কলকাতা, 12 জুলাই : মুকুল রায়কে (Mukul Roy) বিরোধী বিধায়ক হিসেবে দেখিয়ে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি (Public Accounts Committee) বা পিএসি-র চেয়ারম্যান করেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) ৷ তার প্রতিবাদে বিধানসভার (West Bengal Assembly) কোনও কমিটির চেয়ারম্যান পদ বিজেপি নেবে না বলে আগেই জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ এবার দলের সেই সিদ্ধান্ত মেনে বিধানসভার যে আটটি কমিটিতে বিজেপি বিধায়কদের চেয়ারম্যান করা হয়েছিল, সেই কমিটিগুলি থেকে পদত্যাগ করতে চলেছেন ওই আট বিজেপি বিধায়ক ৷ বঙ্গ-বিজেপির একটি সূত্র থেকে এমনই জানা গিয়েছে ৷
আরও পড়ুন : শুভেন্দুর দেহরক্ষীর মৃত্যু তদন্তে এবার সিআইডি
ওই সূত্রের দাবি, আগামিকাল মঙ্গলবার ওই আট বিধায়ক - কৃষ্ণ কল্যাণী, মনোজ টিগ্গা, নিখিলরঞ্জন দে, বিষ্ণুপ্রসাদ শর্মা, দীপক বর্মন, মিহির গোস্বামী, আনন্দময় বর্মন ও অশোক কীর্তনিয়া পদত্যাগ করতে চলেছেন সংশ্লিষ্ট কমিটিগুলির চেয়ারম্যানের পদ থেকে ৷ তাঁরা আগামিকাল অধ্যক্ষের কাছে জমা দেবেন । তবে তার আগে বিধানসভায় এরপর শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করবেন সংশ্লিষ্ট বিজেপি বিধায়করা । শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজ্যপাল জগদীপ ধনকরের (Jagdeep Dhankhar) সঙ্গে দেখা করে বিধানসভায় বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে বলে অভিযোগ জানাবে ।
প্রসঙ্গত, বিধানসভার স্ট্যান্ডিং কমিটি নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ও প্রধান বিরোধী দল বিজেপির মধ্যে টানাপোড়েন চলছিল । বিজেপির (BJP) দাবি ছিল, 15টি কমিটির চেয়ারম্যান পদ তাদের হাতে দেওয়া হোক । অন্যদিকে 10টির বেশি কমিটি ছাড়তে রাজি হয়নি সরকার পক্ষ । আর এই টানাপোড়েন চরমে ওঠে পিএসি-র (PAC) চেয়ারম্যান পদ নিয়ে ৷ যেখানে বিরোধী বিধায়ক হিসেবে দেখিয়ে মুকুল রায়কে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় ৷
আরও পড়ুন : আরও শক্তি বাড়াচ্ছে তৃণমূল, একুশের ভার্চুয়ালে মমতা-শিবিরে শত্রুঘ্ন ?
তার পরই বিজেপি সিদ্ধান্ত নেয় যে তাদেরকে দেওয়া কোনও কমিটির চেয়ারম্যান পদ তারা নেবে না ৷ তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে বিজেপি বিধায়করা বিধানসভার সব কমিটিতে থাকবেন ৷ সেখানে রাজ্যের মানুষের জন্য দাবি জানাবেন ৷