ETV Bharat / city

Suvendu on KMC Election 2021 Results : নির্বাচন কমিশনার বঙ্গবিভূষণ পাবেন, টুইটে কটাক্ষ শুভেন্দুর - BJP leader Suvendu Adhikari slams WB Election Commission

কলকাতা পৌরনিগমের ভোটে সন্ত্রাসের অভিযোগ তুলেছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ ফল প্রকাশের পরও সেই একই অভিযোগে সরব হলেন তিনি (Suvendu on KMC Election 2021 Results) ৷

bjp leader suvendu adhikari slams wb election commissioner on kmc election 2021 results
Suvendu on KMC Election 2021 Results : নির্বাচন কমিশনার বঙ্গবিভূষণ পাবেন, কটাক্ষ শুভেন্দুর
author img

By

Published : Dec 21, 2021, 5:24 PM IST

কলকাতা, 21 ডিসেম্বর : কলকাতা পৌরনিগমের নির্বাচনের ফলাফল নিয়ে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে তীব্র কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী (bjp leader suvendu adhikari slams wb election commissioner on kmc election 2021 results) ৷ মঙ্গলবার নির্বাচনের ফলাফল স্পষ্ট হওয়ার টুইট করেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ৷ সেখানেই তিনি সৌরভ দাসকে কটাক্ষ করেন ৷

প্রসঙ্গত, রবিবার কলকাতায় ছিল পৌরনিগমের ভোট (Kolkata Municipal Election 2021) ৷ সেই ভোট অবাধ ও শান্তিপূর্ণ হয়নি বলে অভিযোগ করে বিজেপি ৷ এই নিয়ে গেরুয়া শিবিরের প্রতিনিধিদল দেখা করে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গেও ৷ পরে শুভেন্দু অধিকারী-সহ বিজেপির একাধিক নেতা নির্বাচন কমিশনের দফতরে গিয়ে ধরনাও দেন ৷

মঙ্গলবার ভোটের ফল প্রকাশিত হওয়ার পর ফের নির্বাচন কমিশন ও কমিশনার সৌরভ দাসের বিরুদ্ধে তোপ দেগেছেন শুভেন্দু ৷ কটাক্ষ করে লিখেছেন, ভিভিপ্যাট ছাড়া ইভিএম, সংযোগ ছাড়াই সিসিটিভি এবং ভয়ের বাতাবরণে ভোট করার মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছেন নির্বাচন কমিশনার সৌরভ দাস ৷

bjp leader suvendu adhikari slams wb election commissioner on kmc election 2021 results
পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর টুইট

এখানে উল্লেখ করা প্রয়োজন, কলকাতা পৌরনিগমের ভোটের প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অবাধ ও শান্তিপূর্ণ ভোট করার বার্তা দিয়েছিলেন দলের কর্মীদের ৷ সঙ্গে বলেছিলেন, তৃণমূল জিতবে ৷ আর বিরোধীরা অজুহাত হিসেবে সন্ত্রাসের অভিযোগ তুলবে ৷

আরও পড়ুন : Mamata on KMC Election 2021 Results: বিজেপি ভোকাট্টা, সিপিএম নো পাত্তা, কংগ্রেস স্যান্ডউইচ ! কলকাতা জয়ের পর কটাক্ষ মমতার

এই নিয়ে এদিনের টুইটে কটাক্ষ করেছেন নন্দীগ্রামের বিধায়ক ৷ তাঁর মতে, সৌরভ দাস অভিষেকের পূর্বাভাসকে সত্যি প্রমাণ করেছেন ৷ তবে অভিষেকের নাম লেখেননি শুভেন্দু ৷ ‘ব়্যায়াল নেফিউ’ বলে উল্লেখ করেছেন ৷ একই সঙ্গে তাঁর দাবি, সৌরভ দাস বঙ্গবিভূষণ পাবেন ৷

কলকাতা, 21 ডিসেম্বর : কলকাতা পৌরনিগমের নির্বাচনের ফলাফল নিয়ে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে তীব্র কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী (bjp leader suvendu adhikari slams wb election commissioner on kmc election 2021 results) ৷ মঙ্গলবার নির্বাচনের ফলাফল স্পষ্ট হওয়ার টুইট করেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ৷ সেখানেই তিনি সৌরভ দাসকে কটাক্ষ করেন ৷

প্রসঙ্গত, রবিবার কলকাতায় ছিল পৌরনিগমের ভোট (Kolkata Municipal Election 2021) ৷ সেই ভোট অবাধ ও শান্তিপূর্ণ হয়নি বলে অভিযোগ করে বিজেপি ৷ এই নিয়ে গেরুয়া শিবিরের প্রতিনিধিদল দেখা করে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গেও ৷ পরে শুভেন্দু অধিকারী-সহ বিজেপির একাধিক নেতা নির্বাচন কমিশনের দফতরে গিয়ে ধরনাও দেন ৷

মঙ্গলবার ভোটের ফল প্রকাশিত হওয়ার পর ফের নির্বাচন কমিশন ও কমিশনার সৌরভ দাসের বিরুদ্ধে তোপ দেগেছেন শুভেন্দু ৷ কটাক্ষ করে লিখেছেন, ভিভিপ্যাট ছাড়া ইভিএম, সংযোগ ছাড়াই সিসিটিভি এবং ভয়ের বাতাবরণে ভোট করার মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছেন নির্বাচন কমিশনার সৌরভ দাস ৷

bjp leader suvendu adhikari slams wb election commissioner on kmc election 2021 results
পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর টুইট

এখানে উল্লেখ করা প্রয়োজন, কলকাতা পৌরনিগমের ভোটের প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অবাধ ও শান্তিপূর্ণ ভোট করার বার্তা দিয়েছিলেন দলের কর্মীদের ৷ সঙ্গে বলেছিলেন, তৃণমূল জিতবে ৷ আর বিরোধীরা অজুহাত হিসেবে সন্ত্রাসের অভিযোগ তুলবে ৷

আরও পড়ুন : Mamata on KMC Election 2021 Results: বিজেপি ভোকাট্টা, সিপিএম নো পাত্তা, কংগ্রেস স্যান্ডউইচ ! কলকাতা জয়ের পর কটাক্ষ মমতার

এই নিয়ে এদিনের টুইটে কটাক্ষ করেছেন নন্দীগ্রামের বিধায়ক ৷ তাঁর মতে, সৌরভ দাস অভিষেকের পূর্বাভাসকে সত্যি প্রমাণ করেছেন ৷ তবে অভিষেকের নাম লেখেননি শুভেন্দু ৷ ‘ব়্যায়াল নেফিউ’ বলে উল্লেখ করেছেন ৷ একই সঙ্গে তাঁর দাবি, সৌরভ দাস বঙ্গবিভূষণ পাবেন ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.