ETV Bharat / city

BJP সন্ত্রাসবাদী দল, ওদের দেখে আতঙ্কিত মানুষ : ফিরহাদ

author img

By

Published : Jun 8, 2019, 6:44 PM IST

Updated : Jun 8, 2019, 8:13 PM IST

গঙ্গারামপুরে BJP-পুলিশের খণ্ডযুদ্ধ প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, "গুজরাতের একটা মডেল ওরা এখানে আনার চেষ্টা করছে । প্রচুর জায়গায় ধর্মীয় মেরুকরণ করে অশান্তির চেষ্টা করছে। এটা যখন প্রশাসন বাধা দেওয়ার চেষ্টা করছে তাদের ওপর আক্রমণ হচ্ছে । আসলে এরা সন্ত্রাসবাদী দল । এই সন্ত্রাসবাদী দল যারা, তারা আইন-শৃঙ্খলা, প্রশাসন কিছু মানে না ।"

ফিরহাদ হাকিম

কলকাতা, 8 জুন : একাধিক জায়গায় ধর্মীয় মেরুকরণ করে অশান্তির চেষ্টা করছে । সেটা যখন প্রশাসন বাধা দেওয়ার চেষ্টা করছে, তখনই তাদের ওপর আক্রমণ হচ্ছে । আসলে এরা সন্ত্রাসবাদী দল । গঙ্গারামপুরে BJP-পুলিশ খণ্ডযুদ্ধ প্রসঙ্গে এই মন্তব্য করলেন ফিরহাদ হাকিম ।

আজ পৌরনিগমের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কলকাতার মেয়র বলেন, "গুজরাতের একটা মডেল ওরা এখানে আনার চেষ্টা করছে । একাধিক জায়গায় ধর্মীয় মেরুকরণ করে অশান্তির চেষ্টা করছে । প্রশাসন বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের ওপর আক্রমণ হচ্ছে । আসলে এরা সন্ত্রাসবাদী দল । এই সন্ত্রাসবাদী দল আইন-শৃঙ্খলা, প্রশাসন কিছু মানে না । এখন BJP-র ইচ্ছে, যে কোনও প্রকারে হোক ক্ষমতায় আসতে হবে ।" BJP-র বিজয় মিছিলকে বাধা দেওয়ার কারণে আজ গঙ্গারামপুরে পুলিশের সঙ্গে BJP কর্মী-সমর্থকদের সংঘর্ষের জেরে উত্তেজনা ছড়ায় । এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম আরও বলেন, "BJP-র বিরুদ্ধে আমরা লড়াই করতে জানি । বাঙালি হিসেবে আমরা লড়াই করব ।"

শুনুন ফিরহাদের বক্তব্য

পাশাপাশি BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেও কটাক্ষ করেন তৃণমূল নেতা । তিনি বলেন," উনি অশান্তির জন্যই ঘুরে বেড়াচ্ছেন । নিজেরাই অশান্তি করছেন । নিজেরাই বলছেন আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে । নিজেরাই বলবেন 356 আনতে হবে । আর ভাবছে কেন্দ্রীয় সরকার হাতে আছে যা বলব, তাই হবে । কিন্তু বাংলার মানুষ এই অত্যাচার মেনে নেবে না । একটা পরিস্থিতিতে হয়তো এদের ভোট দিয়েছে । এখন দেখে আতঙ্কিত হচ্ছে মানুষ ।"

এই সংক্রান্ত আরও খবর : গঙ্গারামপুরে BJP-র মিছিল আটকানোয় ধুন্ধুমার, গুলি চালানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

কলকাতা, 8 জুন : একাধিক জায়গায় ধর্মীয় মেরুকরণ করে অশান্তির চেষ্টা করছে । সেটা যখন প্রশাসন বাধা দেওয়ার চেষ্টা করছে, তখনই তাদের ওপর আক্রমণ হচ্ছে । আসলে এরা সন্ত্রাসবাদী দল । গঙ্গারামপুরে BJP-পুলিশ খণ্ডযুদ্ধ প্রসঙ্গে এই মন্তব্য করলেন ফিরহাদ হাকিম ।

আজ পৌরনিগমের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কলকাতার মেয়র বলেন, "গুজরাতের একটা মডেল ওরা এখানে আনার চেষ্টা করছে । একাধিক জায়গায় ধর্মীয় মেরুকরণ করে অশান্তির চেষ্টা করছে । প্রশাসন বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের ওপর আক্রমণ হচ্ছে । আসলে এরা সন্ত্রাসবাদী দল । এই সন্ত্রাসবাদী দল আইন-শৃঙ্খলা, প্রশাসন কিছু মানে না । এখন BJP-র ইচ্ছে, যে কোনও প্রকারে হোক ক্ষমতায় আসতে হবে ।" BJP-র বিজয় মিছিলকে বাধা দেওয়ার কারণে আজ গঙ্গারামপুরে পুলিশের সঙ্গে BJP কর্মী-সমর্থকদের সংঘর্ষের জেরে উত্তেজনা ছড়ায় । এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম আরও বলেন, "BJP-র বিরুদ্ধে আমরা লড়াই করতে জানি । বাঙালি হিসেবে আমরা লড়াই করব ।"

শুনুন ফিরহাদের বক্তব্য

পাশাপাশি BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেও কটাক্ষ করেন তৃণমূল নেতা । তিনি বলেন," উনি অশান্তির জন্যই ঘুরে বেড়াচ্ছেন । নিজেরাই অশান্তি করছেন । নিজেরাই বলছেন আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে । নিজেরাই বলবেন 356 আনতে হবে । আর ভাবছে কেন্দ্রীয় সরকার হাতে আছে যা বলব, তাই হবে । কিন্তু বাংলার মানুষ এই অত্যাচার মেনে নেবে না । একটা পরিস্থিতিতে হয়তো এদের ভোট দিয়েছে । এখন দেখে আতঙ্কিত হচ্ছে মানুষ ।"

এই সংক্রান্ত আরও খবর : গঙ্গারামপুরে BJP-র মিছিল আটকানোয় ধুন্ধুমার, গুলি চালানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

Intro:গঙ্গারাম পুর নিয়ে ফিরহাদ হাকিমের বাইটBody:গঙ্গারাম পুর নিয়ে ফিরহাদ হাকিমের বাইটConclusion:null
Last Updated : Jun 8, 2019, 8:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.