কলকাতা, 18 মে : সকালে গ্রেফতার ৷ সন্ধ্যায় জামিন ৷ তার পর রাতে আবার বিচারবিভাগীয় হেফাজত ৷ নারদ-কাণ্ডে চার হেভিওয়েটের নিয়ে এটাই ছিল সোমবারের ছবি ৷ মঙ্গলবারও সেই আইনি লড়াই থেমে যাওয়ার কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না ৷ বরং তা আরও বৃদ্ধি পেতে পারে ৷
জানা গিয়েছে যে নারদ-কাণ্ডে গ্রেফতার হওয়া চার হেভিওয়েট নেতা-মন্ত্রী ফিরহাদ হাকিম, মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায় ও শোভন চট্টোপাধ্যায় - চারজনই কলকাতা হাইকোর্টের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানাতে চলেছেন ৷ আজই তাঁরা আবেদন জানাতে পারেন ।
সূত্রের খবর, তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দুপুর 2টোর সময় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করবেন এই ব্যাপারে । যাতে গতকাল রাতে কলকাতা হাইকোর্ট এই চারজনের জামিনের উপর যে স্থগিতাদেশ দিয়েছে, সেই বিষয়টি নিয়ে যাতে আজকেই শুনানি হয় ।
প্রসঙ্গত, কার্যকরী প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ আগামিকাল বুধবার মামলাটি শুনবেন বলে জানিয়েছিলেন ।
আরও পড়ুন : কীভাবে কাটল রাত, কী করলেন নারদ কাণ্ডে ধৃত হেভিওয়েটরা
অন্যদিকে তৃণমূলের আইনজীবী সেলের তরফে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হতে পারে ৷ তাতে প্রশ্ন তোলা হবে, মুকুল রায় ও শুভেন্দু অধিকারীও নারদ মামলায় জড়িত থাকা সত্ত্বেও সিবিআই কেন তাঁদের বিরুদ্ধে চার্জশিট দিল না ?