ETV Bharat / city

ঘরের মেঝে খুঁড়ে উদ্ধার 50 লাখের চোরাই গয়না ! গ্রেপ্তার 3

তদন্তে নেমে মুর্শিদাবাদের একটি বাড়ির মেঝে খুঁড়ে চুরি যাওয়া গয়না উদ্ধার করল পুলিশ । ওই বাড়ির চাল থেকে উদ্ধার হয়েছে টাকা । ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে ।

recovered jewllery
মাটি খুঁড়ে গয়না উদ্ধার
author img

By

Published : Feb 10, 2020, 8:02 PM IST

কলকাতা, 10 ফেব্রুয়ারি : আলমারির তালা ভাঙা হয়নি । ঘরে অপরিচিত কেউ আসেনি । তার পরেও খোয়া গিয়েছিল 50 লাখের সোনা, রূপো, হিরের গয়না । চুরি যায় লক্ষাধিক টাকা । এটা কি করে সম্ভব ! মাথায় হাত পড়েছিল হিন্দুস্থান পার্কের অভিজাত আগরওয়াল পরিবারের । ঘটনা গত 6 ফেব্রুয়ারির । সেই ঘটনার তদন্তে নেমে মুর্শিদাবাদের একটি বাড়ির মেঝে খুঁড়ে চুরি যাওয়া গয়না উদ্ধার করল পুলিশ । ওই বাড়ির চাল থেকে উদ্ধার হয়েছে টাকা । ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে ।

ইদানিং গৃহস্থ বাড়িতে গয়না চুরির ঘটনায় প্রায় প্রতিটি ক্ষেত্রে দেখা গেছে হাত রয়েছে পরিচারিকার । গল্পটা প্রতি ক্ষেত্রেই প্রায় একই । গয়না হাতিয়ে গা-ঢাকা দেয় পরিচারিকা । গরিয়াহাট থানায় অভিযোগ নেওয়ার সময়েই জানতে চায়, সব পরিচারিকা, পরিচারক, ড্রাইভাররা আছেন তো? কেউ চাকরি ছাড়েননি তো? অভিযোগকারী শিবাঙ্গি আগরওয়াল জানান, সবাই আছেন । তখন চুরির বিবরণ শুনে কিছুটা হলেও কপালে ভাঁজ পড়েছিল পুলিশের । তবে একটা বিষয়ে তদন্তকারীরা নিশ্চিত ছিলেন, চুরিতে যুক্ত আছে পরিবারেরই কেউ । কারণ বাড়িতে অপরিচিত কেউ ঢোকেনি । ঘরের কোনও দরজার তালা ভাঙা হয়নি । আলমারির তালাও অটুট ।

3 arrested in Jewllery theft case
ধৃত পরিচারিকা, তার স্বামী শেখ ইমরান এবং আগের পক্ষের ছেলে লাল্টু শেখ

গড়িয়াহাট থানার পুলিশ এবং লালবাজারের গোয়েন্দা বিভাগের অফিসাররা এই ঘটনার তদন্তে নেমে পরিবারের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ শুরু করেন । জানা যায় পরিচারিকা অঞ্জলি দাস ঘটনার কয়েকদিন আগে মুর্শিদাবাদে নিজের বাড়িতে গিয়েছিল । ঘটনার দিন দুপুরবেলা গ্রামের বাড়ি থেকে দু'জন তার সঙ্গে দেখা করতে এসেছিল । তাদের একজন অঞ্জলির মামা । অঞ্জলিকে টের না পেতে দিয়েই তার মুর্শিদাবাদের ঠিকানায় হানা দেয় পুলিশ । জানা যায় অঞ্জলির কোনও মামা সেদিন কলকাতায় যায়নি । গিয়েছিল অঞ্জলির বর্তমান স্বামী শেখ ইমরান এবং তার আগের পক্ষের ছেলে লাল্টু শেখ । লাল্টুকে লালগোলার পীরতলা গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ । তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় বাড়ির মেঝের ভিতর গর্ত করে লুকিয়ে রাখা হয়েছে ওই সোনা । সেই মেঝে খুঁড়ে বেরোয় গয়নার বাক্স । গোয়ালের চাল থেকে উদ্ধার হয় 1 লাখ টাকা । শেক ইমরানকে মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার করা হয় । এরই মাঝে কলকাতায় অঞ্চলিকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা ।

ঘরের মেঝে খুঁড়ে উদ্ধার 50 লাখের চোরাই গয়না

কলকাতা, 10 ফেব্রুয়ারি : আলমারির তালা ভাঙা হয়নি । ঘরে অপরিচিত কেউ আসেনি । তার পরেও খোয়া গিয়েছিল 50 লাখের সোনা, রূপো, হিরের গয়না । চুরি যায় লক্ষাধিক টাকা । এটা কি করে সম্ভব ! মাথায় হাত পড়েছিল হিন্দুস্থান পার্কের অভিজাত আগরওয়াল পরিবারের । ঘটনা গত 6 ফেব্রুয়ারির । সেই ঘটনার তদন্তে নেমে মুর্শিদাবাদের একটি বাড়ির মেঝে খুঁড়ে চুরি যাওয়া গয়না উদ্ধার করল পুলিশ । ওই বাড়ির চাল থেকে উদ্ধার হয়েছে টাকা । ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে ।

ইদানিং গৃহস্থ বাড়িতে গয়না চুরির ঘটনায় প্রায় প্রতিটি ক্ষেত্রে দেখা গেছে হাত রয়েছে পরিচারিকার । গল্পটা প্রতি ক্ষেত্রেই প্রায় একই । গয়না হাতিয়ে গা-ঢাকা দেয় পরিচারিকা । গরিয়াহাট থানায় অভিযোগ নেওয়ার সময়েই জানতে চায়, সব পরিচারিকা, পরিচারক, ড্রাইভাররা আছেন তো? কেউ চাকরি ছাড়েননি তো? অভিযোগকারী শিবাঙ্গি আগরওয়াল জানান, সবাই আছেন । তখন চুরির বিবরণ শুনে কিছুটা হলেও কপালে ভাঁজ পড়েছিল পুলিশের । তবে একটা বিষয়ে তদন্তকারীরা নিশ্চিত ছিলেন, চুরিতে যুক্ত আছে পরিবারেরই কেউ । কারণ বাড়িতে অপরিচিত কেউ ঢোকেনি । ঘরের কোনও দরজার তালা ভাঙা হয়নি । আলমারির তালাও অটুট ।

3 arrested in Jewllery theft case
ধৃত পরিচারিকা, তার স্বামী শেখ ইমরান এবং আগের পক্ষের ছেলে লাল্টু শেখ

গড়িয়াহাট থানার পুলিশ এবং লালবাজারের গোয়েন্দা বিভাগের অফিসাররা এই ঘটনার তদন্তে নেমে পরিবারের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ শুরু করেন । জানা যায় পরিচারিকা অঞ্জলি দাস ঘটনার কয়েকদিন আগে মুর্শিদাবাদে নিজের বাড়িতে গিয়েছিল । ঘটনার দিন দুপুরবেলা গ্রামের বাড়ি থেকে দু'জন তার সঙ্গে দেখা করতে এসেছিল । তাদের একজন অঞ্জলির মামা । অঞ্জলিকে টের না পেতে দিয়েই তার মুর্শিদাবাদের ঠিকানায় হানা দেয় পুলিশ । জানা যায় অঞ্জলির কোনও মামা সেদিন কলকাতায় যায়নি । গিয়েছিল অঞ্জলির বর্তমান স্বামী শেখ ইমরান এবং তার আগের পক্ষের ছেলে লাল্টু শেখ । লাল্টুকে লালগোলার পীরতলা গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ । তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় বাড়ির মেঝের ভিতর গর্ত করে লুকিয়ে রাখা হয়েছে ওই সোনা । সেই মেঝে খুঁড়ে বেরোয় গয়নার বাক্স । গোয়ালের চাল থেকে উদ্ধার হয় 1 লাখ টাকা । শেক ইমরানকে মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার করা হয় । এরই মাঝে কলকাতায় অঞ্চলিকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা ।

ঘরের মেঝে খুঁড়ে উদ্ধার 50 লাখের চোরাই গয়না
Intro:কলকাতা, ১০ জানুয়ারি: আলমারির তালা ভাঙা হয়নি। ঘরে অপরিচিত কেউ আসেনি। তার পরেও খোয়া গিয়েছিল 50 লাখের সোনা, রূপো,হীরের গয়না। চুরি যায় লক্ষাধিক টাকা। এটা কি করে সম্ভব! মাথায় হাত পড়ে ছিল হিন্দুস্তান পার্কের অভিজাত আগরওয়াল পরিবারের। ঘটনা গত 6 ফেব্রুয়ারির। সেই ঘটনার তদন্তে নেমে মুর্শিদাবাদের একটি বাড়ির মেঝে খুঁড়ে গয়না উদ্ধার করল পুলিশ। ওই বাড়ির চাল থেকে উদ্ধার হয়েছে টাকা। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে।



Body:ইদানিং গৃহস্থ বাড়িতে গয়না চুরির ঘটনায় প্রায় প্রতিটি ক্ষেত্রে দেখা গেছে হাত রয়েছে পরিচারিকার। গল্পটা প্রতি ক্ষেত্রেই প্রায় একই। গয়না হাতিয়ে গা-ঢাকা দেয় পরিচারিকা। গরিয়াহাট থানায় অভিযোগ নেওয়ার সময়েই জানতে চায়, সব পরিচারিকা, পরিচারক, ড্রাইভাররা আছেন তো? কেউ চাকরি ছাড়েননি তো? অভিযোগকারী শিবাঙ্গী আগরওয়াল উত্তর দেন, “ সবাই আছেন।" তখন চুরির বিবরণ শুনে কিছুটা হলেও কপালে ভাঁজ পড়ে পুলিশের। তবে একটা বিষয়ে তদন্তকারীরা নিশ্চিত ছিলেন, চুরিতে যুক্ত আছে এই পরিবারের কেউ। কারণ বাড়িতে অপরিচিত কেউ ঢোকেনি। ঘরের কোনো দরজার তালা ভাঙা হয়নি। আলমারির তালাও অটুট।


Conclusion:গড়িয়াহাট থানার পুলিশ এবং লালবাজার এর গোয়েন্দা বিভাগের অফিসাররা এই ঘটনার তদন্তে নেমে পরিবারের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ শুরু করে। জানা যায় এই পরিবারের পরিচারিকা অঞ্জলি দাস ঘটনার দিন কয়েক আগে মুর্শিদাবাদের নিজের বাড়িতে গিয়েছিলেন। ঘটনার দিন দুপুরবেলা তার সঙ্গে দেখা করতে এসেছিল গ্রামের বাড়ির দু'জন। তাদের একজন অঞ্জলীর মামা। অঞ্জলীকে টের না পেতে দিয়েই তার মুর্শিদাবাদের ঠিকানায় হানা দেয় পুলিশ। জানা যায় অঞ্জলীর কোনো মামা সেদিন কলকাতায় যাননি। গিয়েছিল অঞ্জলির বর্তমান স্বামী শেখ ইমরান এবং তার আগের পক্ষের ছেলে লাল্টু শেখ। লাল্টুকে লালগোলার পীরতলা গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় বাড়ির মেঝের ভেতর গর্ত করে লুকিয়ে রাখা হয়েছে ওই সোনা। সেই মেঝে খুঁড়ে বেরোয় গয়নার বাক্স। গোয়ালের চাল থেকে উদ্ধার হয় 1 লাখ টাকা। শেক ইমরানকে মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার করা হয়। এরই মাঝে কলকাতায় অঞ্চলীকে গ্রেপ্তার করে তদন্তকারীরা।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.