বোলপুর, 18 অগস্ট: হাইকোর্টে হাজিরার নির্দেশ পেয়ে কলকাতার উদ্দেশে রওনা দিলেন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল (Anubrata Mondal Daughter)। টেট দুর্নীতি মামলায় (TET Scam) অনুব্রত-কন্যা সহ 6 জনকে আজ আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের (Calutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । সেই নির্দেশ মেনেই আজ সকালে বোলপুরের বাড়ি থেকে কলকাতার পথে রওনা দেন সুকন্যা ৷
প্রাথমিকে টেট কেলেঙ্কারি মামলায় বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল, ভাই সুমিত মণ্ডল, ভাইপো সাত্যকী মণ্ডল, সহকারী অর্ক দত্ত ও দুই ঘনিষ্ঠ কস্তুরি চৌধুরী, সুজিত বাগদিকে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । অভিযোগ উঠেছে, টেট ফেল করেও চাকরি পেয়েছেন সুকন্যা ৷ শুধু তাই নয়, তাঁর অ্যাটেনডেন্সও বাড়িতে আসত ৷ বাকিদের বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে ৷
আরও পড়ুন: টেট ফেল করেও চাকরি পাওয়ার অভিযোগ, অনুব্রত কন্যাকে আগামিকাল হাইকোর্টে হাজিরার নির্দেশ
একইসঙ্গে অনুব্রত মণ্ডলের আত্মীয়দের প্রাথমিকে চাকরি পাওয়ার বিষয়েও যাবতীয় নথি চেয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় । অভিযোগ, 'জননেতা'র মোট 6 জন আত্মীয়কে চাকরি দেওয়া হয়েছে, কিন্তু তাঁরা কেউই টেট উত্তীর্ণ নন । তাঁরা সবাই কেষ্টর সুপারিশেই স্কুলে চাকরি পেয়েছেন । আজ বেলা 3টের সময় এঁদের প্রত্যেককে আদালতে এসে নিজেদের টেট উত্তীর্ণ সার্টিফিকেট দেখানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি ।