কলকাতা, 30 অগস্ট : রাজ্যসভায় তৃণমূলের সংসদ তথা প্রাক্তন আইএএস অফিসার জহর সরকারের (TMC MP Jawhar Sircar) মন্তব্যের পর তোলপাড় রাজ্য রাজনীতি । বিপাকে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) । মঙ্গলবার সেই বিষয়ে এক প্রশ্নের উত্তরে রাজ্যের পর্যটন মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয় (Bengal Minister Babul Supriyo) দিলীপ ঘোষের সঙ্গে জহর সরকারের তুলনা করলেন । শিক্ষিত জহর সরকার আর বিজেপির দিলীপ ঘোষের (BJP MP Dilip Ghosh) মধ্যে তফাৎ কী, সেই প্রশ্নও তুলেছেন বাবুল ।
তাঁর কথায়, ‘‘জহরবাবু সম্মানীয় ব্যক্তি । তিনি উচ্চশিক্ষিত । প্রত্যেকেরই মত প্রকাশের ব্যক্তিগত অধিকার আছে । কিন্তু দলের কোন কথাটি পাবলিক ফোরামে বলব, আর কোনটি বলব না, তা বিবেচনা করা উচিত । না হলে বিজেপির দিলীপ ঘোষের সঙ্গে শিক্ষিত জহর সরকারের তফাৎ কি থাকল ? আমি জহরবাবুর বক্তব্যকে সমর্থন করছি না ।"
এদিক রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের একাধিক মন্ত্রী, বিধায়ক ও পদাধিকারীদের কেন্দ্রীয় এজেন্সির তলব প্রসঙ্গে মুখ খোলেন বাবুল সুপ্রিয় । বলেন, "এ রাজ্য-সহ বিভিন্ন রাজ্যে বিরোধীদের চাপে ফেলা হচ্ছে ইডি, সিবিআই দিয়ে । বিরোধীদের সম্মান নিয়ে টানাটানি হচ্ছে ।’’
তিনি আরও বলেন, ‘‘অবশ্যই রাজ্যের ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে, একটা অস্বীকার করার নয় । কিন্তু, আমাদের সম্মানহানির চেষ্টা চলছে । বিজেপি নেতা-মন্ত্রীরা সৎ নন । নিজেদের অপরাধ ঢাকতে পড়ে রয়েছেন বিজেপির ছাতারতলায় । বিজেপির কে, কত দুর্নীতি করেছে তা বলে দিতে পারব । আমি এতদিন আসানসোল ছিলাম । সামান্য দুর্নীতির অভিযোগ তুলতে পারবে না ।’’
তাঁর আরও দাবি, ‘‘কিন্তু আসানসোলের কোথায় কিভাবে দুর্নীতি হচ্ছে, তা ধরে ধরে বলে দিতে পারব । আমাদের দলের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে দলটা সঠিক পদক্ষেপ করছে । শীর্ষ নেতৃত্ব দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতি নিয়েছে । যখন যাঁর বিরুদ্ধে অভিযোগ উঠছে, তার বিরুদ্ধে সঠিক পদক্ষেপ করছে দল । সমস্তটাই দলের নজরদারিতে চলছে ।"
আরও পড়ুন : ওর মতো স্বার্থপর লোক দেখিনি, দলীয় সাংসদ জহরকে তীব্র আক্রমণ সৌগতর