ETV Bharat / city

Partha Chatterjee: মা হতে চেয়েছিলেন অর্পিতা, সন্তান নিতে রাজি ছিলেন পার্থও, উল্লেখ ইডি'র চার্জশিটে - arpita mukherjee

মা হতে চেয়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee) ৷ বাচ্চা দত্তক নিতে রাজি ছিলেন পার্থ চট্টোপাধ্যায়ও ৷ চার্জশিটে উল্লেখ ইডি'র (ED charge sheet)

Partha Chatterjee
ETV Bharat
author img

By

Published : Sep 20, 2022, 10:40 PM IST

কলকাতা, 20 সেপ্টেম্বর: বাচ্চা দত্তক নিতে চেয়েছিলেন এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে (SSC Recruitment Scam) ধৃত পার্থ চট্টোপাধ্যায় 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee) । বিষয়টিতে আপত্তি ছিল না রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীরও ৷ এর জন্য তিনি নো অবজেকশন লেটারে সইও করেছিলেন ৷ এসএসসিকাণ্ডে আদালতে পার্থ-অর্পিতার বিরুদ্ধে জমা দেওয়া চার্জশিটে এই তথ্য উল্লেখ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ৷

ইডি'র দাবি, এই সংক্রান্ত একাধিক কাগজপত্র তারা ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে । উল্লেখ্য, এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রায় 2 মাস আগে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি ৷ অর্পিতার বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে ৷ তাঁর দক্ষিণ কলকাতার ফ্ল্যাট এবং উত্তর 24 পরগনার বেলঘড়িয়ার ফ্ল্যাটে হানা দিয়ে মোট 50 কোটিরও বেশি নগদ টাকা উদ্ধার করে ইডি ৷ 4 কোটি 31 লক্ষ টাকার সোনার গয়নাও বাজেয়াপ্ত হয় ৷ উদ্ধার হয় প্রচুর বিদেশী মুদ্রাও ৷

আরও পড়ুন: অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার বিপুল পরিমাণে বিদেশি মুদ্রা, চার্জশিটে দাবি ইডির

সোমবার পার্থ ও অর্পিতার বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয় ইডি (ED charge sheet) ৷ সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, অর্পিতা মুখোপাধ্যায় মা হতে চেয়েছিলেন এবং তিনি একটি শিশু দত্তক নিতে চেয়েছিলেন । এই বিষয়ে নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসির কাগজপত্র উদ্ধার করেছেন তদন্তকারী আধিকারিকরা ৷ সেখানে সই রয়েছে পার্থ চট্টোপাধ্যায়েরও ৷

কলকাতা, 20 সেপ্টেম্বর: বাচ্চা দত্তক নিতে চেয়েছিলেন এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে (SSC Recruitment Scam) ধৃত পার্থ চট্টোপাধ্যায় 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee) । বিষয়টিতে আপত্তি ছিল না রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীরও ৷ এর জন্য তিনি নো অবজেকশন লেটারে সইও করেছিলেন ৷ এসএসসিকাণ্ডে আদালতে পার্থ-অর্পিতার বিরুদ্ধে জমা দেওয়া চার্জশিটে এই তথ্য উল্লেখ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ৷

ইডি'র দাবি, এই সংক্রান্ত একাধিক কাগজপত্র তারা ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে । উল্লেখ্য, এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রায় 2 মাস আগে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি ৷ অর্পিতার বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে ৷ তাঁর দক্ষিণ কলকাতার ফ্ল্যাট এবং উত্তর 24 পরগনার বেলঘড়িয়ার ফ্ল্যাটে হানা দিয়ে মোট 50 কোটিরও বেশি নগদ টাকা উদ্ধার করে ইডি ৷ 4 কোটি 31 লক্ষ টাকার সোনার গয়নাও বাজেয়াপ্ত হয় ৷ উদ্ধার হয় প্রচুর বিদেশী মুদ্রাও ৷

আরও পড়ুন: অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার বিপুল পরিমাণে বিদেশি মুদ্রা, চার্জশিটে দাবি ইডির

সোমবার পার্থ ও অর্পিতার বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয় ইডি (ED charge sheet) ৷ সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, অর্পিতা মুখোপাধ্যায় মা হতে চেয়েছিলেন এবং তিনি একটি শিশু দত্তক নিতে চেয়েছিলেন । এই বিষয়ে নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসির কাগজপত্র উদ্ধার করেছেন তদন্তকারী আধিকারিকরা ৷ সেখানে সই রয়েছে পার্থ চট্টোপাধ্যায়েরও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.