ETV Bharat / city

নিয়োগ করা হল উত্তরবঙ্গের দুই নতুন বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য

গতকাল রাজ্য সরকারের তরফে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় টুইট করে জানান, উত্তরবঙ্গের দুটি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য নিয়োগের জন্য সার্চ কমিটির সুপারিশক্রমে তিনজনের নামের প্যানেল পাঠানো হয়েছে আচার্যের অনুমোদনের জন্য ।

appointed-first-vice-chancellor-of-two-new-universities
appointed-first-vice-chancellor-of-two-new-universities
author img

By

Published : Dec 20, 2020, 9:48 AM IST

কলকাতা, 20 ডিসেম্বর: উত্তরবঙ্গের দুটি নতুন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করা হল । আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ করা হয়েছে শান্তি ছেত্রী ও দার্জিলিং হিলস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ করা হয়েছে রাজেন্দ্র প্রসাদ ধাকালকে । শনিবার টুইট করে একথা জানান রাজ্যপাল তথা রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির আচার্য জগদীপ ধনকড়।

  • Dr. Rajendra Prasad Dhakal, Principal, Kalimpong College, is appointed as first Vice Chancellor of the Darjeeling Hills University, for a period of four years or till he attains the age of sixty-five years, under section 64(4) of Darjeeling Hills University Act, 2018.

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজ্যের প্রতিটি জেলাতেই একটি করে বিশ্ববিদ্যালয় গঠনে রাজ্য সরকারের পরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়িত হচ্ছে । ইতিমধ্যেই নদিয়ার কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় চালু হয়ে গিয়েছে । সম্প্রতি উত্তর দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ করা হয়েছে সঞ্চারী রায় মুখোপাধ্যায়কে । এরপরেই গতকাল রাজ্য সরকারের তরফে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় টুইট করে জানান, উত্তরবঙ্গের দুটি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য নিয়োগের জন্য সার্চ কমিটির সুপারিশক্রমে তিনজনের নামের প্যানেল পাঠানো হয়েছে আচার্যের অনুমোদনের জন্য । তারপরেই আজ আচার্য জগদীপ ধনকড় পরপর দুটি টুইট করেন । একটি টুইটে লেখেন, দার্জিলিং হিলস বিশ্ববিদ্যালয় আইন 2018-র 64(4) ধারা অনুযায়ী কালিম্পং কলেজের অধ্যক্ষ ড. রাজেন্দ্র প্রসাদ ধাকালকে দার্জিলিং হিলস বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ করা হল ৷ চার বছরের জন্য অথবা তাঁর 65 বছর বয়স হওয়া পর্যন্ত । আলিপুরদুয়ারের উপাচার্য নিয়োগ সংক্রান্ত টুইটে আচার্য লেখেন, আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় আইন 2018-র 65(4) ধারা অনুযায়ী জলপাইগুড়ির পিডি উইমেন্স কলেজের অধ্যক্ষা শান্তি ছেত্রীকে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ করা হল চার বছরের জন্য অথবা তাঁর বয়স 65 বছর হওয়া পর্যন্ত ।

  • Prof. Dr. Shanti Chhetry, Principal, P.D. Women’s College, Jalpaiguri, is appointed as first Vice Chancellor of Alipurduar University, for a period of four years or till she attains age of sixty-five years under Section 65(4) of The Alipurduar University University Act, 2018.

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দার্জিলিং হিলস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদের জন্য সার্চ কমিটির সুপারিশে যে তিনটি নামের তালিকা রাজ্যপালের অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল তার প্রথমেই ছিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দিলীপ কুমার সরকারের নাম । দ্বিতীয় স্থানে ছিল জলপাইগুড়ির পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ডঃ পুজন সরকার ও তৃতীয় স্থানে ছিল রাজেন্দ্র প্রসাদ ধাকালের নাম । একইভাবে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের জন্য প্রথম স্থানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রির অধ্যাপক মহেন্দ্রনাথ রায়, দ্বিতীয় স্থানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপিকা সঞ্চারী রায় মুখোপাধ্যায় ও তৃতীয় স্থানে শান্তি ছেত্রীর নাম ছিল । দুটি ক্ষেত্রেই তৃতীয় স্থানাধীকারির নাম নির্বাচন করেছেন আচার্য ।

কলকাতা, 20 ডিসেম্বর: উত্তরবঙ্গের দুটি নতুন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করা হল । আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ করা হয়েছে শান্তি ছেত্রী ও দার্জিলিং হিলস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ করা হয়েছে রাজেন্দ্র প্রসাদ ধাকালকে । শনিবার টুইট করে একথা জানান রাজ্যপাল তথা রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির আচার্য জগদীপ ধনকড়।

  • Dr. Rajendra Prasad Dhakal, Principal, Kalimpong College, is appointed as first Vice Chancellor of the Darjeeling Hills University, for a period of four years or till he attains the age of sixty-five years, under section 64(4) of Darjeeling Hills University Act, 2018.

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজ্যের প্রতিটি জেলাতেই একটি করে বিশ্ববিদ্যালয় গঠনে রাজ্য সরকারের পরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়িত হচ্ছে । ইতিমধ্যেই নদিয়ার কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় চালু হয়ে গিয়েছে । সম্প্রতি উত্তর দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ করা হয়েছে সঞ্চারী রায় মুখোপাধ্যায়কে । এরপরেই গতকাল রাজ্য সরকারের তরফে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় টুইট করে জানান, উত্তরবঙ্গের দুটি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য নিয়োগের জন্য সার্চ কমিটির সুপারিশক্রমে তিনজনের নামের প্যানেল পাঠানো হয়েছে আচার্যের অনুমোদনের জন্য । তারপরেই আজ আচার্য জগদীপ ধনকড় পরপর দুটি টুইট করেন । একটি টুইটে লেখেন, দার্জিলিং হিলস বিশ্ববিদ্যালয় আইন 2018-র 64(4) ধারা অনুযায়ী কালিম্পং কলেজের অধ্যক্ষ ড. রাজেন্দ্র প্রসাদ ধাকালকে দার্জিলিং হিলস বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ করা হল ৷ চার বছরের জন্য অথবা তাঁর 65 বছর বয়স হওয়া পর্যন্ত । আলিপুরদুয়ারের উপাচার্য নিয়োগ সংক্রান্ত টুইটে আচার্য লেখেন, আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় আইন 2018-র 65(4) ধারা অনুযায়ী জলপাইগুড়ির পিডি উইমেন্স কলেজের অধ্যক্ষা শান্তি ছেত্রীকে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ করা হল চার বছরের জন্য অথবা তাঁর বয়স 65 বছর হওয়া পর্যন্ত ।

  • Prof. Dr. Shanti Chhetry, Principal, P.D. Women’s College, Jalpaiguri, is appointed as first Vice Chancellor of Alipurduar University, for a period of four years or till she attains age of sixty-five years under Section 65(4) of The Alipurduar University University Act, 2018.

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দার্জিলিং হিলস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদের জন্য সার্চ কমিটির সুপারিশে যে তিনটি নামের তালিকা রাজ্যপালের অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল তার প্রথমেই ছিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দিলীপ কুমার সরকারের নাম । দ্বিতীয় স্থানে ছিল জলপাইগুড়ির পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ডঃ পুজন সরকার ও তৃতীয় স্থানে ছিল রাজেন্দ্র প্রসাদ ধাকালের নাম । একইভাবে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের জন্য প্রথম স্থানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রির অধ্যাপক মহেন্দ্রনাথ রায়, দ্বিতীয় স্থানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপিকা সঞ্চারী রায় মুখোপাধ্যায় ও তৃতীয় স্থানে শান্তি ছেত্রীর নাম ছিল । দুটি ক্ষেত্রেই তৃতীয় স্থানাধীকারির নাম নির্বাচন করেছেন আচার্য ।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.