ETV Bharat / city

মিশন 2021 : রাজ্যে BJP-র টার্গেট 180 আসন ! - MAMATA BANERJEE

BJP সূত্রের খবর, এবার সংগঠনে বড়সড় রদবদল হতে পারে । নেতৃত্বের কাছে আগেই খবর এসেছিল, বেশ কয়েকটি সাংগঠনিক জেলার সভাপতি নির্বাচনে 'কাজ' করেননি । এবার তাঁদের সরানো হতে পারে ।

ছবিটি
author img

By

Published : Jun 2, 2019, 12:50 AM IST

কলকাতা, 2 জুন : ছোটো ছোটো পায়ে এগোতে চাইছে রাজ্য BJP । লোকসভায় টার্গেট দেওয়া হয়েছিল 23 আসন । এসেছে 18 । খুশি স্বয়ং অমিত শাহও । এবার নয়া টার্গেট "মিশন 2021" । অমিত শাহ টার্গেট বেঁধে দিয়েছেন, 180 আসন । 294 আসন বিশিষ্ট বিধানসভায় লোকসভার ফলাফলের নিরিখে 129 আসনে (বিধানসভা ভিত্তিক) এগিয়ে BJP । অর্থাৎ, আরও 51 আসন আনতে হবে নিজেদের কব্জায় । 2 বছরের মধ্যে এত বড় লক্ষ্যমাত্রায় কি পৌঁছানো যাবে ?

পিছন ফিরে তাকাতে নারাজ রাজ্য BJP নেতৃত্ব । বিধানসভার কথা ভেবে সংগঠনে জোর দেওয়ার কাজ শুরু হচ্ছে শীঘ্রই । 4 জুন কলকাতার মাহেশ্বরী ভবনে BJP রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক । উপস্থিত থাকবেন, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, নির্বাচন কমিটির আহ্বায়ক মুকুল রায়, কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা ।

BJP সূত্রের খবর, এবার সংগঠনে বড়সড় রদবদল হতে পারে । নেতৃত্বের কাছে আগেই খবর এসেছিল, বেশ কয়েকটি সাংগঠনিক জেলার সভাপতি নির্বাচনে 'কাজ' করেননি । এবার তাঁদের সরানো হতে পারে । এক রাজ্য নেতা বলছেন, "গায়ে হাওয়া লাগিয়ে ঘুরলে বিদায় আসন্ন । ময়দান আঁকড়ে লড়াই করতে হবে । নাহলে নিজের পথ নিজে বেছে নাও ।" শোনা যাচ্ছে, 15-20 জন সভাপতি আছেন এই তালিকায় । কিন্তু, কাদের ছাঁটাই করা হবে সেই লিস্ট এখনও তৈরি হয়নি ।

এদিকে, সদ্য মন্ত্রিত্ব পেয়েছেন সাধারণ সম্পাদিকা দেবশ্রী চৌধুরি । তাঁকে সংগঠনের পদে রাখা হবে না । BJP সূত্রে খবর, দেবশ্রীর জায়গায় দু'জনের নাম ভাবা হচ্ছে । দু'জনেই RSS ঘনিষ্ঠ । প্রথমেই নাম উঠে আসছে রন্তিদেব সেনগুপ্তর । তিনি হাওড়া লোকসভা কেন্দ্রের প্রার্থীও হয়েছিলেন । এছাড়া, কানাঘুঁষোয় তুষারকান্তি ঘোষের নামও শোনা যাচ্ছে । আবার, লকেট চট্টোপাধ্যায় সাংসদ হয়েছেন । তিনি মহিলা মোর্চার সভানেত্রীও । এবার তাঁকে সেই পদ থেকে সরানো হবে । এখন দেখার কার হাতে তুলে দেওয়া হয় মহিলা মোর্চার দায়িত্ব ।

4 তারিখের বৈঠক নিয়ে BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "সম্পূর্ণ রুটিন বৈঠক । তবে, সাংগঠনিকস্তরে কিছু রদবদল হবে । অমিত শাহ 180টি আসন বেঁধে দিয়েছেন । সেই টার্গেট পূরণ করাই আমাদের একমাত্র লক্ষ্য ।"

কলকাতা, 2 জুন : ছোটো ছোটো পায়ে এগোতে চাইছে রাজ্য BJP । লোকসভায় টার্গেট দেওয়া হয়েছিল 23 আসন । এসেছে 18 । খুশি স্বয়ং অমিত শাহও । এবার নয়া টার্গেট "মিশন 2021" । অমিত শাহ টার্গেট বেঁধে দিয়েছেন, 180 আসন । 294 আসন বিশিষ্ট বিধানসভায় লোকসভার ফলাফলের নিরিখে 129 আসনে (বিধানসভা ভিত্তিক) এগিয়ে BJP । অর্থাৎ, আরও 51 আসন আনতে হবে নিজেদের কব্জায় । 2 বছরের মধ্যে এত বড় লক্ষ্যমাত্রায় কি পৌঁছানো যাবে ?

পিছন ফিরে তাকাতে নারাজ রাজ্য BJP নেতৃত্ব । বিধানসভার কথা ভেবে সংগঠনে জোর দেওয়ার কাজ শুরু হচ্ছে শীঘ্রই । 4 জুন কলকাতার মাহেশ্বরী ভবনে BJP রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক । উপস্থিত থাকবেন, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, নির্বাচন কমিটির আহ্বায়ক মুকুল রায়, কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা ।

BJP সূত্রের খবর, এবার সংগঠনে বড়সড় রদবদল হতে পারে । নেতৃত্বের কাছে আগেই খবর এসেছিল, বেশ কয়েকটি সাংগঠনিক জেলার সভাপতি নির্বাচনে 'কাজ' করেননি । এবার তাঁদের সরানো হতে পারে । এক রাজ্য নেতা বলছেন, "গায়ে হাওয়া লাগিয়ে ঘুরলে বিদায় আসন্ন । ময়দান আঁকড়ে লড়াই করতে হবে । নাহলে নিজের পথ নিজে বেছে নাও ।" শোনা যাচ্ছে, 15-20 জন সভাপতি আছেন এই তালিকায় । কিন্তু, কাদের ছাঁটাই করা হবে সেই লিস্ট এখনও তৈরি হয়নি ।

এদিকে, সদ্য মন্ত্রিত্ব পেয়েছেন সাধারণ সম্পাদিকা দেবশ্রী চৌধুরি । তাঁকে সংগঠনের পদে রাখা হবে না । BJP সূত্রে খবর, দেবশ্রীর জায়গায় দু'জনের নাম ভাবা হচ্ছে । দু'জনেই RSS ঘনিষ্ঠ । প্রথমেই নাম উঠে আসছে রন্তিদেব সেনগুপ্তর । তিনি হাওড়া লোকসভা কেন্দ্রের প্রার্থীও হয়েছিলেন । এছাড়া, কানাঘুঁষোয় তুষারকান্তি ঘোষের নামও শোনা যাচ্ছে । আবার, লকেট চট্টোপাধ্যায় সাংসদ হয়েছেন । তিনি মহিলা মোর্চার সভানেত্রীও । এবার তাঁকে সেই পদ থেকে সরানো হবে । এখন দেখার কার হাতে তুলে দেওয়া হয় মহিলা মোর্চার দায়িত্ব ।

4 তারিখের বৈঠক নিয়ে BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "সম্পূর্ণ রুটিন বৈঠক । তবে, সাংগঠনিকস্তরে কিছু রদবদল হবে । অমিত শাহ 180টি আসন বেঁধে দিয়েছেন । সেই টার্গেট পূরণ করাই আমাদের একমাত্র লক্ষ্য ।"

Intro:01-06-2019



সুজয় ঘোষ, কলকাতা



কলকাতাঃ মিশন ২০২১ এর বিধানসভা নির্বাচণ, অমিত শাহের নির্দশে ৪ জুন মঙ্গলবার কলকাতার মহেশ্বরী ভবনে বঙ্গ বিজেপির রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠকে বিজেপির সাংগঠনিকস্থরে জেলা ও রাজ্য কমিটিস্থারে বড় ধরণের রদবদলের সম্ভবনা আছে বলে বিজেপি সূত্রে এই খবর জানা গিয়েছে।


লোকসভা ভোটে সক্রিয় ভাবে দলের কাজ না করার জন্য একাধিক জেলা সভাপতি কে বদল করা হতে পারে। সরানো হতে পারে একাধিক জেলাসভাপতি, জেলার পর্যবেক্ষক বিজেপির মহিলা মোর্চা ও যুব মোর্চার সভাপতি পদে নতুণ মুখ আসার সম্ভবনাও আছে। বৈঠকে বিজেপির ৩৮ টি সাংগঠনিক জেলাসভাপতি পদের মধ্যে ১০-১৫ টি জেলা সভাপতি পদে রদবদলের সম্ভবনা। এই বৈঠকে উপস্থিত থাকবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপির কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গী, বিজেপির নির্বাচণ কমিটির আহ্বায়ক মুকুল রায়, কেন্দ্রীয় সম্পাদক রাহুল দিনহা উপস্থিত থাকবে।


বিজেপি সূত্রে জানা গিয়েছে, বিজেপির সাধারণ সম্পাদক পদে RSS এর নেতা রন্তিদেব সেনগুপ্ত ও বিজেপি সম্পাদক তুষারকান্তি ঘোষ কে নতুন মুখ হিসাবে নিয়ে আসা হতে পারে।


মূলত, বিজেপির সাধারণ সম্পাদিকা দেবশ্রী চৌধুরী মন্ত্রী হওয়ায় তার পদ শূন্য হয়েছে। তাই তার জায়গায় নতুন পদে কাউকে আনা হতে পারে। তেমনই লকেট চট্টোপাধ্যায় সাংসদ হওয়ায় মহিলা মোর্চা সভানেত্রী পদেও নতুন মুখ কে আনা হতে পারে। ৪ জুন এই বৈঠকে ৩৮ টি সাংগঠনিক জেলা সভাপতি, সমস্ত মন্ডল সভাপতি কে তলব করা হয়েছে।১৮ জন সাংসদ কে এই বৈঠকে তলব করা হয়েছে।

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলে, " এটা সম্পূর্ন রুটিন বৈঠক। তবে সাংগঠনিক স্থরে বেশ কিছু পরিবর্তন হবে। অমিত শাহ রাজ্যের ২৯৪ টি আসনের মধ্যে ১৮০ টি আসন টার্গেট দিয়েছেন। তাই সেই টার্গেট পূরণ করতেই। আমরা আগে ভাগেই বৈঠকে নামলাম"Body:কপিConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.