ETV Bharat / city

মুখ্যমন্ত্রীর অনুরোধে প্রতিদিন 50 জন করে পুলিশকর্মীর রক্তদান - মুখ্যমন্ত্রীর অনুরোধে পুলিশের রক্তদান শিবির

1 এপ্রিল থেকে 30 এপ্রিল, একমাস ধরে প্রতিদিন 50 জন করে পুলিশকর্মী রক্ত দান করবেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বিশেষ রক্তদান শিবিরে।

Blood donation camp of police
পুলিশের রক্তদান শিবির
author img

By

Published : Apr 1, 2020, 8:52 PM IST

কলকাতা, 1 এপ্রিল: কোরোনা আতঙ্কে লকডাউন। ফলে হচ্ছে না রক্তদান শিবিরগুলি। যার জেরে রাজ্যে তৈরি হয়েছে রক্তসংকট । সমস্যায় পড়ছেন বহু মানুষ । এই পরিস্থিতিতে পুলিশের কাছে রক্তসংকট মেটাতে অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী । সেই কাজ শুরু করে দিল কলকাতা পুলিশ । আজ থেকে শুরু হল এক মাসব্যাপী রক্তদান শিবির।

1 এপ্রিল থেকে 30 এপ্রিল, এই একমাস ধরে প্রতিদিন 50 জন করে পুলিশকর্মী রক্ত দান করবেন নেতাজি ইনডোর স্টেডিয়ামের বিশেষ রক্তদান শিবিরে। সেখানে পুলিশ অফিসার থেকে শুরু করে কনস্টেবলরা যেমন রক্ত দেবেন, তেমনই রক্তদান করবেন পুলিশের শীর্ষকর্তারাও। লালবাজার সূত্রে জানা গেছে তেমনটাই । প্রতিদিন বিকেল পাঁচটায় শুরু হবে কর্মসূচি। পুলিশের এই রক্তদান কর্মসূচির প্রথম দিনে নেতাজি ইনডোর স্টেডিয়ামে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশকর্মীদের উৎসাহ যোগান তিনি।

এদিকে গতকাল লালবাজার এবং ভবানীভবনে গেছিলেন মুখ্যমন্ত্রী । সেখানে আপৎকালীন পরিস্থিতিতে কাজ করা পুলিশকর্মীদের সম্পর্কে খোঁজখবর নেন তিনি। উদ্বেগ প্রকাশ করেন তাঁদের সুরক্ষা নিয়ে। পাশাপাশি রক্তসংকটের এমন সময়ে পুলিশের এই মহান কাজের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

কলকাতা, 1 এপ্রিল: কোরোনা আতঙ্কে লকডাউন। ফলে হচ্ছে না রক্তদান শিবিরগুলি। যার জেরে রাজ্যে তৈরি হয়েছে রক্তসংকট । সমস্যায় পড়ছেন বহু মানুষ । এই পরিস্থিতিতে পুলিশের কাছে রক্তসংকট মেটাতে অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী । সেই কাজ শুরু করে দিল কলকাতা পুলিশ । আজ থেকে শুরু হল এক মাসব্যাপী রক্তদান শিবির।

1 এপ্রিল থেকে 30 এপ্রিল, এই একমাস ধরে প্রতিদিন 50 জন করে পুলিশকর্মী রক্ত দান করবেন নেতাজি ইনডোর স্টেডিয়ামের বিশেষ রক্তদান শিবিরে। সেখানে পুলিশ অফিসার থেকে শুরু করে কনস্টেবলরা যেমন রক্ত দেবেন, তেমনই রক্তদান করবেন পুলিশের শীর্ষকর্তারাও। লালবাজার সূত্রে জানা গেছে তেমনটাই । প্রতিদিন বিকেল পাঁচটায় শুরু হবে কর্মসূচি। পুলিশের এই রক্তদান কর্মসূচির প্রথম দিনে নেতাজি ইনডোর স্টেডিয়ামে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশকর্মীদের উৎসাহ যোগান তিনি।

এদিকে গতকাল লালবাজার এবং ভবানীভবনে গেছিলেন মুখ্যমন্ত্রী । সেখানে আপৎকালীন পরিস্থিতিতে কাজ করা পুলিশকর্মীদের সম্পর্কে খোঁজখবর নেন তিনি। উদ্বেগ প্রকাশ করেন তাঁদের সুরক্ষা নিয়ে। পাশাপাশি রক্তসংকটের এমন সময়ে পুলিশের এই মহান কাজের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.