ETV Bharat / city

Babul on Jawhar Sircar Comment দিলীপ ঘোষের সঙ্গে তফাৎ কি থাকল, জহর সরকার প্রসঙ্গে মন্তব্য বাবুলের

তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) দুর্নীতি নিয়ে মুখ খুলেছেন রাজ্যসভার সাংসদ জহর সরকার (TMC MP Jawhar Sircar) ৷ এই নিয়ে পালটা প্রতিক্রিয়া দিলেন পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয় (Bengal Minister Babul Supriyo) ৷ এই নিয়ে তাঁর প্রশ্ন, দিলীপ ঘোষের (BJP MP Dilip Ghosh) সঙ্গে তফাৎ কি থাকল শিক্ষিত জহর সরকারের ?

Babul Supriyo Compares Jawhar Sircar with BJP MP Dilip Ghosh
Babul on Jawhar Sircar Comment দিলীপ ঘোষের সঙ্গে তফাৎ কি থাকল, জহর সরকার প্রসঙ্গে মন্তব্য বাবুলের
author img

By

Published : Aug 30, 2022, 8:54 PM IST

কলকাতা, 30 অগস্ট : রাজ্যসভায় তৃণমূলের সংসদ তথা প্রাক্তন আইএএস অফিসার জহর সরকারের (TMC MP Jawhar Sircar) মন্তব্যের পর তোলপাড় রাজ্য রাজনীতি । বিপাকে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) । মঙ্গলবার সেই বিষয়ে এক প্রশ্নের উত্তরে রাজ্যের পর্যটন মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয় (Bengal Minister Babul Supriyo) দিলীপ ঘোষের সঙ্গে জহর সরকারের তুলনা করলেন । শিক্ষিত জহর সরকার আর বিজেপির দিলীপ ঘোষের (BJP MP Dilip Ghosh) মধ্যে তফাৎ কী, সেই প্রশ্নও তুলেছেন বাবুল ।

তাঁর কথায়, ‘‘জহরবাবু সম্মানীয় ব্যক্তি । তিনি উচ্চশিক্ষিত । প্রত্যেকেরই মত প্রকাশের ব্যক্তিগত অধিকার আছে । কিন্তু দলের কোন কথাটি পাবলিক ফোরামে বলব, আর কোনটি বলব না, তা বিবেচনা করা উচিত । না হলে বিজেপির দিলীপ ঘোষের সঙ্গে শিক্ষিত জহর সরকারের তফাৎ কি থাকল ? আমি জহরবাবুর বক্তব্যকে সমর্থন করছি না ।"

এদিক রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের একাধিক মন্ত্রী, বিধায়ক ও পদাধিকারীদের কেন্দ্রীয় এজেন্সির তলব প্রসঙ্গে মুখ খোলেন বাবুল সুপ্রিয় । বলেন, "এ রাজ্য-সহ বিভিন্ন রাজ্যে বিরোধীদের চাপে ফেলা হচ্ছে ইডি, সিবিআই দিয়ে । বিরোধীদের সম্মান নিয়ে টানাটানি হচ্ছে ।’’

দিলীপ ঘোষের সঙ্গে তফাৎ কি থাকল, জহর সরকার প্রসঙ্গে মন্তব্য বাবুলের

তিনি আরও বলেন, ‘‘অবশ্যই রাজ্যের ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে, একটা অস্বীকার করার নয় । কিন্তু, আমাদের সম্মানহানির চেষ্টা চলছে । বিজেপি নেতা-মন্ত্রীরা সৎ নন । নিজেদের অপরাধ ঢাকতে পড়ে রয়েছেন বিজেপির ছাতারতলায় । বিজেপির কে, কত দুর্নীতি করেছে তা বলে দিতে পারব । আমি এতদিন আসানসোল ছিলাম । সামান্য দুর্নীতির অভিযোগ তুলতে পারবে না ।’’

তাঁর আরও দাবি, ‘‘কিন্তু আসানসোলের কোথায় কিভাবে দুর্নীতি হচ্ছে, তা ধরে ধরে বলে দিতে পারব । আমাদের দলের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে দলটা সঠিক পদক্ষেপ করছে । শীর্ষ নেতৃত্ব দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতি নিয়েছে । যখন যাঁর বিরুদ্ধে অভিযোগ উঠছে, তার বিরুদ্ধে সঠিক পদক্ষেপ করছে দল । সমস্তটাই দলের নজরদারিতে চলছে ।"

আরও পড়ুন : ওর মতো স্বার্থপর লোক দেখিনি, দলীয় সাংসদ জহরকে তীব্র আক্রমণ সৌগতর

কলকাতা, 30 অগস্ট : রাজ্যসভায় তৃণমূলের সংসদ তথা প্রাক্তন আইএএস অফিসার জহর সরকারের (TMC MP Jawhar Sircar) মন্তব্যের পর তোলপাড় রাজ্য রাজনীতি । বিপাকে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) । মঙ্গলবার সেই বিষয়ে এক প্রশ্নের উত্তরে রাজ্যের পর্যটন মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয় (Bengal Minister Babul Supriyo) দিলীপ ঘোষের সঙ্গে জহর সরকারের তুলনা করলেন । শিক্ষিত জহর সরকার আর বিজেপির দিলীপ ঘোষের (BJP MP Dilip Ghosh) মধ্যে তফাৎ কী, সেই প্রশ্নও তুলেছেন বাবুল ।

তাঁর কথায়, ‘‘জহরবাবু সম্মানীয় ব্যক্তি । তিনি উচ্চশিক্ষিত । প্রত্যেকেরই মত প্রকাশের ব্যক্তিগত অধিকার আছে । কিন্তু দলের কোন কথাটি পাবলিক ফোরামে বলব, আর কোনটি বলব না, তা বিবেচনা করা উচিত । না হলে বিজেপির দিলীপ ঘোষের সঙ্গে শিক্ষিত জহর সরকারের তফাৎ কি থাকল ? আমি জহরবাবুর বক্তব্যকে সমর্থন করছি না ।"

এদিক রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের একাধিক মন্ত্রী, বিধায়ক ও পদাধিকারীদের কেন্দ্রীয় এজেন্সির তলব প্রসঙ্গে মুখ খোলেন বাবুল সুপ্রিয় । বলেন, "এ রাজ্য-সহ বিভিন্ন রাজ্যে বিরোধীদের চাপে ফেলা হচ্ছে ইডি, সিবিআই দিয়ে । বিরোধীদের সম্মান নিয়ে টানাটানি হচ্ছে ।’’

দিলীপ ঘোষের সঙ্গে তফাৎ কি থাকল, জহর সরকার প্রসঙ্গে মন্তব্য বাবুলের

তিনি আরও বলেন, ‘‘অবশ্যই রাজ্যের ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে, একটা অস্বীকার করার নয় । কিন্তু, আমাদের সম্মানহানির চেষ্টা চলছে । বিজেপি নেতা-মন্ত্রীরা সৎ নন । নিজেদের অপরাধ ঢাকতে পড়ে রয়েছেন বিজেপির ছাতারতলায় । বিজেপির কে, কত দুর্নীতি করেছে তা বলে দিতে পারব । আমি এতদিন আসানসোল ছিলাম । সামান্য দুর্নীতির অভিযোগ তুলতে পারবে না ।’’

তাঁর আরও দাবি, ‘‘কিন্তু আসানসোলের কোথায় কিভাবে দুর্নীতি হচ্ছে, তা ধরে ধরে বলে দিতে পারব । আমাদের দলের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে দলটা সঠিক পদক্ষেপ করছে । শীর্ষ নেতৃত্ব দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতি নিয়েছে । যখন যাঁর বিরুদ্ধে অভিযোগ উঠছে, তার বিরুদ্ধে সঠিক পদক্ষেপ করছে দল । সমস্তটাই দলের নজরদারিতে চলছে ।"

আরও পড়ুন : ওর মতো স্বার্থপর লোক দেখিনি, দলীয় সাংসদ জহরকে তীব্র আক্রমণ সৌগতর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.