কলকাতা, 22 অগস্ট: উলুবেড়িয়ার অতিরিক্ত বিদ্যালয় পরিদর্শক বনমালি জানার আয় নিয়ে রাজ্য ভিজিলেন্স কমিশনকে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Investigation Against ADI of Uluberia) ৷ পাশাপাশি, বনমালি জানাকে সম্পত্তির হিসাব হলফনামার আকারে 29 অগস্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷
জানা গিয়েছে, হাওড়ার শ্যামপুরের একটি বিদ্যালয়ে শিক্ষিকা ছিলেন শ্যামলী ঘোষ ৷ বর্তমানে তাঁর বয়স 80 বছর ৷ অভিযোগ 1986 সালে তিনি অবসর নিয়েছিলেন ৷ কিন্তু, একটি নির্দিষ্ট সময়ের বকেয়া বেতনের অর্থ তিনি পাননি বলে অভিযোগ ওঠে ৷ এ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন শ্যামলী দেবী ৷ হাইকোর্টের নির্দেশ দিয়েছিল বকেয়া 41 লক্ষ 37 হাজার 926 টাকা মিটিয়ে দিতে হবে শ্যামলী দেবীকে ৷ এই নির্দেশের পর শিক্ষা দফতর থেকে সেই অর্থ অনুমোদন করা হয় ৷
কিন্তু, অভিযোগ উঠেছে বনমালি জানা আয়করের অজুহাতে শ্যামলী ঘোষকে পুরো টাকা দেননি ৷ এ নিয়ে আদালত বনমালি জানাকে নির্দেশ দেয়, শ্যামলী ঘোষের কত টাকা কর হিসাবে কাটা হয়েছে, তা ব্যাংকের তথ্য-সহ হলফনামা আকারে দিতে হবে ৷ কিন্তু, সেই হলফনামায় তিনি আয়করের বিষয়টি উল্লেখ করেননি ৷ যার পরে আদালত তাঁকে এ নিয়ে প্রশ্ন করলে, কোনও জবাব বনমালি জানা দিতে পারেননি ৷
আরও পড়ুন: শাসক দলের নেতা-মন্ত্রীদের সম্পত্তি কীভাবে বাড়ছে, মামলায় ইডিকে যুক্ত করার নির্দেশ হাইকোর্টের
আদালত জানায়, একজন প্রবীণ নাগরিককে মানসিকভাবে নির্যাতন করছেন ৷ এতে বনমালি জানার অসৎ উদ্দেশ্য রয়েছে কিনা, সেনিয়েও প্রশ্ন তোল আদালত ৷ তার পরেই আজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশে জানান, উলুবেড়িয়ার অতিরিক্ত বিদ্যালয় পরিদর্শক বনমালি জানার বিরুদ্ধে আয় সংক্রান্ত বিষয়ে রাজ্য ভিজিলেন্স কমিশন (State Vigilance Commission) তদন্ত করবে ৷ 29 অগস্ট মুখ বন্ধ খামে তদন্ত সংক্রান্ত রিপোর্ট জমা করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷