ETV Bharat / city

বিরোধীরা ছাত্রদের কাঁধে বন্দুক রেখে রাজনীতি করছে : অনুরাগ

আজ কলকাতায় কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, "বিশ্ববিদ্যালয়গুলি রাজনীতির আখড়া হয়ে উঠেছে । যেটা হওয়া উচিত ছিল না । এমনিতে না পেরে বিরোধীদলগুলি ছাত্রদের কাঁধে বন্দুক রেখে রাজনীতি করছে । আমি ছাত্র-যুবদের বলব কারও কথায় বিভ্রান্ত হবেন না । আগে বিলটা ঠিক করে পড়ুন । জানুন আইনটা সঠিকভাবে । এই আইন কারও নাগরিকত্ব কেড়ে নেবে না, বরং এটা নাগরিকত্ব দেওয়ার আইন ।"

Viswa Bharati
অনুরাগ ঠাকুর
author img

By

Published : Jan 16, 2020, 11:45 PM IST

কলকাতা, 16 জানুয়ারি : বিরোধী নেতারা ছাত্রদের কাঁধে বন্দুক রেখে রাজনীতি করছেন । বিশ্বভারতী বিদ্যালয় প্রসঙ্গে আজ এমনই বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অনুরাগ ঠাকুর । বিশ্বভারতীতে দিনভর ছাত্র বিক্ষোভের আঁচ পড়েছে কলকাতাতেও । নাগরিকত্ব সংশোধনী বিল এবং NRC-র বিরুদ্ধে সরব হয়েছে বিশ্বভারতীর পড়ুয়াদের একটা বড় অংশ । জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হামলা নিয়েও সরব হয়েছে তারা ।

দিন কয়েক আগে BJP সাংসদ স্বপন দাশগুপ্তকে ঘেরাও করে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে দেখানো হয় বিক্ষোভ । তারপর থেকেই উত্তেজনা চলছিল বিশ্ববিদ্যালয় চত্বরে । সে প্রসঙ্গে আজ কলকাতায় কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, "বিশ্ববিদ্যালয়গুলি রাজনীতির আখড়া হয়ে উঠেছে । যেটা হওয়া উচিত ছিল না । এমনিতে না পেরে বিরোধীদলগুলি ছাত্রদের কাঁধে বন্দুক রেখে রাজনীতি করছে । আমি ছাত্র-যুবদের বলব কারও কথায় বিভ্রান্ত হবেন না । আগে বিলটা ঠিক করে পড়ুন । জানুন আইনটা সঠিকভাবে । এই আইন কারও নাগরিকত্ব কেড়ে নেবে না, বরং এটা নাগরিকত্ব দেওয়ার আইন ।"

কলকাতায় এসে বিশ্বভারতী প্রসঙ্গে মুখ খুললেন অনুরাগ ঠাকুর

গতকাল বিশ্বভারতীর পড়ুয়াদের কয়েকজনের উপর হামলা হয় । দু'জন ছাত্র জখম হয় । তাদের বিশ্বভারতী পিয়ারসন মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয় । অভিযোগ সেখানেও তাদের উপর হামলা চালানো হয় । পরে বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীরা হাসপাতালের গেটে তালা লাগিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ পুরো ঘটনায় অভিযোগ উঠেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যদের দিকে ‌। হামলার পর আজ সকালেই টুইট করেন মুখ্যমন্ত্রী । টুইটে তিনি দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও বলেন পুলিশকে । তারপর পুলিশ হামলার ঘটনায় জড়িত অভিযোগে অচিন্ত্য বাগদি এবং সাবির আলি নামে দুইজনকে গ্রেপ্তার করে ।

কলকাতা, 16 জানুয়ারি : বিরোধী নেতারা ছাত্রদের কাঁধে বন্দুক রেখে রাজনীতি করছেন । বিশ্বভারতী বিদ্যালয় প্রসঙ্গে আজ এমনই বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অনুরাগ ঠাকুর । বিশ্বভারতীতে দিনভর ছাত্র বিক্ষোভের আঁচ পড়েছে কলকাতাতেও । নাগরিকত্ব সংশোধনী বিল এবং NRC-র বিরুদ্ধে সরব হয়েছে বিশ্বভারতীর পড়ুয়াদের একটা বড় অংশ । জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হামলা নিয়েও সরব হয়েছে তারা ।

দিন কয়েক আগে BJP সাংসদ স্বপন দাশগুপ্তকে ঘেরাও করে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে দেখানো হয় বিক্ষোভ । তারপর থেকেই উত্তেজনা চলছিল বিশ্ববিদ্যালয় চত্বরে । সে প্রসঙ্গে আজ কলকাতায় কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, "বিশ্ববিদ্যালয়গুলি রাজনীতির আখড়া হয়ে উঠেছে । যেটা হওয়া উচিত ছিল না । এমনিতে না পেরে বিরোধীদলগুলি ছাত্রদের কাঁধে বন্দুক রেখে রাজনীতি করছে । আমি ছাত্র-যুবদের বলব কারও কথায় বিভ্রান্ত হবেন না । আগে বিলটা ঠিক করে পড়ুন । জানুন আইনটা সঠিকভাবে । এই আইন কারও নাগরিকত্ব কেড়ে নেবে না, বরং এটা নাগরিকত্ব দেওয়ার আইন ।"

কলকাতায় এসে বিশ্বভারতী প্রসঙ্গে মুখ খুললেন অনুরাগ ঠাকুর

গতকাল বিশ্বভারতীর পড়ুয়াদের কয়েকজনের উপর হামলা হয় । দু'জন ছাত্র জখম হয় । তাদের বিশ্বভারতী পিয়ারসন মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয় । অভিযোগ সেখানেও তাদের উপর হামলা চালানো হয় । পরে বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীরা হাসপাতালের গেটে তালা লাগিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ পুরো ঘটনায় অভিযোগ উঠেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যদের দিকে ‌। হামলার পর আজ সকালেই টুইট করেন মুখ্যমন্ত্রী । টুইটে তিনি দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও বলেন পুলিশকে । তারপর পুলিশ হামলার ঘটনায় জড়িত অভিযোগে অচিন্ত্য বাগদি এবং সাবির আলি নামে দুইজনকে গ্রেপ্তার করে ।

Intro:কলকাতা, 16 জানুয়ারি: কেউ কেউ বিশ্ববিদ্যালয়গুলোকে রাজনীতির আখড়া বানিয়ে ফেলছে। যেটা ঠিক হচ্ছে না। বিরোধী নেতারা ছাত্রদের কাঁধে বন্দুক রেখে রাজনীতি করছেন। বিশ্বভারতী প্রসঙ্গে এমনটাই বললেন কেন্দ্রীয় অর্থ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী অনুরাগ ঠাকুর।



Body:গতকাল বিশ্বভারতীর পড়ুয়াদের একাংশকে মারধরের অভিযোগ ওঠে। অভিযোগের তীর ভারতীয় বিদ্যার্থী পরিষদের দিকে‌। ঘটনায় দুজন ছাত্র আহত হন। গুরুতর জখম অবস্থায় তাদের বিশ্বভারতী পিয়ারসণ মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ সেখানেও তাদের উপর হামলা চালানো হয়। পরে বিশ্বভারতী নিরাপত্তারক্ষীরা হাসপাতালের গেটে তালা লাগিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনা নিয়ে সকালেই টুইট করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেন পুলিশকে। ঘটনায় দুই আখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর সদস্য অচিন্ত্য বাগদি এবং সাবির আলীকে গ্রেপ্তার করে পুলিশ।বিশ্বভারতীতে দিনভর ছাত্র বিক্ষোভ। যার আঁচ আসে কলকাতাতেও।


Conclusion:নাগরিকত্ব সংশোধনী বিল এবং এনআরসির বিরুদ্ধে সরব হয়েছে ওই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একটা বড় অংশ। জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হামলা নিয়ে ও সরব হয় তারা। দিন কয়েক আগে বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত কে ঘিরে দেখানো হয় বিক্ষোভ। তারপর থেকেই চাপা উত্তেজনা চলছিল বিশ্ববিদ্যালয় চত্বরে। সে প্রসঙ্গে আজ কলকাতায় কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, “ বিশ্ববিদ্যালয়গুলো রাজনীতির আখড়া হয়ে উঠেছে। যেটা হওয়া উচিত ছিল না। এমনিতে না পেরে বিরোধীদলগুলো ছাত্রদের কাঁধে বন্দুক রেখে রাজনীতি করছে। আমি ছাত্র-যুবকদের বলব কারো কথায় বিভ্রান্ত হবেন না। আগে বিলটা ঠিক করে পড়ুন। জানুন আইনটা সঠিকভাবে। এই আইন কারো নাগরিকত্ব কেড়ে নেবে না। বরং এটা নাগরিকত্ব দেওয়ার আইন।"
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.