ETV Bharat / city

নীরবে ধর্নায় বসে কি বঙ্গ-ভোটে মাস্টার স্ট্রোক দিলেন মমতা ? - Dharna of Mamata

সোমবার রাত 8টা থেকে মঙ্গলবার রাত 8টা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন ৷ এর প্রতিবাদে নীরবে ধর্নায় বসলেন তৃণমূল নেত্রী ৷ এটা কি বঙ্গ-ভোটে তাঁর জন্য লাভদায়ক হবে ?

নীরবে ধরনায় বসে কি বঙ্গ-ভোটে মাস্টারস্ট্রোক দিলেন মমতা ?
নীরবে ধরনায় বসে কি বঙ্গ-ভোটে মাস্টারস্ট্রোক দিলেন মমতা ?
author img

By

Published : Apr 13, 2021, 10:57 PM IST

Updated : Apr 14, 2021, 9:10 AM IST

কলকাতা, 13 এপ্রিল : 24 ঘণ্টা ৷ সাধারণ ভাবে দেখলে একটা দিনের হিসেব ৷ কিন্তু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই 24 ঘণ্টা-র তাৎপর্য একেবারে আলাদা ৷ কারণ, এই সময়টাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন ৷

সোমবার রাত 8টায় যা শুরু হয়েছিল, আর শেষ হয় আজ রাত 8 টায় ৷ যা নিয়ে গতকাল সন্ধ্যা থেকেই চলছে রাজনৈতিক তরজা ৷ যেখানে কমিশনের নির্দেশ মেনে একেবারে চুপ রইলেন তৃণমূল নেত্রী ৷

কমিশনের নির্দেশ জারি হওয়ার সঙ্গে সঙ্গেই অবশ্য মমতা জানিয়েছিলেন যে তিনি এই সিদ্ধান্তের প্রতিবাদ করবেন ৷ প্রতিবাদে ধর্না দেবেন ৷ মঙ্গলবার বেলা থেকে কয়েক ঘণ্টা কলকাতায় গান্ধি মূর্তির পাদদেশে তাঁকে ধর্নাও দিতে দেখা গেল ৷ যার ফলে একটি শব্দ খরচ না করেও মমতা থেকে গেলেন প্রচারের আলোয় ৷

প্রসঙ্গত, নিজের রাজনৈতিক ক্যারিয়ারে বহুবার ধর্নাকে হাতিয়ার হিসেবে বেছে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সিঙ্গুরে জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনের সময় দু’বার ধর্নায় বসেছেন তিনি ৷ একবার সিঙ্গুরে ৷ আরেকবার কলকাতায় ৷ সেটা আবার অনশন আন্দোলন ছিল ৷ এমনকি, সিএএ-র বিরুদ্ধে ধর্না দিয়েছে তৃণমূল ৷ রাজীব কুমারকে সিবিআই হেনস্থা করছে এই অভিযোগ তুলেও ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

বেশির ভাগ ক্ষেত্রেই এই ধর্নায় হাতিয়ার মমতা বন্দ্যোপাধ্য়ায়ের রাজনৈতিক মাইলেজ অনেকটাই বাড়িয়ে দিয়েছে ৷ স্বাভাবিক ভাবেই তাই প্রশ্ন উঠছে, এবারও কি এই ধর্না মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটের লড়াই জিততে সাহায্য করবে ?

এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে একেবারে ভিন্নমত পোষণ করলেন দু’জন রাজনৈতিক বিশ্লেষক শুভাশিস মৈত্র ও অমল মুখোপাধ্যায় ৷ শুভাশিস মৈত্র বলছেন, ‘‘নির্বাচন কমিশনের বিরুদ্ধে ইতিবাচকভাবে যতটা প্রতিবাদ করা সম্ভব ছিল তাই করলেন মমতা ।’’ তিনি মনে করিয়ে দিয়েছেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধানসভায় ভাঙচুরের অভিযোগ ছিল । যার জন্য এখনও তাঁকে সমালোচনা শুনতে হয় । তবে যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব কাছ থেকে চেনেন, তাঁরা জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অধিকাংশ আন্দোলনই গান্ধিবাদী পথে ।’’

তবে এদিনের আন্দোলন নিয়ে বলতে গিয়ে তিনি বলেছেন, ‘‘নির্বাচন কমিশনের সাম্প্রতিক কাজকর্ম প্রশ্নের ঊর্ধ্বে নয় । প্রাক্তন নির্বাচন কমিশনার স্বয়ং বর্তমান কমিশনের কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন । সে দিক থেকে দেখলে কর্মসূচির মাধ্যমে তিনি রাজ্যের সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন ।’’

আরও পড়ুন : কী আঁকলেন মমতা ?

উল্টো দিকে প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অমল মুখোপাধ্যায় মনে করছেন, ‘‘মুখ্যমন্ত্রীর আজকের ধর্না এক ধরনের নাটক । আসলে তিনি বুঝতে পেরে গিয়েছেন, 2016 সালের মতো এবারের নির্বাচন তাঁর কাছে সহজ নয় ৷ আর তাই ধর্নার মতো কর্মসূচি তাঁকে করতে হচ্ছে ।’’

কলকাতা, 13 এপ্রিল : 24 ঘণ্টা ৷ সাধারণ ভাবে দেখলে একটা দিনের হিসেব ৷ কিন্তু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই 24 ঘণ্টা-র তাৎপর্য একেবারে আলাদা ৷ কারণ, এই সময়টাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন ৷

সোমবার রাত 8টায় যা শুরু হয়েছিল, আর শেষ হয় আজ রাত 8 টায় ৷ যা নিয়ে গতকাল সন্ধ্যা থেকেই চলছে রাজনৈতিক তরজা ৷ যেখানে কমিশনের নির্দেশ মেনে একেবারে চুপ রইলেন তৃণমূল নেত্রী ৷

কমিশনের নির্দেশ জারি হওয়ার সঙ্গে সঙ্গেই অবশ্য মমতা জানিয়েছিলেন যে তিনি এই সিদ্ধান্তের প্রতিবাদ করবেন ৷ প্রতিবাদে ধর্না দেবেন ৷ মঙ্গলবার বেলা থেকে কয়েক ঘণ্টা কলকাতায় গান্ধি মূর্তির পাদদেশে তাঁকে ধর্নাও দিতে দেখা গেল ৷ যার ফলে একটি শব্দ খরচ না করেও মমতা থেকে গেলেন প্রচারের আলোয় ৷

প্রসঙ্গত, নিজের রাজনৈতিক ক্যারিয়ারে বহুবার ধর্নাকে হাতিয়ার হিসেবে বেছে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সিঙ্গুরে জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনের সময় দু’বার ধর্নায় বসেছেন তিনি ৷ একবার সিঙ্গুরে ৷ আরেকবার কলকাতায় ৷ সেটা আবার অনশন আন্দোলন ছিল ৷ এমনকি, সিএএ-র বিরুদ্ধে ধর্না দিয়েছে তৃণমূল ৷ রাজীব কুমারকে সিবিআই হেনস্থা করছে এই অভিযোগ তুলেও ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

বেশির ভাগ ক্ষেত্রেই এই ধর্নায় হাতিয়ার মমতা বন্দ্যোপাধ্য়ায়ের রাজনৈতিক মাইলেজ অনেকটাই বাড়িয়ে দিয়েছে ৷ স্বাভাবিক ভাবেই তাই প্রশ্ন উঠছে, এবারও কি এই ধর্না মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটের লড়াই জিততে সাহায্য করবে ?

এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে একেবারে ভিন্নমত পোষণ করলেন দু’জন রাজনৈতিক বিশ্লেষক শুভাশিস মৈত্র ও অমল মুখোপাধ্যায় ৷ শুভাশিস মৈত্র বলছেন, ‘‘নির্বাচন কমিশনের বিরুদ্ধে ইতিবাচকভাবে যতটা প্রতিবাদ করা সম্ভব ছিল তাই করলেন মমতা ।’’ তিনি মনে করিয়ে দিয়েছেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধানসভায় ভাঙচুরের অভিযোগ ছিল । যার জন্য এখনও তাঁকে সমালোচনা শুনতে হয় । তবে যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব কাছ থেকে চেনেন, তাঁরা জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অধিকাংশ আন্দোলনই গান্ধিবাদী পথে ।’’

তবে এদিনের আন্দোলন নিয়ে বলতে গিয়ে তিনি বলেছেন, ‘‘নির্বাচন কমিশনের সাম্প্রতিক কাজকর্ম প্রশ্নের ঊর্ধ্বে নয় । প্রাক্তন নির্বাচন কমিশনার স্বয়ং বর্তমান কমিশনের কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন । সে দিক থেকে দেখলে কর্মসূচির মাধ্যমে তিনি রাজ্যের সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন ।’’

আরও পড়ুন : কী আঁকলেন মমতা ?

উল্টো দিকে প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অমল মুখোপাধ্যায় মনে করছেন, ‘‘মুখ্যমন্ত্রীর আজকের ধর্না এক ধরনের নাটক । আসলে তিনি বুঝতে পেরে গিয়েছেন, 2016 সালের মতো এবারের নির্বাচন তাঁর কাছে সহজ নয় ৷ আর তাই ধর্নার মতো কর্মসূচি তাঁকে করতে হচ্ছে ।’’

Last Updated : Apr 14, 2021, 9:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.