কলকাতা, 13 ফেব্রুয়ারি : CAA ও NRC-র বিরুদ্ধে আগেই নেমেছেন পথে । করেছেন পদযাত্রা । একাধিক জায়গায় করেছেন সভাও । এরই পাশাপাশি ছবি এঁকে প্রতিবাদ জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । সঙ্গে এঁকেছেন বিশিষ্ট চিত্রশিল্পীরাও । এবার তাঁদের আঁকা ছবি প্রদর্শিত হচ্ছে ধর্মতলায় । আন্দোলনের ঝাঁঝ আরও বাড়াতে দিল্লিতেও প্রদর্শিত হবে এই ছবিগুলি ।
24 জানুয়ারি মেয়ো রোডে গান্ধিমূর্তির পাদদেশে মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট শিল্পীরা ছবি এঁকে CAA-এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন । এবার জনমত গড়ে তুলতে ধর্মতলার মেট্রো চ্যানেলে প্রদর্শিত হচ্ছে সেই ছবিগুলি । প্রায় 45টি ছবির প্রতিটি NRC, NPR এবং CAA-র বিরুদ্ধে বার্তা দিচ্ছে ।
বিশিষ্ট চিত্রশিল্পী শুভাপ্রসন্ন ইটিভি ভারতকে বলেন, ‘‘সাধারণ মানুষের জন্য 7দিন ছবিগুলি প্রদর্শিত হবে। শুধু কলকাতার ধর্মতলায় নয়, এই ছবিগুলি প্রদর্শিত হবে দিল্লিতেও । এটাই আমাদের প্রতিবাদের ভাষা ৷’’
বিশিষ্ট চিত্রশিল্পীদের পাশাপাশি প্রথম দিনের প্রদর্শনীতে উপস্থিত ছিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, সাংসদ দোলা সেন সহ অন্যরা।