ETV Bharat / city

CAA-র বিরুদ্ধে জনমত গড়তে মমতা সহ চিত্রশিল্পীদের ছবির প্রদর্শনী ধর্মতলায় - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

CAA-র বিরুদ্ধে জমত গড়ে তুলতে ধর্মতলার মেট্রো চ্যানেলে প্রদর্শিত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট চিত্রশিল্পীদের আঁকা ছবি ।

Art exhibition against CAA in Kolkata
জনমত গড়ে তুলতে মমতা সহ বিশিষ্ট শিল্পীদের আঁকা CAA বিরোধী ছবি প্রদর্শনী ধর্মতলায়
author img

By

Published : Feb 13, 2020, 4:09 AM IST

Updated : Feb 13, 2020, 5:41 AM IST

কলকাতা, 13 ফেব্রুয়ারি : CAA ও NRC-র বিরুদ্ধে আগেই নেমেছেন পথে । করেছেন পদযাত্রা । একাধিক জায়গায় করেছেন সভাও । এরই পাশাপাশি ছবি এঁকে প্রতিবাদ জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । সঙ্গে এঁকেছেন বিশিষ্ট চিত্রশিল্পীরাও । এবার তাঁদের আঁকা ছবি প্রদর্শিত হচ্ছে ধর্মতলায় । আন্দোলনের ঝাঁঝ আরও বাড়াতে দিল্লিতেও প্রদর্শিত হবে এই ছবিগুলি ।

24 জানুয়ারি মেয়ো রোডে গান্ধিমূর্তির পাদদেশে মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট শিল্পীরা ছবি এঁকে CAA-এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন । এবার জনমত গড়ে তুলতে ধর্মতলার মেট্রো চ্যানেলে প্রদর্শিত হচ্ছে সেই ছবিগুলি । প্রায় 45টি ছবির প্রতিটি NRC, NPR এবং CAA-র বিরুদ্ধে বার্তা দিচ্ছে ।

CAA-র বিরুদ্ধে জনমত গড়তে মমতা সহ চিত্রশিল্পীদের ছবির প্রদর্শনী ধর্মতলায়

বিশিষ্ট চিত্রশিল্পী শুভাপ্রসন্ন ইটিভি ভারতকে বলেন, ‘‘সাধারণ মানুষের জন্য 7দিন ছবিগুলি প্রদর্শিত হবে। শুধু কলকাতার ধর্মতলায় নয়, এই ছবিগুলি প্রদর্শিত হবে দিল্লিতেও । এটাই আমাদের প্রতিবাদের ভাষা ৷’’

বিশিষ্ট চিত্রশিল্পীদের পাশাপাশি প্রথম দিনের প্রদর্শনীতে উপস্থিত ছিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, সাংসদ দোলা সেন সহ অন্যরা।

কলকাতা, 13 ফেব্রুয়ারি : CAA ও NRC-র বিরুদ্ধে আগেই নেমেছেন পথে । করেছেন পদযাত্রা । একাধিক জায়গায় করেছেন সভাও । এরই পাশাপাশি ছবি এঁকে প্রতিবাদ জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । সঙ্গে এঁকেছেন বিশিষ্ট চিত্রশিল্পীরাও । এবার তাঁদের আঁকা ছবি প্রদর্শিত হচ্ছে ধর্মতলায় । আন্দোলনের ঝাঁঝ আরও বাড়াতে দিল্লিতেও প্রদর্শিত হবে এই ছবিগুলি ।

24 জানুয়ারি মেয়ো রোডে গান্ধিমূর্তির পাদদেশে মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট শিল্পীরা ছবি এঁকে CAA-এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন । এবার জনমত গড়ে তুলতে ধর্মতলার মেট্রো চ্যানেলে প্রদর্শিত হচ্ছে সেই ছবিগুলি । প্রায় 45টি ছবির প্রতিটি NRC, NPR এবং CAA-র বিরুদ্ধে বার্তা দিচ্ছে ।

CAA-র বিরুদ্ধে জনমত গড়তে মমতা সহ চিত্রশিল্পীদের ছবির প্রদর্শনী ধর্মতলায়

বিশিষ্ট চিত্রশিল্পী শুভাপ্রসন্ন ইটিভি ভারতকে বলেন, ‘‘সাধারণ মানুষের জন্য 7দিন ছবিগুলি প্রদর্শিত হবে। শুধু কলকাতার ধর্মতলায় নয়, এই ছবিগুলি প্রদর্শিত হবে দিল্লিতেও । এটাই আমাদের প্রতিবাদের ভাষা ৷’’

বিশিষ্ট চিত্রশিল্পীদের পাশাপাশি প্রথম দিনের প্রদর্শনীতে উপস্থিত ছিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, সাংসদ দোলা সেন সহ অন্যরা।

Last Updated : Feb 13, 2020, 5:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.