কলকাতা, 6 ফেব্রুয়ারি : ফের কলকাতা শহরে যৌন হেনস্তার শিকার হল এক নাবালিকা৷ এবার ঘটনাস্থল রিজেন্ট পার্ক থানা৷ কয়েকদিন আগে কলকাতার জোড়াবাগান এলাকায় 9 বছরের এক শিশুকন্যাকে যৌন নিগ্রহের পর খুনের অভিযোগ উঠেছিল৷ ওই ঘটনায় বিরিয়ানির লোভ দেখিয়ে মেয়েটিকে ডেকে নিয়ে যায় অভিযুক্ত৷ পুলিশের তরফ থেকে জানা গিয়েছে, রিজেন্ট পার্কের ঘটনায় লটারির টিকিটের লোভ দেখিয়ে মেয়েটিকে নির্জন জায়গায় ডেকে নিয়ে যায় অভিযুক্ত৷ তার পর তার উপর যৌন নির্যাতন চালায়৷ কলকাতা পুলিশের ডিসি এসএসডি রশিদ মুনির খান জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রের খবর, শনিবার বিকেলে রিজেন্ট পার্ক থানা এলাকায় একটি সাত বছরের নাবালিকা খেলা করছিল। তাকে লটারির টিকিট দেখিয়ে একটি ফাঁকা ঘরে নিয়ে যায় সমরেশ পাল নামে ওই অভিযুক্ত৷ সেখানেই ওই নাবালিকার যৌননিগ্রহ করা হয় বলে অভিযোগ।
আরও পড়ুন : বালিকাকে যৌন হেনস্থা করে খুন? অর্ধনগ্ন দেহ উদ্ধার জোড়াবাগানে
মেয়েটি বাইরে এসে ঘটনাটি তার পরিবারকে জানায়৷ সঙ্গে সঙ্গে এলাকার লোকজন ধরে ফেলেন সমরেশ পালকে৷ থানায় খবর দেওয়া স্থানীয় ক্লাবের সদস্যদের তরফে৷ পরে পুলিশ গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।
আরও পড়ুন : জোড়াবাগান: শিশু পর্নোগ্রাফিতে আসক্ত হয়েই বালিকাকে টার্গেট অভিযুক্তের
এর আগে বৃহস্পতিবার কলকাতার জোড়াবাগানে একটি বাড়ির সিঁড়ির কাছে ৯ বছরের বালিকার অধনগ্ন দেহ উদ্ধার হয়। এই ঘটনা নিয়ে ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়৷ পরে রাজকুমার ওরফে লম্বু নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ৷