ETV Bharat / city

Bengal BJP on Budget 2022 : বর্তমান প্রজন্মের ভবিষ্যতের বাজেট, মন্তব্য শমীকের - Bengal BJP on Budget 2022

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন মঙ্গলবার সংসদে বাজেট পেশ করেন (FM Nirmala Sitharaman tabled Budget 2022) ৷ প্রত্যাশিতভাবেই এই বাজেটের প্রশংসা করল বঙ্গ বিজেপি (Bengal BJP Praises Union Budget 2022) ৷ পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানেরও সমালোচনা করা হয়েছে ৷

bengal-bjp-praises-union-budget-2022
Bengal BJP on Budget 2022 : বর্তমান প্রজন্মের জন্য ভবিষ্যতের বাজেট, মন্তব্য শমীকের
author img

By

Published : Feb 1, 2022, 9:41 PM IST

কলকাতা, 1 ফেব্রুয়ারি : প্রত্যাশিতভাবেই কেন্দ্রের মোদি সরকারের বাজেটের প্রশংসা করল বঙ্গ বিজেপি (Bengal BJP Praises Union Budget 2022) ৷ মঙ্গলবার দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য জানালেন, এটা আসলে বর্তমান প্রজন্মের ভবিষ্যৎ বাজেট । একই সঙ্গে তিনি জানিয়েছেন, এই বাজেটে খেলা, উৎসব নেই বলেই মমতা বন্দ্যোপাধ্যায় এর সমালোচনা করছেন (BJP Criticises Mamata Banerjee) ৷

শমীক ভট্টাচার্যের বক্তব্য, সম্পূর্ণ বিপরীত অর্থনৈতিক পরিস্থিতিতে, করোনা পরিস্থিতিতে বিপুল ব্যায় হচ্ছে ৷ সেই সময়ে এই বাজেটে কোনও রাজনৈতিক কৌশল নেই । ছোট শিল্পপতিদের বাঁচানোর উদ্যোগ নেওয়া হয়েছে এই বাজেটে ৷ প্রান্তিক মানুষের কথা ভাবা হয়েছে ৷

পাশাপাশি তিনি প্রতিক্রিয়া দিয়েছেন তাঁদের সম্পর্কেও, যাঁরা এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বাজেটের (FM Nirmala Sitharaman tabled Budget 2022) সমালোচনা করেছেন ৷ তাঁর বক্তব্য, গত 10 বছরে রাজ্যকে ঋণের বোঝা চাপিয়েছেন যিনি, তিনি বাজেটের সমলোচনা করছেন ৷ একই সঙ্গে তিনি পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে বেকারত্ব বৃদ্ধি, শিল্পহীনতার অভিযোগ তুলেছেন ৷ রাজ্য সরকারকে দিশাহীন বলে অভিযোগ করেছেন ৷ তাঁর দাবি, কেন্দ্রের সঙ্গে সমন্বয় রেখে চললে এই বাজেটের সুফলও পশ্চিমবঙ্গও পাবে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন কেন্দ্রীয় বাজেটের সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Criticises Union Budget 2022) ৷ তিনি এই বাজেটকে পেগাসাস স্পিন বলেছেন ৷ এই নিয়ে শমীক ভট্টাচার্যের বক্তব্য, তৃণমূল যে পথে চলে তার সঙ্গে এই বাজেট আলাদা । এতে খেলা নেই, উৎসব নেই । আসলে শাক দিয়ে মাছ ঢাকা হচ্ছে ।

আর বাজেটে সমালোচনা করা নিয়ে অমিত মিত্রকে কটাক্ষ করে বিজেপির এই মুখপাত্র প্রশ্ন তোলেন, ‘‘উনি বলুন কেন এত ঋণের বোঝা, কেন শিক্ষাক্ষেত্রে পদ খালি ? কেন আদালতকে পুলিশ নিয়োগের নির্দেশ দিতে হয়েছে ?’’ এমনকী, রাজ্যের বেহাল অর্থনীতির জন্য অমিত মিত্র দায়ী বলে তিনি অভিযোগ করেছেন ৷ একই সঙ্গে জানিয়েছেন, যদি সত্যিই কোনও ক্ষেত্রে পশ্চিমবঙ্গ বঞ্চিত হয়, তাহলে বঙ্গ-বিজেপি রাজ্য সরকারকে সহযোগিতা করবে৷ কেন্দ্রের কাছে দরবার করবে ৷

আরও পড়ুন : Mamata On Union Budget 2022 : ‘পেগাসাস স্পিন বাজেট’, কটাক্ষ মমতার

কলকাতা, 1 ফেব্রুয়ারি : প্রত্যাশিতভাবেই কেন্দ্রের মোদি সরকারের বাজেটের প্রশংসা করল বঙ্গ বিজেপি (Bengal BJP Praises Union Budget 2022) ৷ মঙ্গলবার দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য জানালেন, এটা আসলে বর্তমান প্রজন্মের ভবিষ্যৎ বাজেট । একই সঙ্গে তিনি জানিয়েছেন, এই বাজেটে খেলা, উৎসব নেই বলেই মমতা বন্দ্যোপাধ্যায় এর সমালোচনা করছেন (BJP Criticises Mamata Banerjee) ৷

শমীক ভট্টাচার্যের বক্তব্য, সম্পূর্ণ বিপরীত অর্থনৈতিক পরিস্থিতিতে, করোনা পরিস্থিতিতে বিপুল ব্যায় হচ্ছে ৷ সেই সময়ে এই বাজেটে কোনও রাজনৈতিক কৌশল নেই । ছোট শিল্পপতিদের বাঁচানোর উদ্যোগ নেওয়া হয়েছে এই বাজেটে ৷ প্রান্তিক মানুষের কথা ভাবা হয়েছে ৷

পাশাপাশি তিনি প্রতিক্রিয়া দিয়েছেন তাঁদের সম্পর্কেও, যাঁরা এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বাজেটের (FM Nirmala Sitharaman tabled Budget 2022) সমালোচনা করেছেন ৷ তাঁর বক্তব্য, গত 10 বছরে রাজ্যকে ঋণের বোঝা চাপিয়েছেন যিনি, তিনি বাজেটের সমলোচনা করছেন ৷ একই সঙ্গে তিনি পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে বেকারত্ব বৃদ্ধি, শিল্পহীনতার অভিযোগ তুলেছেন ৷ রাজ্য সরকারকে দিশাহীন বলে অভিযোগ করেছেন ৷ তাঁর দাবি, কেন্দ্রের সঙ্গে সমন্বয় রেখে চললে এই বাজেটের সুফলও পশ্চিমবঙ্গও পাবে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন কেন্দ্রীয় বাজেটের সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Criticises Union Budget 2022) ৷ তিনি এই বাজেটকে পেগাসাস স্পিন বলেছেন ৷ এই নিয়ে শমীক ভট্টাচার্যের বক্তব্য, তৃণমূল যে পথে চলে তার সঙ্গে এই বাজেট আলাদা । এতে খেলা নেই, উৎসব নেই । আসলে শাক দিয়ে মাছ ঢাকা হচ্ছে ।

আর বাজেটে সমালোচনা করা নিয়ে অমিত মিত্রকে কটাক্ষ করে বিজেপির এই মুখপাত্র প্রশ্ন তোলেন, ‘‘উনি বলুন কেন এত ঋণের বোঝা, কেন শিক্ষাক্ষেত্রে পদ খালি ? কেন আদালতকে পুলিশ নিয়োগের নির্দেশ দিতে হয়েছে ?’’ এমনকী, রাজ্যের বেহাল অর্থনীতির জন্য অমিত মিত্র দায়ী বলে তিনি অভিযোগ করেছেন ৷ একই সঙ্গে জানিয়েছেন, যদি সত্যিই কোনও ক্ষেত্রে পশ্চিমবঙ্গ বঞ্চিত হয়, তাহলে বঙ্গ-বিজেপি রাজ্য সরকারকে সহযোগিতা করবে৷ কেন্দ্রের কাছে দরবার করবে ৷

আরও পড়ুন : Mamata On Union Budget 2022 : ‘পেগাসাস স্পিন বাজেট’, কটাক্ষ মমতার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.