ETV Bharat / city

Mamata Attacks Modi Govt : রাজ্যের প্রাপ্য বকেয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী - West Bengal Budget 2022 23

শুক্রবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ হল 2022-23 আর্থিক বছরের বাজেট (West Bengal Budget 2022-23) ৷ তার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন (Bengal CM Mamata Banerjee Attacks Modi Government) ৷ তিনি রাজ্যের প্রাপ্য বকেয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন ৷

bengal-cm-mamata-banerjee-attacks-modi-government
Mamata Attacks Modi Govt : রাজ্যের প্রাপ্য বকেয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী
author img

By

Published : Mar 11, 2022, 7:56 PM IST

কলকাতা, 11 মার্চ : বাজেট (West Bengal Budget 2022-23) পেশের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হলেন (Bengal CM Mamata Banerjee Attacks Modi Government) । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন অভিযোগ করেছেন, কেন্দ্রীয় সরকার রাজ্যের প্রাপ্য 90 হাজার কোটি টাকা রাজ্যকে দিচ্ছে না । এর ফলে ব্যাহত হচ্ছে রাজ্যের উন্নয়ন । মুখ্যমন্ত্রীর অভিযোগ, ঘূর্ণিঝড় বুলবুলের 6 হাজার 334 কোটি টাকা, আমফানের 32 হাজার 310 কোটি টাকা এবং ইয়াসের জন্য 4 হাজার 222 কোটি টাকা কেন্দ্রের কাছে বকেয়া পড়ে রয়েছে ৷

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্রও । মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই কেন্দ্রের বিরুদ্ধে একগুচ্ছ আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে তিনি বলেন, ‘‘2020-21 আর্থিক বছরে বাজেটে উল্লেখিত 14 হাজার 225 কোটি টাকা কেটে দেওয়া হয়েছে । রাজ্যের বৈধ প্রাপ্য টাকার মধ্যে এখনও পর্যন্ত 5 হাজার 994 কোটি টাকা দেওয়া হয়নি । অর্থাত্‍, প্রায় 6 হাজার কোটি টাকা জিএসটি বাবদ বকেয়া রয়েছে কেন্দ্রের কাছে । তার উপর রাজ্যের উপর ধার চাপিয়ে দিয়েছে 6 হাজার 425 কোটি টাকা ।’’

তাঁর অভিযোগ, করোনার পর তিন বছর চলে গিয়েছে । মুখ্যমন্ত্রী নিজে গিয়ে দেখা করে বিষয়টি উত্থাপন করেছেন । অনুরোধ করেছিলেন, ক্ষতিপূরণ তিন থেকে পাঁচ বছর বাড়িয়ে দেওয়ার জন্য । এখন জিএসটির টাকা নেই । জুন মাসে ক্ষতিপূরণের মেয়াদ শেষ হয়ে যাবে, তারপর আর পাওয়া যাবে না ।

তাঁর বক্তব্য, ‘‘শুধু আমাদের রাজ্যেরই নয়, সব রাজ্যের ক্ষেত্রেই একই অবস্থা । এ এক যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো বিরোধী চিন্তাভাবনা । বারবার যুক্তি দিয়ে চিঠি লেখা হচ্ছে । মুখ্যমন্ত্রী চিঠি লিখেছেন, আমি চিঠি লিখেছি ৷ কিন্তু কোনও জবাব পাওয়া যাচ্ছে না ।’’

অমিত মিত্রের কথায়, গোটা ভারতের কথা যদি ধরা যায়, তাহলে ফেব্রুয়ারি মাসে সাড়ে তিন কোটি বেকারত্ব রয়েছে । মুদ্রাস্ফীতির হার 6.01 শতাংশ । 6 শতাংশ পার করলেই তা রেড লাইন । কনজিউমার প্রাইস ইনডেক্স 6 শতাংশ পার করে গিয়েছে । হোলসেল প্রাইস ইনডেক্স 12.96 শতাংশ । মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের জন্য সাধারণ মানুষের উপর চাপ বাড়ছে । আমজনতাকে পরিষেবা দিতে সম্পূর্ণ ব্যর্থ কেন্দ্রীয় সরকার । সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার একের পর এক প্রকল্প চালু করছে সামাজিক সুরক্ষা নিশ্চিত করার জন্য ।

এদিন রাজ্যের সামাজিক প্রকল্পগুলি কথা বলতে গিয়ে বিজেপিকে একহাত নেন মমতা । তিনি বলেন, ‘‘জন্ম থেকে মৃত্যু, রাজ্য সরকারের প্রতি ক্ষেত্রেই সামাজিক প্রকল্প রয়েছে । করোনা পরিস্থিতিতে আমরা কোনও সামাজিক প্রকল্প বন্ধ করিনি । বরং নতুন করে অর্থ বরাদ্দ করেছি । একমাত্র পশ্চিমবঙ্গ সরকার তাদের কর্মচারীদের পেনশন দেয় । অন্য কোনও রাজ্য সরকার পেনশন দেয় না ।’’

আরও পড়ুন : WB Budget 22-23 : ঋণ, আবগারি শুল্ক এবং কেন্দ্রীয় অনুদানের নির্ভরতা কাটানোর দিশা নেই বাজেটে

কলকাতা, 11 মার্চ : বাজেট (West Bengal Budget 2022-23) পেশের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হলেন (Bengal CM Mamata Banerjee Attacks Modi Government) । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন অভিযোগ করেছেন, কেন্দ্রীয় সরকার রাজ্যের প্রাপ্য 90 হাজার কোটি টাকা রাজ্যকে দিচ্ছে না । এর ফলে ব্যাহত হচ্ছে রাজ্যের উন্নয়ন । মুখ্যমন্ত্রীর অভিযোগ, ঘূর্ণিঝড় বুলবুলের 6 হাজার 334 কোটি টাকা, আমফানের 32 হাজার 310 কোটি টাকা এবং ইয়াসের জন্য 4 হাজার 222 কোটি টাকা কেন্দ্রের কাছে বকেয়া পড়ে রয়েছে ৷

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্রও । মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই কেন্দ্রের বিরুদ্ধে একগুচ্ছ আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে তিনি বলেন, ‘‘2020-21 আর্থিক বছরে বাজেটে উল্লেখিত 14 হাজার 225 কোটি টাকা কেটে দেওয়া হয়েছে । রাজ্যের বৈধ প্রাপ্য টাকার মধ্যে এখনও পর্যন্ত 5 হাজার 994 কোটি টাকা দেওয়া হয়নি । অর্থাত্‍, প্রায় 6 হাজার কোটি টাকা জিএসটি বাবদ বকেয়া রয়েছে কেন্দ্রের কাছে । তার উপর রাজ্যের উপর ধার চাপিয়ে দিয়েছে 6 হাজার 425 কোটি টাকা ।’’

তাঁর অভিযোগ, করোনার পর তিন বছর চলে গিয়েছে । মুখ্যমন্ত্রী নিজে গিয়ে দেখা করে বিষয়টি উত্থাপন করেছেন । অনুরোধ করেছিলেন, ক্ষতিপূরণ তিন থেকে পাঁচ বছর বাড়িয়ে দেওয়ার জন্য । এখন জিএসটির টাকা নেই । জুন মাসে ক্ষতিপূরণের মেয়াদ শেষ হয়ে যাবে, তারপর আর পাওয়া যাবে না ।

তাঁর বক্তব্য, ‘‘শুধু আমাদের রাজ্যেরই নয়, সব রাজ্যের ক্ষেত্রেই একই অবস্থা । এ এক যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো বিরোধী চিন্তাভাবনা । বারবার যুক্তি দিয়ে চিঠি লেখা হচ্ছে । মুখ্যমন্ত্রী চিঠি লিখেছেন, আমি চিঠি লিখেছি ৷ কিন্তু কোনও জবাব পাওয়া যাচ্ছে না ।’’

অমিত মিত্রের কথায়, গোটা ভারতের কথা যদি ধরা যায়, তাহলে ফেব্রুয়ারি মাসে সাড়ে তিন কোটি বেকারত্ব রয়েছে । মুদ্রাস্ফীতির হার 6.01 শতাংশ । 6 শতাংশ পার করলেই তা রেড লাইন । কনজিউমার প্রাইস ইনডেক্স 6 শতাংশ পার করে গিয়েছে । হোলসেল প্রাইস ইনডেক্স 12.96 শতাংশ । মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের জন্য সাধারণ মানুষের উপর চাপ বাড়ছে । আমজনতাকে পরিষেবা দিতে সম্পূর্ণ ব্যর্থ কেন্দ্রীয় সরকার । সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার একের পর এক প্রকল্প চালু করছে সামাজিক সুরক্ষা নিশ্চিত করার জন্য ।

এদিন রাজ্যের সামাজিক প্রকল্পগুলি কথা বলতে গিয়ে বিজেপিকে একহাত নেন মমতা । তিনি বলেন, ‘‘জন্ম থেকে মৃত্যু, রাজ্য সরকারের প্রতি ক্ষেত্রেই সামাজিক প্রকল্প রয়েছে । করোনা পরিস্থিতিতে আমরা কোনও সামাজিক প্রকল্প বন্ধ করিনি । বরং নতুন করে অর্থ বরাদ্দ করেছি । একমাত্র পশ্চিমবঙ্গ সরকার তাদের কর্মচারীদের পেনশন দেয় । অন্য কোনও রাজ্য সরকার পেনশন দেয় না ।’’

আরও পড়ুন : WB Budget 22-23 : ঋণ, আবগারি শুল্ক এবং কেন্দ্রীয় অনুদানের নির্ভরতা কাটানোর দিশা নেই বাজেটে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.