর্ণ হতে হয় ৷ অন্যদিকে, বিএড উত্তীর্ণরা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে চাকরির আবেদন করতে পারেন ৷ 2017 সালের ডিএলএড উত্তীর্ণদের এক প্রতিনিধি জানান, এই দু'টি কোর্সের পাঠ্যসূচি, প্রশিক্ষণ একেবারে আলাদা ৷ তাছাড়া, বিএড উত্তীর্ণরা প্রাথমিকে নিয়োগের পরীক্ষা বসতে পারলেও ডিএলএড উত্তীর্ণরা একমাত্র প্রাথমিক ছাড়া অন্য কোনও বিভাগে চাকরির আবেদন জানাতে পারবেন না ৷ এতে তাঁদের সুযোগের পরিসর কমবে ৷ তাই তাঁরা চান, প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে ডিএলএড উত্তীর্ণদেরই অগ্রাধিকার দেওয়া হোক ৷

এই প্রেক্ষাপটে এদিন কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে সংশ্লিষ্ট মামলাটি ওঠে ৷ শুনানিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে আইনজীবী সৈকত বন্দ্যোপাধ্যায় জানান, মূল মামলাটি শীর্ষ আদালতের বিচারাধীন রয়েছে ৷ তাই গত 29 সেপ্টেম্বর রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেখানে এই বিষয়টি উল্লেখ করে দেওয়া হবে ৷ প্রাথমিক শিক্ষা পর্ষদ পুজার ছুটির তিন সপ্তাহের মধ্যে এই বিষয়ে আদালতে হলফনামা জমা দেবে ৷ তার এক সপ্তাহের মধ্যে মামলাকারীরা নিজেদের বক্তব্য জানাবেন ৷ রেগুলার বেঞ্চে এই মামলার শুনানি হবে ৷

সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় ডিএলএড উত্তীর্ণরা ৷

প্রসঙ্গত, এদিনই সকালে এক মামলাকারী সুপর্ণ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন, রাজস্থান হাইকোর্ট সম্প্রতি 2018 সালের NCTE-এর দেওয়া যোগ্যতা সম্পর্কিত বিজ্ঞপ্তিকে বেআইনি বলে রায় দিয়েছে ৷ বর্তমানে সেই মামলাও সুপ্রিম কোর্টের বিচারাধীন ৷ এই প্রেক্ষাপটে আপাতত বিএড উত্তীর্ণদের প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসতে না দেওয়াই উচিত ৷ কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, পরীক্ষার আবেদন গ্রহণের এই সময় আমি কোনও স্থগিতাদেশ দেব না ৷ মামলাকারীর আইনজীবী ফের বলেন, ডিএলএড হল শুধুমাত্র প্রাথমিক শিক্ষকদের জন্য নির্ধারিত প্রশিক্ষণ ৷ কিন্তু বিএড উচ্চমাধ্যমিক স্তরের জন্য নির্দিষ্ট প্রশিক্ষণ ৷ পালটা বিচারপতি ফের বলেন, এখন এই মামলায় তাড়াহুড়ো করা হবে কেন ? আপনাদের তো 2018 সালের পরেই মামলা করা উচিত ছিল ৷

অন্যদিকে, বিএড উত্তীর্ণদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত বলেন, আমাদের এই মামলা সম্পর্কে কিছুই জানানো হয়নি ৷ মামলায় আমাদের পার্টি করা হয়নি ৷ এদিকে, পর্ষদের আইনজীবী জানান, এখনও পর্যন্ত 30 হাজারেরও বেশি টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থী প্রাথমিকে নিয়োগের জন্য আবেদন জানিয়েছেন ৷ শুনে বিচারপতি বলেন, প্রাথমিক শিক্ষা পর্ষদকে তাদের পোর্টালে একটা সংশোধনী দিয়ে জানাতে হবে, বিএড উত্তীর্ণরা আদৌ এই পরীক্ষায় বসতে পারবেন কিনা, তা নির্ভর করবে সুপ্রিমকোর্টে বিচারাধীন সংশ্লিষ্ট মামলার ফলাফলের উপর ৷

কলকাতা, 17 অক্টোবর: প্রাথমিক শিক্ষক নিয়োগের (Primary Teacher Recruitment) পরীক্ষায় বিএড (BEd) উত্তীর্ণদের আবেদনের ক্ষেত্রে আপাতত কোনও বাধা নেই ৷ সোমবার একথা জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ আর তাতেই সিঁদুরে মেঘ দেখছেন ডিএলএড (DElEd) উত্তীর্ণরা ৷ তাঁদের বক্তব্য, বিএড উত্তীর্ণরা যদি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পাশাপাশি এবার প্রাথমিকেও চাকরির আবেদনের সুযোগ পান, তাহলে ডিএলএড উত্তীর্ণদের সুযোগ কমবে ৷ আদালত অবশ্য তাঁদের প্রতি সমবেদনা দেখিয়েছে বলেও জানিয়েছেন ডিএলএড উত্তীর্ণরা ৷

প্রসঙ্গত, প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে বিএড বনাম ডিএলএড-দের মূল মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে ৷ তারই ভিত্তিতে সোমবার কলকাতা হাইকোর্ট জানায়, বিএড উত্তীর্ণরা চাইলে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসার আবেদন করতে পারেন ৷ তাতে কোনও বাধা নেই ৷ কিন্তু, সেই পরীক্ষা তাঁরা আদৌ দিতে পারবেন কি না, কিংবা পরীক্ষায় উত্তীর্ণ হলেও শেষ পর্যন্ত তাঁদের নিয়োগ হবে কিনা, তা নির্ভর করবে সুপ্রিম কোর্টে চলা মূল মামলার রায়ের উপর ৷ সেক্ষেত্রে শীর্ষ আদালতের রায় বিএড উত্তীর্ণদের বিপক্ষে গেলে তাঁদের প্রাথমিকে চাকরির আবেদন বাতিল করা হতে পারে ৷

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা হাইকোর্টে

উল্লেখ্য, প্রাথমিক শিক্ষক হিসাবে চাকরি পেতে হলে প্রার্থীদের ডিএলএড-এ উত্তীর্ণ হতে হয় ৷ অন্যদিকে, বিএড উত্তীর্ণরা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে চাকরির আবেদন করতে পারেন ৷ 2017 সালের ডিএলএড উত্তীর্ণদের এক প্রতিনিধি জানান, এই দু'টি কোর্সের পাঠ্যসূচি, প্রশিক্ষণ একেবারে আলাদা ৷ তাছাড়া, বিএড উত্তীর্ণরা প্রাথমিকে নিয়োগের পরীক্ষা বসতে পারলেও ডিএলএড উত্তীর্ণরা একমাত্র প্রাথমিক ছাড়া অন্য কোনও বিভাগে চাকরির আবেদন জানাতে পারবেন না ৷ এতে তাঁদের সুযোগের পরিসর কমবে ৷ তাই তাঁরা চান, প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে ডিএলএড উত্তীর্ণদেরই অগ্রাধিকার দেওয়া হোক ৷

এই প্রেক্ষাপটে এদিন কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে সংশ্লিষ্ট মামলাটি ওঠে ৷ শুনানিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে আইনজীবী সৈকত বন্দ্যোপাধ্যায় জানান, মূল মামলাটি শীর্ষ আদালতের বিচারাধীন রয়েছে ৷ তাই গত 29 সেপ্টেম্বর রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেখানে এই বিষয়টি উল্লেখ করে দেওয়া হবে ৷ প্রাথমিক শিক্ষা পর্ষদ পুজার ছুটির তিন সপ্তাহের মধ্যে এই বিষয়ে আদালতে হলফনামা জমা দেবে ৷ তার এক সপ্তাহের মধ্যে মামলাকারীরা নিজেদের বক্তব্য জানাবেন ৷ রেগুলার বেঞ্চে এই মামলার শুনানি হবে ৷

সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় ডিএলএড উত্তীর্ণরা ৷

প্রসঙ্গত, এদিনই সকালে এক মামলাকারী সুপর্ণ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন, রাজস্থান হাইকোর্ট সম্প্রতি 2018 সালের NCTE-এর দেওয়া যোগ্যতা সম্পর্কিত বিজ্ঞপ্তিকে বেআইনি বলে রায় দিয়েছে ৷ বর্তমানে সেই মামলাও সুপ্রিম কোর্টের বিচারাধীন ৷ এই প্রেক্ষাপটে আপাতত বিএড উত্তীর্ণদের প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসতে না দেওয়াই উচিত ৷ কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, পরীক্ষার আবেদন গ্রহণের এই সময় আমি কোনও স্থগিতাদেশ দেব না ৷ মামলাকারীর আইনজীবী ফের বলেন, ডিএলএড হল শুধুমাত্র প্রাথমিক শিক্ষকদের জন্য নির্ধারিত প্রশিক্ষণ ৷ কিন্তু বিএড উচ্চমাধ্যমিক স্তরের জন্য নির্দিষ্ট প্রশিক্ষণ ৷ পালটা বিচারপতি ফের বলেন, এখন এই মামলায় তাড়াহুড়ো করা হবে কেন ? আপনাদের তো 2018 সালের পরেই মামলা করা উচিত ছিল ৷

অন্যদিকে, বিএড উত্তীর্ণদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত বলেন, আমাদের এই মামলা সম্পর্কে কিছুই জানানো হয়নি ৷ মামলায় আমাদের পার্টি করা হয়নি ৷ এদিকে, পর্ষদের আইনজীবী জানান, এখনও পর্যন্ত 30 হাজারেরও বেশি টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থী প্রাথমিকে নিয়োগের জন্য আবেদন জানিয়েছেন ৷ শুনে বিচারপতি বলেন, প্রাথমিক শিক্ষা পর্ষদকে তাদের পোর্টালে একটা সংশোধনী দিয়ে জানাতে হবে, বিএড উত্তীর্ণরা আদৌ এই পরীক্ষায় বসতে পারবেন কিনা, তা নির্ভর করবে সুপ্রিমকোর্টে বিচারাধীন সংশ্লিষ্ট মামলার ফলাফলের উপর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.