কলকাতা, 29 মে : শ্রমিকরা সামাজিক দূরত্ব মানছেন না ৷ এই অভিযোগ তুলে কর্ম বিরতির ঘোষণা করল বজবজের একটি জুটমিল ৷ ঘটনার পরিপ্রেক্ষিতে মিলের সামনে বিক্ষোভ প্রদর্শন শ্রমিকদের ৷
সামাজিক দূরত্ব মেনে কল-কারখানা চালুর অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ অর্থনীতি সচল করতে বহু কারখানা সামাজিক দূরত্ব মেনে কাজ শুরু করেছে ৷ কিন্তু বজবজের জুটমিলে শ্রমিকরা সামাজিক দূরত্ব মানছেন না ৷ এই অভিযোগে কর্মবিরতির ঘোষণা করল মিল কর্তৃপক্ষ ৷ বুধবার এই মর্মে মিলে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় ৷ বিষয়টি জানতে পেরে বিক্ষোভ প্রদর্শন করেন শ্রমিকরা ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থানে পৌঁছয় পুলিশ ৷ পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা পাথর ছোড়ে বলে অভিযোগ ৷ ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷
মিলের এক আধিকারিক জানান, ‘‘রাতের শিফটে সামাজিক দূরত্ব মানছেন না শ্রমিকরা ৷ লকডাউনের নিয়ম লঙ্ঘিত হলে কর্তৃপক্ষের উপর দায় বর্তাবে ৷’’ শ্রমিকদের অভিযোগ, কোনও বিরতি ছাড়াই তাঁদের কাজ করাচ্ছে মিল কর্তৃপক্ষ ৷ শ্রমিক ইউনিয়নের এক নেতা জানান, ‘‘সাধারণত, খাওয়ার সময় শ্রমিকরা এক জায়গায় জড়ো হন ৷ যেখানে শ্রমিকদের দিয়ে কাজ করাতে হয়, সেখানে সামাজিক দূরত্ব বজায় রাখা কঠিন ৷’’