ETV Bharat / city

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের জালে 36টি গোরুসহ পাকড়াও গোরু পাচারকারী - গোরু পাচার

শুক্রবার সীমান্তে গোরু পাচার করতে গিয়ে বিএসএফের হাতে 6 জন পাচারকারী ধরা পড়েছিল ৷ তারা বিএসএফ জওয়ানদের লক্ষ্য় করে গ্রেনেড ছোড়ে বলেও বিএসএফের তরফে জানানো হয়েছিল ৷

bsf-recover-36-cow-from-india-bangladesh-border-arrest-1-smuggler
ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের জালে 36টি গোরু সহ 1 গোরু পাচারকারী
author img

By

Published : Jan 23, 2021, 2:22 PM IST

কলকাতা, 23 জানুয়ারি : গতকালের পর আজ আবারও ভারত-বাংলাদেশ সীমান্তে গোরুপাচার করতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়ল 1 পাচারকারী ৷ 36টি গোরু উদ্ধার করেছেন বিএসএফের 117 নম্বর ব্য়াটেলিয়নের জওয়ানরা ৷ শনিবার ভোররাতে মুর্শিদাবাদের কাহারপাড়া সীমান্ত দিয়ে গোরুগুলি পাচারের চেষ্টা করছিল সেলিম শেখ নামে ওই পাচারকারী ৷

আরও পড়ুন : মালদা সীমান্তে আটক গোরু পাচারকারী

শুক্রবারও সীমান্তে গোরু পাচার করতে গিয়ে বিএসএফের হাতে 6 জন পাচারকারী ধরা পড়ে ৷ তারা বিএসএফ জওয়ানদের লক্ষ্য় করে গ্রেনেড ছোড়ে বলে বিএসএফের তরফে জানানো হয়েছিল ৷ সেই ঘটনার 24 ঘণ্টা কাটতে না কাটতেই আবারও 36 টি গোরু সহ 1 পাচারকারীকে ধরে ফেলে বিএসএফ ৷

ধৃত পাচারকারী সেলিম শেখকে রানিনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ৷ সেখানে পুলিশ সেলিম শেখকে জিজ্ঞাসাবাদ করে ৷ জেরায় সে পুলিশকে জানিয়েছে, বাংলাদেশের রাজশাহীতে ওই গোরুগুলি পাচারের জন্য় নিয়ে যাচ্ছিল ৷ সেখানে রাকিব শেখ নামে এক ব্য়ক্তির কাছে ওই গোরুগুলি তুলে দেওয়ার পরিকল্পনা ছিল সেলিমের ৷

কলকাতা, 23 জানুয়ারি : গতকালের পর আজ আবারও ভারত-বাংলাদেশ সীমান্তে গোরুপাচার করতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়ল 1 পাচারকারী ৷ 36টি গোরু উদ্ধার করেছেন বিএসএফের 117 নম্বর ব্য়াটেলিয়নের জওয়ানরা ৷ শনিবার ভোররাতে মুর্শিদাবাদের কাহারপাড়া সীমান্ত দিয়ে গোরুগুলি পাচারের চেষ্টা করছিল সেলিম শেখ নামে ওই পাচারকারী ৷

আরও পড়ুন : মালদা সীমান্তে আটক গোরু পাচারকারী

শুক্রবারও সীমান্তে গোরু পাচার করতে গিয়ে বিএসএফের হাতে 6 জন পাচারকারী ধরা পড়ে ৷ তারা বিএসএফ জওয়ানদের লক্ষ্য় করে গ্রেনেড ছোড়ে বলে বিএসএফের তরফে জানানো হয়েছিল ৷ সেই ঘটনার 24 ঘণ্টা কাটতে না কাটতেই আবারও 36 টি গোরু সহ 1 পাচারকারীকে ধরে ফেলে বিএসএফ ৷

ধৃত পাচারকারী সেলিম শেখকে রানিনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ৷ সেখানে পুলিশ সেলিম শেখকে জিজ্ঞাসাবাদ করে ৷ জেরায় সে পুলিশকে জানিয়েছে, বাংলাদেশের রাজশাহীতে ওই গোরুগুলি পাচারের জন্য় নিয়ে যাচ্ছিল ৷ সেখানে রাকিব শেখ নামে এক ব্য়ক্তির কাছে ওই গোরুগুলি তুলে দেওয়ার পরিকল্পনা ছিল সেলিমের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.