কলকাতা, 25 জানুয়ারি : চলতি মাসের শেষেই রাজ্য়ে আসছেন অমিত শাহ ৷ তার আগে আজ রাজ্য বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থাকবেন বি এল সন্তোষ ৷
আজ হেস্টিং অফিসে দলের সাংগঠনিক বৈঠক ডাকা হয়েছে । সেখানে উপস্থিত থাকবেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক(সংগঠন) ৷ 30 জানুয়ারি ঠাকুরনগরে অমিত শাহের সভা ৷ পর দিনই উলুবেড়িয়ায় রোড-শো ও ডুমুরজোলায় সভা করবেন তিনি ৷ তার আগে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মত একাংশের । বিজেপির সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, "এটা আমাদের মূলত সাংগঠনিক বৈঠক। সেই বৈঠকে বিএল সন্তোষজি থাকবেন ।"
কয়েকদিন আগেই রাজ্যের শীর্ষ নেতাদের তলব করা হয়েছিল দিল্লিতে ৷ সেখানে দিলীপ-মুকুল-কৈলাসদের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ ৷ সেই বৈঠকে শাহ বারবার বুথস্তরে শক্তিশালী সংগঠন গড়ে তোলার উপর জোর দেন ৷ বুথস্থরের সংগঠনের রিপোর্ট নিতেই সন্তোষের এই বৈঠক বলে বিজেপি সূত্রের খবর।
রবিবার উত্তরবঙ্গের নেতাদের সঙ্গে বৈঠক করেন সন্তোষ ৷ সেই বৈঠকে উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত রাজ্য নেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় ও রাজ্যের মুখ্য পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ৷ আজ তিনি দক্ষিণবঙ্গের রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন ৷ বিজেপি সূত্রে খবর, আজ এই বৈঠকে কলকাতা, দুই 24 পরগনা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের একাধিক সাংগঠনিক জেলার বিস্তারিত রিপোর্ট নেবেন।
আরও পড়ুন : বাছবিচার করে দলে নিন, দিলীপ-মুকুলদের বার্তা অমিতের
রাজ্যে বুথে বুথে বিজেপির পক্ষ থেকে চলছে "আমার বুথ সব থেকে শক্তিশালী" কর্মসূচি ৷ এই কর্মসূচির বিষয়ে বিস্তারিত রিপোর্ট তাঁকে দেবেন রাজ্য নেতারা ৷ কলকাতা ও দুই 24 পরগনায় বিজেপির সংগঠনকে শক্তিশালী করে তুলতে পরিকল্পনা নেওয়া হয়েছে ৷ বিজেপি সূত্রের খবর, প্রতিটি বিধানসভা কেন্দ্র ধরে ধরে রিপোর্ট প্রস্তুত করতে দিল্লি থেকে নির্দেশ দেওয়া হয়েছে ৷ দিল্লি যে ভাবে সংগঠনের কাজ দেখতে বলবে সবাইকে সেই ভাবেই কাজ করতে হবে বলে কড়া নির্দেশ দেওয়া হয়েছে ।