ETV Bharat / city

SSC Group-C Recruitment Case : গ্রুপ-সি নিয়োগেও এবার সিবিআই অনুসন্ধানের নির্দেশ - Calcutta High Court Orders CBI enquiry into SSC Group C Recruitment Case

মঙ্গলবারই গ্রুপ-ডি মামলাতেও সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । তারপরই গ্রুপ-সি নিয়োগ মামলাতেও সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিলেন তিনি (CBI Enquiry into SSC Group C Recruitment Case) ৷

Group C Recruitment Case News
গ্রুপ সি নিয়োগেও এবার সিবিআই অনুসন্ধানের নির্দেশ
author img

By

Published : Feb 15, 2022, 2:25 PM IST

কলকাতা, 15 ফেব্রুয়ারি : গ্রুপ-সি নিয়োগেও সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (CBI Enquiry into SSC Group C Recruitment Case) । গ্রুপ-সি'তে 350 জন কর্মচারীর চাকরিও বাতিল করল কলকাতা হাইকোর্ট । মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এঁদের চাকরি বাতিল করার নির্দেশ দিলেন । এদিনই তিনি গ্রুপ-ডি নিয়োগ মামলাতেও সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেন ৷

নির্দেশে বিচারপতি বলেন, "বোর্ড জানিয়েছে তারা স্কুল সার্ভিস কমিশনের সুপারিশ পেয়েই নিয়োগ করেছে । কিন্তু স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, ওই প্রার্থীদের সুপারিশ তারা দেয়নি । ফলে যেদিন থেকে এই কর্মীরা নিযুক্ত হয়েছেন, সেদিন থেকে তাঁদের পুরো টাকা যেন ফেরত নেওয়া হয় ।" পাশাপাশি তিন সপ্তাহের মধ্যে এই 350 জনকে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি ৷ তাঁরা এতদিন কত টাকা বেতন পেয়েছেন এবং কীভাবে তাঁরা চাকরিতে নিযুক্ত হয়েছিলেন, সে সমস্ত জানানোর নির্দেশ দিয়েছেন ।

উল্লেখ্য, গ্রুপ-ডি নিয়োগের মতোই গ্রুপ-সি নিয়োগের ক্ষেত্রেও প্যানেলের সময়সীমা পেরিয়ে যাওয়ার পর নিয়োগপত্র দেওয়ার অভিযোগ উঠেছিল ।

আরও পড়ুন : CBI probe into Group D Recruitment : গ্রুপ ডি নিয়োগে ফের সিবিআই অনুসন্ধানে নির্দেশ

কলকাতা, 15 ফেব্রুয়ারি : গ্রুপ-সি নিয়োগেও সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (CBI Enquiry into SSC Group C Recruitment Case) । গ্রুপ-সি'তে 350 জন কর্মচারীর চাকরিও বাতিল করল কলকাতা হাইকোর্ট । মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এঁদের চাকরি বাতিল করার নির্দেশ দিলেন । এদিনই তিনি গ্রুপ-ডি নিয়োগ মামলাতেও সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেন ৷

নির্দেশে বিচারপতি বলেন, "বোর্ড জানিয়েছে তারা স্কুল সার্ভিস কমিশনের সুপারিশ পেয়েই নিয়োগ করেছে । কিন্তু স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, ওই প্রার্থীদের সুপারিশ তারা দেয়নি । ফলে যেদিন থেকে এই কর্মীরা নিযুক্ত হয়েছেন, সেদিন থেকে তাঁদের পুরো টাকা যেন ফেরত নেওয়া হয় ।" পাশাপাশি তিন সপ্তাহের মধ্যে এই 350 জনকে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি ৷ তাঁরা এতদিন কত টাকা বেতন পেয়েছেন এবং কীভাবে তাঁরা চাকরিতে নিযুক্ত হয়েছিলেন, সে সমস্ত জানানোর নির্দেশ দিয়েছেন ।

উল্লেখ্য, গ্রুপ-ডি নিয়োগের মতোই গ্রুপ-সি নিয়োগের ক্ষেত্রেও প্যানেলের সময়সীমা পেরিয়ে যাওয়ার পর নিয়োগপত্র দেওয়ার অভিযোগ উঠেছিল ।

আরও পড়ুন : CBI probe into Group D Recruitment : গ্রুপ ডি নিয়োগে ফের সিবিআই অনুসন্ধানে নির্দেশ

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.